ত্বকের জেল্লা আজকাল নিমেষে হারিয়ে যাচ্ছে। পলিউশান ও অন্যান্য নানা কারনে ত্বক বা স্কিন তার স্বাভাবিকতা হারিয়ে ফেলছে। কম বয়েসেই গালে রিঙ্কেলস দেখা দিচ্ছে। এসবের থেকে নিজেকে দূরে রাখতে হলে কিছুটা ত্বকের যত্নও তো নিতেই হবে বন্ধুরা।
সেক্ষেত্রে পার্লারে গিয়ে টাকা খরচ করতে বলছি না। সামান্য কিছু জিনিস যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা দিয়েই কাজ হয়ে যাবে। বেসনের ফেস প্যাক আপনাদের ত্বকে এনে দেবে স্থায়ী চমক। কি কি করবে ও কিভাবে তা নীচে বিস্তারিত বলা হল।
কালো দাগ দূর করতে বেসনের ফেস প্যাক
![মুখে কালো কালো ছোপ](https://dusbus.com/wp-content/uploads/2018/03/black-spot-on-face.jpg)
রোজকার ব্যস্ততায় আমরা অনেকেই ত্বকের সঠিক যত্ন নিয়ে উঠতে পারি না। তাই অনেক সময় রোদের তেজ থেকে কালো ছোপ বা দাগ মুখে দেখা দেয়। এই দাগ সহজে যেতে চায় না। তবে বেসনের এই দুটি ফেস প্যাকের যেকোনো একটি নিয়নিত সপ্তাহে ৩ বার করে যদি ব্যবহার করেন দাগ যেতে বাধ্য হবে কথা দিচ্ছি।
১. বেসন ও লেবুর ফেস প্যাক
সপ্তাহে তিনবার করে এই প্যাকটি ব্যবহার করলে এক মাসের মধ্যে দাগ ভ্যানিশ হবেই হবে।
উপকরন:
- বেসন, কাঁচা দুধ
- পাতিলেবুর রস
পদ্ধতি:
প্রথমে একটি বাটিতে ৪ থেকে ৫ চা চামচ বেসন নিন। তাতে ২ চা চামচ পাতিলেবুর রস মেশান। এবার এই মিশ্রণে যোগ করুন এক চা চামচ কাঁচা দুধ। ভালো করে প্যাকটি বানিয়ে নিন। ফেস প্যাকটি লাগানোর আগে ভালো করে মুখ ধুয়ে মুছে নিন। এবার গোটা মুখে বিশেষ করে দাগের জায়গায় ভালো করে ফেস প্যাকটি লাগান। ৫ মিনিট হালকা ম্যাসাজ করুন। তারপর অপেক্ষা করুন ৩০ মিনিট মত।
![turmeric and besan](https://dusbus.com/wp-content/uploads/2019/11/haldi-besan-1024x600.jpg)
ততক্ষণ আমাদের হোমপেজ থেকে অনান্য লেখা পড়ে নিতে পারেন। প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিনবার করে এই প্যাকটি ব্যবহার করলে এক মাসের মধ্যে দাগ ভ্যানিশ হয়ে যাবে।
২. বেসন ও টক দই ফেস প্যাক
সপ্তাহে ২ বার করে এই ফেস প্যাকটি ব্যবহার করুন ভালো ফলাফল পাওয়ার জন্য।
উপকরনঃ
- বেসন, টক দই
- পাতিলেবুর রস
পদ্ধতিঃ
প্রথমে একটি বাটিতে ৪ থেকে ৫ চা চামচ বেসন নিন। তাতে ২ চা চামচ পাতিলেবুর রস মেশান। এবার এই মিশ্রণে যোগ করুন এক চা চামচ টক দই। ভালো করে প্যাকটি বানিয়ে নিন। ফেস প্যাকটি লাগানোর আগে ভালো করে মুখ ধুয়ে মুছে নিন।
এবার গোটা মুখে বিশেষ করে দাগের জায়গায় ভালো করে ফেস প্যাকটি লাগান। ৫ মিনিট হালকা ম্যাসাজ করুন। তারপর অপেক্ষা করুন ৩০ মিনিট মত। প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ বার করে এই ফেস প্যাকটি ব্যবহার করুন ভালো ফলাফল পাওয়ার জন্য।
ত্বকের জেল্লা স্থায়ী করতে বেসনের প্যাক
বেসনের ফেস প্যাক ত্বকে এনে দেবে স্থায়ী চমক। নিয়মিত ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের জন্য তা ভালো সাথে সাথে ত্বকের উজ্জলতা বৃদ্ধিতেও কাজে আসে।
ফেস প্যাক
সপ্তাহে ৩ বার করে এই ফেস প্যাকটি ব্যবহার করুন ভালো ফলাফল পাওয়ার জন্য।
উপকরনঃ
- বেসন
- কাঁচা হলুদ
- কাঁচা দুধ
পদ্ধতিঃ
প্রথমে একটি বাটিতে ৫ থেকে ৬ চা চামচ বেসন নিন। তাতে ২ চা চামচ কাঁচা হলুদের পেস্ট মেশান। এবার এই মিশ্রণে যোগ করুন এক চা চামচ কাঁচা দুধ। ভালো করে প্যাকটি বানিয়ে নিন। ফেস প্যাকটি লাগানোর আগে ভালো করে মুখ ধুয়ে মুছে নিন। এবার গোটা মুখে বিশেষ করে দাগের জায়গায় ভালো করে ফেস প্যাকটি লাগান। ৫ মিনিট হালকা ম্যাসাজ করুন। তারপর অপেক্ষা করুন ২০ মিনিট মত। প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩ বার করে এই ফেস প্যাকটি ব্যবহার করুন ভালো ফলাফল পাওয়ার জন্য।
মন্তব্য করুন