গরমকাল তো এসেই গেল বন্ধুরা। আর গরমকাল মানেই জানেন, বিচ্ছিরি ঘামে ভিজে-টিজে এক্কেবারে একাকার কান্ড। এমনিতেই ঘাম জমতে থাকে গায়ে, হাত-পা চ্যাটচ্যাটে হয়ে একেবারে যা তা তো হয়ই। আর তারপর আপনার যদি একটু বেশী ঘেমে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে তো আর কথাই নেই। জামাকাপড় তো বটেই, আর ব্রা পর্যন্তও ভিজে একাকার। তা গরমকালে একটু ঘাম তো হবেই। কিন্তু সেই ঘাম যাতে আপনার গরমকালটাকেই না বরবাদ করে দিতে পারে, তার জন্য স্পেশাল ব্রায়ের টিপস নিয়ে হাজির আমরা। জেনে নিন গরমকালের জন্য আপনার পারফেক্ট ব্রা কোনটা।
কোন ব্রা গরমকালে বেস্ট?
গরমকালই বলুন কি শীতকাল—আপনার সারাক্ষণের জন্য অল টাইম বেস্ট কিন্তু সুতির ব্রা। আর ডাক্তাররাও কিন্তু সবসময়েই সুতির ব্রা ব্যবহার করার পরামর্শ দেন। তাই আপনার যদি সিন্থেটিক ফাইবারের ব্রা পরার অভ্যেস থাকে, তাহলে আজই কিন্তু তা ত্যাগ করুন। কেন? জানুন।
কেন নয় সিন্থেটিক ব্রা?
দেখুন, গরমকালে তো এমনিতেই ঘাম হয়। আর আন্ডার গারমেন্টস মানে সেখানে অন্যান্য জায়গার থেকে তো খানিক বেশীই ঘাম জমে। ওই অবস্থায় যদি আপনি সিন্থেটিক মেটিরিয়ালের ব্রা পরেন, তাহলে কিন্তু ঘাম জমে আরও বাজে ব্যাপার হবে। কারণ সিন্থেটিক ফাইবার, সে যতই ভালো আর নরম হোক, ঘাম বা ময়েশ্চারাইজার কিন্তু একদম অ্যাবসর্ব করতে পারে না। তাই ঘাম জমে জমে ব্রা ভিজে যায় খুব তাড়াতাড়ি। আর এই গরমে আপনি যদি ভিজে ব্রা পরেই থাকেন, তাহলে বুঝতে পারছেন তো কী হবে? আজ্ঞে হ্যাঁ, ঘাম জমে র্যাশ, ইনফেকশন হতে কিন্তু বাধ্য। তাছাড়া এমনিতেও সিন্থেটিক ফাইবার বেশী না ব্যবহার করাই ভালো।
সুতির ব্রা কেন?
১. উল্টোদিকে সুতির ব্রা কিন্তু প্যাচপ্যাচে গরমের জন্য এক্কেবারে পারফেক্ট। খুবই নরম হয়। পরেও আরাম পাবেন। আর সুতির ব্রা কিন্তু ঘাম বেশ ভালোই শুষে নিতে পারে। তাই আপনার গায়ে ঘাম জমে সর্দিকাশি হওয়ার সম্ভাবনাও কিন্তু খানিক কমে। আর ঘাম যেহেতু জমে না বেশী, তাই বুঝতেই পারছেন, ইনফেকশন বা র্যাশের সম্ভাবনাও কিন্তু অনেক কম।
২. সুতির ব্রা কিন্তু এমনি সিন্থেটিক ব্রায়ের থেকে অনেক বেশী টেঁকসই। কিনুন, পরুন, যত খুশি ধোওয়া ধুয়ি করুন, টিকবে।
৩. আর এমনিতেই সুতির জিনিস পরে কিন্তু একটা আলাদা আরাম আছেই। খুবই নরম। তাই গরমকালে অন্যান্য ব্রা পরলে দেখবেন খানিক অস্বস্তি হয়ই, সেখানে সুতির ব্রা পরলে কিন্তু সেই অস্বস্তির সম্ভাবনা থাকে না বললেই চলে।
৪. আর ব্যায়াম বা কোনো হেভি ওয়ার্কিং—এই সময় কিন্তু সুতির ব্রা পরাই বেস্ট অপশন। কারণ ওই একই। ঘাম বসে না। আর আরামও বেশী।
তাই গরমকালে ব্রা যখনই ব্যবহার করবেন সিন্থেটিক ফাইবার থেকে দূরে থাকুন। সুতির ব্রা-কেই বানান আপনার বেস্ট ফ্রেন্ড আর এই গরমে আপনার আরামের চাবিকাঠি।
পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন নাকি মেন্সট্রুয়েশন কাপ—কোনটা ব্যবহার করবেন?
মন্তব্য করুন