দোকান থেকে নানান দামী ডার্ক সার্কেল রিমুভার ক্রিম কিনেও চোখের তলার কালি দূর করতে পারেননি তো? চাপ নেবেন না, আজকের আর্টিকলে রইলো দইয়ের তিন তিনটি প্যাক যা আপনার চোখের কালি এক মুহূর্তে দূর করে দেবে।
কেন দই?
• দই স্কিন টোনের ক্ষেত্রে হালকা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে।
• দইতে থাকা ল্যাক্টিক অ্যাসিড আর প্রো-বায়োটিকস আপনার চোখের তলার ডার্ক সার্কেল কিন্তু নিমেষে দূর করে ফেলতে পারে।
• ত্বকের মরা কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল রাখে।
➡ হলুদের ফেস প্যাক উজ্জ্বল ত্বকের জন্য
দই আর কাঁচা হলুদের প্যাক
কাঁচা হলুদ কিন্তু আপনার ত্বকের সব কালো দাগ দূর করে ত্বককে পরিষ্কার আর উজ্জ্বল করতে কিন্তু এক নম্বর। তাই আপনার ডার্ক সার্কেলকে তাড়াতে এটা ব্যবহার করতেই পারেন।
উপকরণ
• কাঁচা হলুদ বাটা ১ চামচ
• দই ১ চামচ
কি ভাবে ব্যবহার করবেন
• কাঁচা হলুদ আর দই একসাথে ভালো করে মিশিয়ে নিন।
• তারপর আপনার চোখের নীচে ভালো করে মাখিয়ে ফেলুন হালকা ম্যাসাজ করে।
• ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
• নিয়ম করে সপ্তাহে ৩ বার এটা ব্যবহার করুন, উপকার পাবেন।
দইয়ের প্যাক
শুধু দই কিন্তু আপনার চোখের তলার কালিকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে পারে। তাছাড়া আপনার চোখের তলা যদি ফোলা ফোলা হয়, তাহলেও কিন্তু দই ব্যবহার করতে পারেন অনায়াসে।
উপকরণ
• দই ১ চামচ
কি ভাবে ব্যবহার করবেন
• দই নিয়ে আপনার চোখের তলায় এমনিই লাগিয়ে ফেলুন।
• তারপর ২০-২৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
• দিনে দু’বার করে এটা করুন।
দই আর মধুর প্যাক
উপকরণ
• দই ১ চামচ
• মধু ১ চামচ
কি ভাবে ব্যবহার করবেন
• দই আর মধু একসাথে মিশিয়ে চোখের তলায় লাগিয়ে ফেলুন।
• ১৫-২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
• রোজ একবার করে করুন।
মন্তব্য করুন