আজকালকার দিনে পলিউশান ও নানান কারনে কম বয়সেই মুখে কালো ছোপ বা স্পট পরতে দেখা যায়। মার্কেটে নানা ক্রিম থাকলেও প্রাকৃতিক একটি উপাদান আছে, যা সহজেই এই দাগ বা ছোপ দেখে মুক্তি দিতে পারে। আজ জেনে নিন তার সন্ধান। মুখ দাগ বা ছোপ মুক্ত করতে দারুন কাজে দেবে। আর এর কোনও সাইড এফেক্ট নেই।
অ্যালোভেরা জেলের ভরসা
অ্যালোভেরা কিন্তু ক্ষত, দাগ সারানোর প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে। অ্যালোভেরার জেলে পলিস্যাকারাইডস থাকে যা নতুন কোষ তৈরিতে সাহায্য করে ও মৃত, পুরনো, ক্ষতিগ্রস্ত কোষকে দূর করে। কালো ছোপ, ব্রণর দাগ, মেচেতা দূর করে।

উপকরণ:
অ্যালোভেরা গাছের পাতা থেকে বের করা জেল
কি ভাবে ব্যবহার করবেন?
- অ্যালোভেরা গাছ থেকে জেল বের করে তা ৩০ মিনিট ফ্রিজে রাখুন।
- সারা মুখে, বিশেষ করে কালো স্পটে জেল বেশি করে লাগিয়ে নিন।
- জেল লাগানোর পর ১০ মিনিট হাত দিয়ে হালকা ম্যাসাজ করুন।
- মুখে আর ১৫ মিনিট জেলটি রেখে তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- সপ্তাহে রোজ স্নানের আগে এটি ব্যবহার করুন। এক সপ্তাহে বুঝে যাবেন রেজাল্ট।
অ্যালোভেরা জেল ও মধুর মেলবন্ধন
অ্যালোভেরা জেল ও মধু তেলতেলে স্কিনের দাগ দূর করে স্কিনের অতিরিক্তি তেলতেলে ভাব দূর করতেও সাহায্য করে।
উপকরণ:
অ্যালোভেরা গাছের পাতা থেকে বের করা জেল
মধু ২ চা চামচ
কি ভাবে ব্যবহার করবেন?
- অ্যালোভেরা জেল ও মধু একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন।
- এবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই প্যাকটি সারা মুখে লাগান।
- লাগানোর পর ১০ মিনিট হাত দিয়ে হালকা ম্যাসাজ করুন।
- মুখে আর ১৫ মিনিট জেলটি রেখে তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- সপ্তাহে রোজ স্নানের আগে এটি ব্যবহার করুন। এক সপ্তাহে বুঝে যাবেন রেজাল্ট।
মন্তব্য করুন