চুল পড়ার যন্ত্রণায় মাথা খারাপ হবার হচ্ছে তো? আমারও একমাস আগে ঠিক আপনাদের মতই অবস্থা ছিল। খাওয়ার পাতে চুল, মেজেতে চুল, জামাকাপড়ে চুল। উফফ! তবে এখন আর চুলের সমস্যা নেই। না না ন্যাড়া হয়ে যাই নি। আপনাদেরও হতে বলছি না। শুধু বানিয়ে নিন একটি তেল আর পান চুল পড়ার সমস্যা থেকে একেবারে শান্তি।
কি সেই তেল যা চুল পড়া বন্ধ করবে
•মেথি ও কারিপাতা দিয়ে তৈরি ঘরোয়া তেল।
•একেবারে প্রাকৃতিক উপাদানে তৈরি তেল।
•কোন রকমের ভেজাল নেই।
•নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন।
➡ চুল ওঠা বন্ধ করার আরও টিপস জানতে ক্লিক করুন
কি ভাবে বানাবেন জানুন স্টেপ বাই স্টেপ
উপকরন
•দু চামচ মেথি
•আধা কাপ নারকেল তেল
•কারিপাতা ৩০ টি
পদ্ধতি
•প্রথমে একটি পাত্রে নারকেল তেল ঢেলে হালকা আঁচে গরম করুন।
•তেল হালকা গরম হলে তাতে দু চামচ মেথি দিন।
•মেথি লাল হয়ে ওঠা অব্দি অপেক্ষা করুন।
•এবার এতে কারিপাতা মেশান। পাতা গুলো কালো হয়ে গেলে তেল টি একটি পাত্রে নামিয়ে ঠাণ্ডা করুন।
•ঠাণ্ডা হবার পর বোতলে ভরে রাখুন।
কি ভাবে ব্যবহার করবেন তেল
•সপ্তাহে তিনদিন তেলটি ব্যবহার করুন। যেদিন ব্যবহার করবেন সেদিন শ্যাম্পু করবেন না।
•তেল টি চুলের ভিতরে ভালো করে লাগিয়ে হালকা ম্যাসাজ করবেন।
•করার পর ভালো করে চুল পাতলা কাপড় দিয়ে মুড়ে রাখুন ৩০ মিনিট।
•৩০ মিনিট পর চুল আচরে নিন।
•প্রথম এক সপ্তাহ হালকা চুল উঠলেও তার পর থেকে আর উঠবে না নিয়মিত করলে।
➡ চুলের যত্ন নেওয়ার আরও লেখা পড়তে এতে ক্লিক করুন
মন্তব্য করুন