হালফিলের ফ্যাশানে নিজেকে মানিয়ে নিতে চান? তাহলে ফ্যাশানের সাথে সাথে কয়েকটি বিষয়ে অবশ্যই নজর রাখুন। খুব সহজ কয়েকটা বিষয় মেনে চলুন দেখবেন ফ্যাশানে আপনি হিট। ফ্যাশান মানে শুধু জামাকাপড় নয়। সাথে থাকে কিছু বেসিক জিনিসও। যা জানা খুবই জরুরি।
১১. ডেনিম আর প্লেড শার্ট আছে?
আপনার ফ্যাশনে ক্লাসিক লুক আনতে চাইলে কিন্তু এই স্টাইলিশ ডেনিম আর প্লেড শার্ট আপনার কালেকশনে থাকতেই হবে। তাই কিনে রাখতে ভুলবেন না।
১২. জামাকাপড় ঠিক করে গুছোন
ভাবুন তো, দু বছর আগে একটা ড্রেস কিনেছেন, কিন্তু দরকারের সময় সেটা হাতের কাছে পেলেনই না। কিংবা কয়েকটা জামা যে আদৌ আপনি কিনেছেন কখনও সেটাই ভুলে গেছেন—তাহলে কি খারাপ ব্যাপারটাই না হবে! তবে হ্যাঁ, আপনার ওয়ার্ড্রোব যদি ঠিক করে গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু এই ভুল একদম হবে না।
১৩. যখন তখন যা খুশি কিনবেন না
সেল দিচ্ছে, আর আপনিও হয়তো লোভ সামলাতে না পেরে একগাদা জামাকাপড় কিনে ফেললেন। এটা কিন্তু একদম কাজের কথা না। যখন তখন যা খুশি কিনবেন না। লোভ হলেও নিজেকে আটকান। দেখবেন কত্ত টাকা বেঁচে যাচ্ছে।
১৪. শপিং করার আগে ভাবুন
যা খুশি কিনে ফেলা যেমন কাজের কথা নয়, তেমনই যদি কিনতেই হয়, তাহলে কিন্তু কেনার আগে ভালো করে ভাবতে ভুলবেন না। ভাবুন যে কোন পোশাকটা আপনার ইমিডিয়েট দরকার। তারপরই না হয় টাকাটা তাতে খরচা করুন।
১৫. প্রপার অ্যাক্সেসরিজ
ঠিক করে ড্রেস আপ করতে হবে প্রপার অ্যাক্সেসরিজ নেওয়া কিন্তু মাস্ট। ওতে আপনার স্টাইল খুলবে ভালো। আর একটা ঠিক অ্যাক্সেসরি কিন্তু আপনাকে ঠিক করে এক্সিকিউটও করতে পারে।
১৬. এল.বি.ডি.—লিটল ব্ল্যাক ড্রেস
পার্টিই বলুন আর যাই বলুন, একটা স্টাইলিশ এল.বি.ডি. আপনার কালেকশনে থাকলে কিন্তু আর কথাই নেই। তাই কিনে নিন না থাকলে।
১৭. ইন ফ্যাশন
আজকাল ফ্যাশনে কিন্তু টপ ইন করে পরা হট ট্রেন্ড। তাই অভ্যাসে থাকুন।
১৮. টোটকা জানুন
ফ্যাশন করবেন জমিয়ে আর ফ্যাশনের ছোটোখাটো টোটকাগুলো জানবেন না, এটা কিন্তু হয় না। তবে ‘দাশবাস’ থেকে তো জেনেই গেছেন সহজ টোটকা, ট্রাই করুন নিশ্চিন্তে।
১৯. প্রিন্ট আর প্যাটার্নের প্রপার ব্যবহার
প্রিন্ট আর প্যাটার্নের প্রপার ব্যবহার কিন্তু আপনার ড্রেসিং সেন্সকে আরও ভালো করে বাড়িয়ে তুলতে পারে। তাই ড্রেস আপ করার আগে মিক্স অ্যান্ড ম্যাচ স্টাইলে প্রিন্ট আর প্যাটার্ন নিয়ে ভাবুন। দেখুন কোনটা আপনার ওপর খুলবে।
২০. একগাদা রঙ আর প্রিন্ট মেলাবেন না
সোবার ভাবে ড্রেস আপ করুন। ফ্লোরাল প্রিন্টের টপের সাথে স্কার্ট পরুন বা প্রিন্টেড ড্রেসের সাথে সিম্পল অ্যাক্সেসরিজ নিন। অতিরিক্ত যেন কোনো কিছু না মনে হয়।
https://dusbus.com/bn/meyeder-jonno-10-ta-darun-fashion-tips/
মন্তব্য করুন