আপনিও কি চুল নিয়ে সমস্যায় রয়েছেন। হাজারও উপায় ট্রাই করে পাতলা চুলকে মোটা করতে পারছেন না? এবার পারবেন। কয়েকটি সামান্য ঘরোয়া উপায়ের সাহায়ে। নিয়মিত এক মাস উপায়গুলো ট্রাই করুন পাতলা চুল মোটা হবেই কথা দিচ্ছি। চলুন জেনে নেওয়া যাক কি ভাবে পাতলা চুলকে মোটা করা সম্ভব।
আমলকীর তেল
চুলে আমলকীর ব্যবহার আর নতুন করে কিছু বলার নেই। চুলকে তো মজবুত করেই, সেই সাথে চুল পরাও নিয়ন্ত্রণ করে। এতে আছে প্রচুর ভিটামিন সি যা খুশকি নিয়ন্ত্রণ করে এবং চুল বাড়তে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন একটা তেল থেকে কত উপকার পেতে পারেন।
উপকরণ:
- আমলকীর পাউডার ১০০ গ্রাম মত
- নারকেল তেল ২০০ গ্রাম
- ২ লিটার জল
পদ্ধতি:
প্রথমে আমলকী পাউডার জলে গুলে নিন। ফোটান অল্প আঁচে। জল একদম ঘন হয়ে আসবে। মানে ২ লিটার জলটা কমে ১লিটার হয়ে যাবে। এক্ষেত্রে কাঁচা আমলকীও ব্যবহার করতে পারেন। কাঁচা আমলকী ছোট ছোট টুকরো করে, জলে দিয়ে ফোটাতে পারেন। জল ঘন হয়ে এলে, এবার জল ছেঁকে একটা আলাদা জায়গায় রাখুন।
ওই জলে নারকেল তেলটা দিন। আবার ফোটাতে থাকুন। যদি আমলকীর পাউডার ব্যবহার করেন, তাহলে ওই বেঁচে যাওয়া পাউডার ও জলে দিয়ে ফোটাবেন। আর কাঁচা আমলকী নিলে, টুকরো গুলো দেবার দরকার নেই। তেল থেকে জল শুকিয়ে এলে, নামিয়ে নিন। ব্যাস রেডি। একটা এয়ার টাইট পাত্রে রেখে দিন। সপ্তাহে দুদিন লাগান ভালো ফল পাবেন।
নিম তেল
চুলের ভেঙ্গে যাওয়া আটকাবে এবং চুলের বৃদ্ধি বাড়াবে।
উপকরন:
- নিমের ফল
- কিছুটা জল
পদ্ধতি:
নিম ফলের দানা গুলো গুড়ো করে নিন। এবার এটা জলে ভিজিয়ে রাখুন। জল কিন্তু বেশী করে দেবেন। এবার এটা ভিজিয়ে রেখে দিন। প্রায় ৪৮ ঘণ্টা মত ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখবেন জলের ওপরে তেল ভাসবে। মানে তেলটা রেডি। এবার তেলটা আলাদা করে অন্য একটা পাত্রে রেখে দিন।
পেঁয়াজ
পেঁয়াজের রস জাস্ট একটা ট্রিটমেন্ট চুল গজানোর ক্ষেত্রে। পেঁয়াজের রসে থাকে প্রচুর পরিমাণে সালফার। যেটা স্কাল্পে চুল গজানোর জন্য দারুন উপকারী। এটা খুব ভালো কেরাটিন ট্রিটমেন্ট হিসাবেও কাজ করে। রক্তসঞ্চালন উন্নত করে।
উপকরন:
- ১টা পেঁয়াজ
- একটু জল
পদ্ধতি:
একটা পেঁয়াজ আগে একটু ব্লেণ্ড করে নিন। এরপর এটা ভালো করে চিপে রস বার করে নিন। এবার এর সাথে জাস্ট একটু জল মেশান। মিশ্রণ স্কাল্পে ম্যাসাজ করে লাগান। অন্তত মিনিট ১৫ রাখুন।
Rupa Sarkar
Very good suggestion. I want to try it. Thanks a lot.
Aparajita
পাতলা চুল এবং খুব চুল পড়ে।
মলি
খুব চুল ওঠে।চিরুনি করতে ও ভয় লাগে। 😓😓😓
Roha kabir
Si
Shammi akter
Chul khuve Patla. Chul pore jai. 40years old. Khuski ase.
Md.Jewel
কিভাবে পাতলা চুল মোটা করব?
Sharmin akter
আমার চুল খুব পাতলা,মাথার তালু দেখা যায়,,আর অনেক চুল উঠে যায়,,আর চুল লম্বা হয়না ও গজায় না,,, কি করবো…?
বয়স ; ২৪