রুক্ষ ও ফ্যাকাশে চুলকে করুন বাই আর ঘন কালো চুলকে বলুন হাই। ভাবছেন তো কি বকবক করছি। তেমন কিছু না, শুধু বলতে এলাম লাল হয়ে যাওয়া চুলকে স্বাভাবিক ঘরোয়া উপায় দিয়ে কালো করার একটি টিপস।
আমলকী কফি ও হেনার প্যাক
কফি শুধু খেলেই হবে না। এবার থেকে একটু চুলেও লাগান। বেশি কষ্টকর কিছু না। খুব সহজেই এই হেয়ার প্যাকটি বানিয়ে ফেলতে পারেন। সপ্তাহে একবার করে ব্যবহার করুন একমাস। আর পান ঘন কালো চুল।
উপকরণ
আমলকী গোটা বা আমলকী পাউডার
কফি ২ থেকে ৩ চা চামচ
ভালো মানের হেনা হাফ বাটি
কিভাবে ব্যবহার করবেন
হেনা আগের দিন ভিজিয়ে রাখুন, না হলে লাগানোর ৩ থেকে ৪ ঘণ্টা আগে ভিজিয়ে নিন।
গোটা আমলকী হলে ৩ থেকে ৪ টে আমলকী পেস্ট করে নিন। আর আমলকীর পাউডার হলে ৪ থেকে ৫ চা চামচ নিন।
কফি ২ থেকে ৩ চা চামচ নিন।
ভালো করে তিনটি উপকরণ অল্প ঠাণ্ডা জল দিয়ে মিশিয়ে নিন।
এবার ভালো করে চুলে লাগান। হালকা ম্যাসাজ ও করতে পারেন।
অপেক্ষা করুন চুল ভালো করে শুকোনো অব্দি।
চুল শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। ভালো রেজাল্ট পেতে পরের দিন শ্যাম্পু করুন।
একমাস নিয়ম মেনে প্রতি সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাকটি লাগান।
ANUP HALDER
ANUP HALDER ছেলেরা কি ব্যবহার করতে পারে এই পেক টি