শুধু শুধু পার্লারে গিয়ে হেয়ার স্পা কেন করবেন, যখন এটা বাড়িতেই খুব সহজে করা যায়। কি ভাবছেন, পার্লারে কত নানা রকম প্রোডাক্ট ব্যবহার হয়। সেগুলো বাড়িতে কোথায় পাব? সেগুলোও কিন্তু সব বাড়িতে পেয়ে যাবেন। কীভাবে? দেখুন।
১. প্রথম স্টেপঃ তেল মাখা
হেয়ার স্পার প্রথম স্টেপ অয়েল ম্যাসাজ। আপনি রোজ যে তেল ব্যবহার করেন সেই তেল এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। না হলে ব্যবহার করুণ নারকেল তেল ও অলিভ অয়েল। চাইলে এই তেল বানিয়ে নিতে পারেন।
• ১চামচ নারকেল তেল ও ১চামচ অলিভ তেল মেশান।
• অলিভ তেল না পেলে, নারকেল তেলের সাথেই ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে লাগান।
• তেল স্ক্যাল্পে লাগানোর আগে একটু গরম করে নিন।
• স্ক্যাল্পে ভালো ভাবে ম্যাসোজ করে লাগান। একদম হালকা হাতে ম্যাসেজ করবেন। কোনও চাপ দেবেন না।
• পুরো চুলে ভালো করে তেল মাখুন।
২. দ্বিতীয় স্টেপঃ স্টিম
• তেল মাখার পরবর্তী ধাপ হল স্টিমিং। অর্থাৎ মাথায় গরম ভাপ দেওয়া।
• এতে রক্ত সঞ্চালন উন্নত হয়। তেল তার কাজ করতে পারে।
বাড়িতে কীভাবে করবেন স্টিম ?
• স্টিম করার জন্য, প্রথমে একটি পাত্রে জল গরম করুন।
• তারপর তাতে পরিষ্কার তোয়ালে ভেজান।
• এবার এই গরম তোয়ালে মাথায় জড়িয়ে রাখুন ৫মিনিট।
• খুব গরম জল যেন না হয়।
৩.তৃতীয়স্টেপঃ স্ক্যাল্প পরিষ্কার করে নিন
• যে তেলটা স্কাল্পে বসে আছে সেটা এবার পরিষ্কার করার পালা। সেই জন্য এবার শ্যাম্পু।
• মাইলড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
• শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাবেন অবশ্যই।
৪. চতুর্থ স্টেপঃ হেয়ার প্যাক
এবার চুলকে পুষ্টি দিতে পরের ধাপ হল হেয়ার প্যাক। বাইরে থেকে প্যাক কেনার দরকার নেই। বাড়িতেই বানিয়ে নিন।
প্রথম হেয়ার প্যাকঃ মধু ও দইের প্যাক
উপকরণ
• ২চামচ দই ও ১চামচ মধু ( চুল লম্বা হলে উপকরণের পরিমাণ বাড়িয়ে নিন)
পদ্ধতি
• দই ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে মধু মেশান। ভালো করে সব মিশিয়ে, এটা পুরো চুলে ভালো করে লাগান। মিনিট ১৫রাখুন।
দ্বিতীয় হেয়ার প্যাকঃ শুষ্ক চুলের জন্য বিশেষ প্যাক
উপকরণ
• হাফ কাপ মধু, ২চামচ অলিভ তেল ও একটা ডিমের কুসুম।
পদ্ধতি
• মধুতে অলিভ তেল ও ডিমের কুসুম মেশান। ভালো করে সব উপকরণগুলো মেশান। এবার এটা স্কাল্পসহ চুলে ভালো করে লাগান। মিনিট ২০ অপেক্ষা করুণ। যাদের চুল খুব রুক্ষ, তাদের জন্য এই প্যাক খুব ভালো।
তৃতীয় হেয়ার প্যাকঃ দুধ ও মধুর প্যাক
উপকরণ
• হাফ থেকে এক কাপ দুধ ও ১চামচ মধু
পদ্ধতি
• হাফ কাপ দুধে মধু ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ একদম পুরো চুলে ভালো করে লাগান। মিনিট ১৫ রেখে দিন।
চতুর্থ হেয়ার প্যাকঃ ডিমের প্যাক
উপকরণ
• ১ থেকে ২টি ডিম
পদ্ধতি
• এটা সবরকম চুলেই ব্যবহার করা যায়। খুব সহজ কিন্তু খুব ভালো একটা হেয়ার প্যাক। ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে চুলে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। যদি চুল অয়েলি হয় তাহলে, ডিমের কুসুমটা বাদ দিয়ে দেবেন। শুধু ডিমের সাদা অংশ লাগান। আর যদি চুল হয় ড্রাই কিংবা নর্মাল হয়, তাহলে পুরো ডিমটাই ব্যবহার করবেন।
পঞ্চমস্টেপঃ চুল পরিষ্কার করে ফেলুন
উপরের প্রতিটা হেয়ার প্যাকই খুব ভালো। যেকোনো একটা লাগাতে পারেন। তবে অবশ্যই চুলের ধরন অনুযায়ী হেয়ার প্যাক ব্যবহার করবেন। এটা লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।
• হালকা মাইলড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর কন্ডিশনার।
• তারপর মাথা মুছে নিন। এক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
দেখলেন তো বাড়িতেই কেমন হয়ে যায় হেয়ার স্পা ট্রিটমেন্ট। খালি দরকার নিজের জন্য একটু সময়। প্রতি মাসে একবার করে এটা করে ফেলুন। ব্যাস তারপর চুল নিয়ে আর কোনও সমস্যায় পড়তে হবে না।
Alpana Dutta Mondal
ধন্যবাদ আপনাকে। দিদিভাই যদি হাত পায়ের কোনো ভালো সাজেশন থাকে টো আমাকে বলবেন