পুজো মানেই হুল্লোড়। তাই এই কয়দিন অবশ্যই নিয়ম মানা জীবন একদম নয়। কিন্তু স্কিনের খেয়াল রাখতে তো হবেই। তাই পুজো শেষ হলেই ত্বকের যত্ন নিতে এক সপ্তাহ নিয়ম করে ব্যবহার করুন এই ঘরোয়া ফেস প্যাকটি। মেকাপের থেকে হওয়া নানা র্যাস থেকে শুরু করে ব্রণ সব সমস্যার সমাধান।
স্কিনকে হেলদি রাখুন সহজেই। সেই সঙ্গে একটা রেডিয়েন্ট গ্লো পান স্কিনে। গাজরের ফেস প্যাক আপনার স্কিনকে নানা ভাবে সাহায্য করবে।
গাজরের ফেস প্যাক
উপকরণ
১ কাপ গাজরের রস
১ চামচ মধু
কি ভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে গাজরের রস ও মধু ভালো করে মিশিয়ে নিন।
ফেস প্যাকটি এবার মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।
এটা গলায় ও হাতেও লাগাতে পারেন। সেক্ষেত্রে পরিমাণ দু’কাপ গাজরের রস।
১৫ মিনিট পর হালকা গরম জল করে তাতে তুলো ভুজিয়ে মুখ পরিষ্কার করে নিন।
এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন। তারপর দেখবেন স্কিনের রেডিয়েন্ট গ্লো ফিরে এসেছে আগের মত।
গোল্ড ফেসিয়াল বাড়িতে করুন কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক উপাদানের সাহায্যে
মন্তব্য করুন