আপনি কি শিব ভক্ত? তাহলে শ্রাবণ মাসে শিবের পূজো নিশ্চয়ই করেন। তবে তারকেশ্বরে গিয়ে কখনও কি বাবার মাথায় জল ঢেলেছেন? যদি এখনো সেটা না করা হয় তাহলে একবার তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসুন। কারন এই শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢাললে, এই পাঁচটি বিশেষ সুফল পাওয়া সম্ভব বলে মনে করা হয়।
তারকেশ্বরে শিব মন্দির কেন গুরুত্বপূর্ণ
বাংলার সবচেয়ে প্রাচীন মন্দির গুলির মধ্যে এই মন্দির অন্যতম। বহু প্রাচীন তারকেশ্বরের এই মন্দির। প্রাচীন বাংলার চালা স্থাপত্যর নিদর্শন হিসাবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দির। তাছাড়া তারকেশ্বরের শিব লিঙ্গের একটা আলাদা মহিমা রয়েছে। কারন এটি স্বয়ংভু লিঙ্গ। এই লিঙ্গ সচরাচর দেখা যায় না।
এছাড়াও মন্দিরের সামনের পুকুরটিকেও অত্যন্ত পবিত্র মনে করা হয়। মানা হয় এই জলেরও একটা আলাদা মহিমা রয়েছে। এইসব নানাকারনেই শ্রাবণ মাসের প্রতি সোমবারে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে। শ্রাবণ মাসের প্রতি সোমবারেই থাকে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন থাকে। তাই এই বিশেষ চারদিনে মানুষ এই পুণ্য স্থানে ভিড় জমান।
এমনিতেই সোমবার মহাদেবের প্রিয় দিন। এবং শ্রাবণ মাস নিয়ে প্রচলিত রয়েছে নানান গল্প কথা। এটি ভগবান শিবের জন্ম মাস হিসাবে প্রচলিত। বিভিন্ন কারনেই তাই শ্রাবণ মাসের সোমবার গুলি খুব গুরুত্বপূর্ণ। মানা হয়, শ্রাবণ মাসের এই সোমবার গুলিতে শিবের আরাধনা করলে, মহাদেবের আশীর্বাদ থেকে কখনই বঞ্চিত হবেন না। তার ওপর যদি তারকেশ্বরের মত মহাদেবের পুণ্য স্থানে গিয়ে, ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে তো কোনও কথাই নেই। বিশেষ কিছু সুফল পাওয়া যায় বলে মনে করা হয়।
সারাজীবন সুখী থাকার আশীর্বাদ
সারাজীবন সুখে ও আনন্দে কাটাতে তো সবাই চায়। কিন্তু জীবনে সমস্যা যেন পিছু ছাড়েনা। তাই তো?সেই জন্যই শ্রাবণ মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারন এইদিনে মহাদেবকে তুষ্ট করলে। মহাদেবের আশীর্বাদে সারাজীবন আনন্দে কাটানো সম্ভব। কারন এতে সুখী দীর্ঘ জীবন পাওয়া সম্ভব। বিবাহিত জীবন খুব সুখের হয়। বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের দীর্ঘ জীবনের জন্য এই ব্রত করতে পারেন। সুখ, সমৃদ্ধি, যশ, খ্যাতি, আর্থিক উন্নতি সবই পাবেন মহাদেবের আশীর্বাদে।
গ্রহদোষ কাটাতে
গ্রহদোষে জীবন জর্জরিত? সব কাজে বাঁধা আসছে? হাজার হাজার টাকা জ্যোতিষীর পিছনে খরচা না করে, মহাদেবের শরণাপন্ন হন। মহাদেবের আশীর্বাদেই কেটে যাবে সব গ্রহদোষ। বিশেষ করে শনির গ্রহদোষ। যেটা কাটিয়ে ওঠা খুবই কঠিন। সেটাও খুব সহজেই কেটে যাবে।
আদর্শ জীবন সঙ্গী পেতে
মহাদেব শুধু জগৎকে রক্ষা করেন না। ভগবান শিবকে আদর্শ পুরুষ বলেও মনে করা হয়। তাই নিজের জন্য একজন আদর্শ জীবন সঙ্গীও পেতে পারেন মহাদেবের আশীর্বাদে। তাই একবার তারকেশ্বরে গিয়ে নিজের জন্য আদর্শ জীবনসঙ্গী চাইতে ভুলবেন না। কারন জীবনে একটা আদর্শ জীবনসঙ্গী পেলে সারাজীবন আনন্দে থাকা যায়।
দুরারোগ্য ব্যাধি ও অকালমৃত্যু থাকবে বহুদুরে
বাড়ির কেউ কঠিন রোগে আক্রান্ত? তাহলে তার স্বাস্থ্যের উন্নতির কামনায় শিবের পূজা করুণ। কারন শাস্ত্রমতে, এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে, স্বাস্থ্য ভালো থাকে। আর নানারকম রোগ থেকে অনেক দূরে থাকা যায়। কঠিন ব্যাধি ধীরে ধীরে সেরে ওঠে।
অন্যান্য সুফল
- এগুলি ছাড়াও অকালমৃত্যু ও বিপদ আপনাকে ছুঁতে পারবেনা।
- এইমাসে তারকেশ্বরে গিয়ে জল ঢাললে, খুব সহজেই মোক্ষলাভ সম্ভব।
- শ্রাবণ মাসের এই ব্রত থেকে সকল দেবদেবীই তুষ্ট হন। অর্থাৎ সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়।
- বাড়িতে অশুভ শক্তির বিনাশ হয় ও সংসারে শান্তি বজায় থাকে।
- তাহলে দেখলেন তো, তারকেশ্বরে জল ঢালার মহিমা? তাহলে এবার থেকে অন্যান্য সময়ে না গিয়ে, যান এই বিশেষ সময়ে। তাহলে মহাদেবের আশীর্বাদে এই পাঁচটা নয়, মনের সব ইচ্ছাই পূরণ হবে।
মন্তব্য করুন