প্রায় প্রতি বছরই নিয়মিত ব্যাঙ্কের পরীক্ষায় নিয়োগ হয়। আর একবার চাকরি পেয়ে গেলে ভালো বেতন আর নিরাপত্তা নিয়ে আপনি সারা জীবন নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারেন। ব্যাঙ্কের চাকরির প্রস্তুতি নিতে হলে আই.বি.পি.এস. এর পাশাপাশি আপনি নিশ্চয়ই এস.বি.আই’এর জন্যও আলাদা করে প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন ? ঠিক কোন বইগুলো পড়লে বা কীভাবে প্রস্তুতি নিলে আপনি আপনার স্বপ্নের চাকরির কাছে আর একটু এগিয়ে যাবেন, আসুন জেনে নেওয়া যাক।
এস.বি.আই তে নিয়োগ মূলত তিনটি পদের জন্য তিনটি পরীক্ষার মাধ্যমে হয়- এস.বি.আই পি.ও,এস.বি.আই ক্লার্ক ও এস.বি.আই স্পেশালিস্ট অফিসার বা এস.ও। এই পরীক্ষার পদ্ধতি ও তার প্রস্তুতির উপায় সম্পর্কে আমরা এবারে বিস্তারিত জানবো।
এস.বি.আই পি.ও
প্রবেশনারি অফিসার বা পি.ও –র পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা হয় মূলত তিনটি ধাপে- প্রিলিমিনারি, মেইন, ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশন। প্রস্তুতির শুরুতেই আপনাকে জেনে নিতে হবে পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের ধরণ। সেই অনুযায়ী নিতে হবে প্রস্তুতি। দুটি ধাপ সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নিই।
প্রিলিমিনারি
প্রিলিমিনারির প্রশ্নপত্রের চারটি অংশ থাকে। এর জন্য মোট সময় ধার্য থাকে ১ ঘন্টা।প্রথমে আসুন জেনে নিই প্রতিটি অংশের প্রশ্ন সংখ্যা ও ধার্য নম্বর-ইংরেজি ভাষা অংশের জন্য প্রশ্নের সংখ্যা থাকে ৩০ আর নম্বর থাকে ৩০। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অংশের জন্য প্রশ্ন থাকে ৩৫ আর নম্বর থাকে ৩৫। আর রিজনিং এবিলিটির জন্য প্রশ্ন থাকে ৩৫ আর নম্বর থাকে ৩৫।তাই মোট প্রশ্নের সংখ্যা ১০০ আর নম্বরও ১০০।
প্রথমে আপনাকে প্রতিটি অংশের জন্য কত সময় ব্যয় করবেন,সেটা ঠিক করে নিতে হবে। মনে রাখবেন আপনার হাতে সময় থাকবে মাত্র ৬০ মিনিট। এত কম সময়ে সব কটি প্রশ্নের উত্তর করা কার্যত অসম্ভব। তাই আপনাকে বেছে নিতে হবে আপনার পক্ষে কোনগুলো কম সময় ব্যয় করে করা সম্ভব। এটিও কিন্তু আপনাকে করতে হবে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই। মানে, আপনাকে প্রশ্ন দেখার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওই প্রশ্নের উত্তর লিখবেন কিনা। আসুন পাঁচটি অংশ সম্পর্কে আর একটু বিস্তারিত জেনে নিই, বুঝে নিই পরীক্ষা দিতে বসে প্রতিটি অংশের জন্য ধার্য সময় কেমন হওয়া উচিত।
ইংরেজি ভাষা
সমস্ত ক্যুইক সল্ভগুলি আগে চেষ্টা করুন, যেখানে প্রায় সব কটা উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। যেমন- সিনোনিম -অ্যান্টনিম, এরর স্পটিং, ক্লজ টেস্ট ইত্যাদি। এই অংশটি ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে সমাধান করার চেষ্টা করুন।
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড
হাই স্কোরিং বিষয়গুলোকে আগে বাছুন যেমন নম্বর সিরিজ, সিমপ্লিফিকেশন/ অ্যাপ্রোক্সিফিকেশন ইত্যাদি। এছাড়াও এই অংশে বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট ও পাজল ধরণের প্রশ্ন থাকে, যেগুলো অপেক্ষাকৃত কঠিন ও সময় ব্যয়কারী। তাই অপেক্ষাকৃত সহজ বিষয়গুলিকে আগে দ্রুত ১৫ মিনিটের মধ্যে সমাধান করে ফেলুন। কঠিন ও সময় বেশি লাগতে পারে এমন বিষয়ের জন্য পরীক্ষা শেষের ১৫ মিনিট সময় বরাদ্দ রাখুন।
রিজনিং এবিলিটি
কোডিং-ডিকোডিং,ব্লাড রিলেশন,ডিরেকশন এন্ড ডিস্ট্যান্স,অর্ডার এন্ড র্যাঙ্কিং এই বিষয়ক প্রশ্ন থাকে মূলত এই অংশে।এগুলো চেষ্টা করুন ১৫ মিনিটের মধ্যে দ্রুত সমাধান করে ফেলার।
প্রিলিমিনারির জন্য কিছু বই
অনুশীলনের বিকল্প কিছুই হতে পারে না।এস.বি.আই পি.ও প্রিলিমিনারির জন্য আপনার প্রয়োজন হবে ঘরে বসে অনুশীলন করার।কোচিং সেন্টারের সাহায্য নিলেও এর কোনও বিকল্প নেই।কিছু বই এর হদিশ আমাদের তরফ থেকে রইল আপনার জন্য-
১.SBI Probationary Officers (PO) Preliminary Examination Book – S. Sambasivan, Dr. Antony Xavier
দাম- ৩৮৯/-
২.SBI PO Phase 1: Preliminary Examination Study Guide by Arihant Experts
দাম- ৩৫০/-
৩.SBI Bank PO Preliminary Exam Study Package
দাম- ৩৫০/-
মেইন
এস.বি.আই পি.ও-র প্রিলিমিনারি উতরে যেতে পারলেই আপনার ডাক পড়বে মেইনের জন্য।তাই প্রস্তুতি নিতে হবে আপনাকে আগে থেকেই। জেনে নিতে হবে বিস্তারিত সিলেবাস।মেইনের পরীক্ষাটি হবে দুটি ভাগে- ১.অবজেকটিভ টেস্ট এবং ২.ডেসক্রিপটিভ টেস্ট।
১.অবজেকটিভ টেস্ট
এই বিভাগের প্রতিটি অংশের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে।তার আগে আসুন দেখে নিই এই বিভাগে আপনাকে কী ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে ও তার জন্য আপনাকে কীভাবে প্রস্তুত হতে হবে-
জেনারেল/ ব্যাংকিং / ইকোনমিক অ্যাওয়ারনেস
এই অংশের জন্য বরাদ্দ ৪৫টি প্রশ্নের জন্য ধার্য নম্বর থাকবে ৬০ নম্বর।সময় থাকবে ১ ঘন্টা।এখানে যাচাই করা হবে সাম্প্রতিক অর্থনীতির বিভিন্ন খবর,স্ট্যটিক নিউজ,ব্যাঙ্কের রেগুলেশন অ্যাক্টস,পলিসি রেটস ইত্যাদি বিষয়ে আপনি কতটা ওয়াকিবহাল।তাই এই অংশের জন্য প্রস্তুতি নিতে হলে আপনাকে প্রায় সাম্প্রতিক ৬ মাসের এই বিষয়ক হাল-হকিকত সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন।এমনকি নজরে রাখতে হবে গত কয়েক মাসের খবরের কাগজের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলিও।এ ক্ষেত্রে আপনি বাজার চলতি মাসিক অথবা বার্ষিক বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের বইয়ের দিকে চোখ রাখতে পারেন।এক কথায় আপনাকে প্রতি মূহুর্তে আপ টু ডেট থাকতে হবে।
ডেটা ইন্টারপ্রিটেশন ও অ্যানালিসিস
এই অংশের জন্য ৩৫ টি প্রশ্ন দেওয়া থাকবে।৪৫ মিনিট সময় ও ৬০ নম্বর বরাদ্দ থাকবে এই অংশে।মনে রাখবেন এটি এস.বি.আই পি.ও-র পরীক্ষার একটি অন্যতম কঠিন অংশ।পাই চার্ট,মিসিং ডি আই,বার গ্রাফ,ম্যাথামে টিকাল ইনইক্যুইলিটি,মিক্সড গ্রাফ ইত্যাদি বিষয়ে দক্ষতা এই অংশের জন্য বিশেষভাবে জরুরী।এই অংশটিতে তাই আলাদা করে গুরুত্ব দিয়ে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে নিয়মিত অনুশীলন করুন।
রিজনিং ও কম্পিউটার অ্যাপটিটিউড
লজিকাল রিজনিং,ইনপুট-আউটপুট,ডেটা সাফিসিয়েন্সি,পাজল, কম্পিউটার অ্যাপটিটিউড –ইত্যদি প্রতিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধির একটাই উপায়- প্রতিদিনের অনুশীলন।এই অংশের অনুশীলনের সময়ে মাথায় রাখুন ৬০ নম্বরের ৪৫ টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে ৬০ মিনিটের মধ্যে।
ইংরেজি ভাষা
থিম ভিত্তিক প্রশ্ন,রিডিং কম্প্রিহেনশন,প্যারা কমপ্লিশন ইত্যাদি প্রত্যেকটি অংশের উত্তর দিতে হবে আপনাকে দ্রুত।কারণ ৪০ নম্বরের ৩৫ টি প্রশ্নের জন্য এ ক্ষেত্রে আপনার হাতে থাকবে মাত্র ৪০ মিনিট সময়।
২.ডেসক্রিপটিভ টেস্ট
এই অংশের জন্য আপনার লেখার দক্ষতা অবশ্যই বাড়ানো দরকার।আর তার পাশাপাশি অবসর সময়ে কম্পিউটারে টাইপ করার স্পিডের দিকেও নজর দিন।কেননা,৩০ মিনিটের মধ্যে ৫০ নম্বরের এই অনলাইন পরীক্ষায় আপনাকে চিঠি এবং একটি প্রবন্ধ লিখতে হবে কম্পিউটারে টাইপ করে।
এস.বি.আই পি.ও মেইন -এর জন্য প্রয়োজনীয় বই
এখানে কিছু বইয়ের সন্ধান দেওয়া রইল,যেগুলো দিয়ে আপাতত ঘরে বসে প্রস্তুতি শুরু করে দেওয়া যেতেই পারে-
১.SBI PO PHASE-II Main Examination 2016 by Arihant Exparts
দাম ৪০০/-
২.Sbi Po Online Exam State Bank Of India and State Bank Associates Phase-II Main Exam Practice Work Book
দাম ৬৭৫/-
৩.SBI PO Examination 20 Practice Sets: 20 Practice Sets Phase-2 Main Examination
দাম ৩১৫/-
৪.SBI PO Probationary Officers – Phase II Main Exam Book by V.V.K Subburaj
দাম ৪৭০/-
এস.বি.আই ক্লার্ক
১০০ নম্বরের প্রিলিমিনারি ও ২০০ নম্বরের মেইন পরীক্ষা হয়ে থাকে এ ক্ষেত্রে।এই দুটোয় পাশ করলে হবে ইন্টারভিউ।প্রিলিমিনারির ক্ষেত্রে থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ,নিউমেরিক এবিলিটি ও রিজনিং এবিলিটির ওপর প্রশ্ন। আর মেইনের ক্ষেত্রে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস,জেনারেল ইংরেজি,কোয়ান্টিটেটিভ অ্যাপটেটিউড,রিজনিং এবিলিটি ও কম্পিউটার অ্যাপটিটিউড –এগুলি বিষয়ে প্রশ্ন থাকে।অর্থাৎ বুঝতেই পারছেন, সিলেবাসের বিষয়গত দিক দিয়ে পি.ও এর সাথে এর মিল প্রচুর।অর্থাৎ, আপনি যদি পি.ও –র জন্য পড়াশুনো জারি রাখেন,তাহলে ক্লার্কের পরীক্ষাতেও সহজেই বসতে পারবেন।
এস.বি.আই ক্লার্কের পরীক্ষার জন্য এই বইগুলো দেখুন
এস.বি.আই ক্লার্কের পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস ধরে ঘরে বসে প্রস্তুতির জন্য কিছু বইয়ের সন্ধান দেওয়া রইল-
১.SBI & IBPS Bank Clerk 30 Past (2009-16) Solved Papers by Disha Experts
দাম- ২১৮/-
২.Wiley’s State Bank of India (SBI) Clerk Prelims & Mains Practice Tests
দাম- ২৯৯/-
এবারে সাধারণ কতগুলি বিষয়ে অর্থাৎ প্রস্তুতির ধরণের দিকে নজর দেওয়া যাক
দক্ষতা বাড়ান,সময় দিন
এই পরীক্ষায় আপনার দক্ষতার ওপরেই আপনার সাফল্য নির্ভর করবে। অর্থাৎ আপনি দ্রুত কম সময়ে যত বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, আপনার ততই লাভ।তাই দিনের একটা বড় অংশের সময় ধার্য রাখুন প্রস্তুতির জন্য।যত সময় প্রস্তুতিতে দেবেন,দক্ষতা ততই বাড়বে।
উপযুক্ত কোচিং সেন্টার বেছে নিন
আপনি যদি মনে করেন শুধু মাত্র ঘরে বসে বই কিনে প্রস্তুতি নেওয়াটাই যথেষ্ট নয়,তাহলে গাইডেন্স নেওয়ার জন্য উপযুক্ত কোচিং সেন্টার বেছে নিন।আসুন,আমরা আপনাকে হদিশ দিই এমনই কিছু কোচিং সেন্টারের-
১.রাইস এডুকেশন (RICE Education)
১১/১,বি.টি.রোড,রথতলা,কলকাতা- ৭০০০৫৬।
যোগাযোগ- ০৩৩ ২৫৬৪ ৪৩৪০,২৫৬৪ ০৬০৪।
ওয়েবসাইট-
http://riceindia.org/
২.মাইস (MIES)
২এ,মহাত্মা গান্ধী রোড,দ্বিতীয় ত্বল,শিয়ালদহ,কলকাতা- ৭০০০০৯।
যোগাযোগ- ০৩৩ ২৩৬০ ৬১২৭।
ওয়েবসাইট-
http://www.miesgroup.com/
৩.মাহিন্দ্রাজ ইন্সটিটিউট (Mahendra’s Institute For Banking)
১২০ লেনিন সরণী,তৃতীয় ত্বল,সুনিধি বিল্ডিং,পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওপরে,কলকাতা- ৭০০০১৪।
যোগাযোগ- ০৯২৩০১ ৪১৪৯৭।
ওয়েবসাইট-
https://www.mahendras.org/
৪.আই.বি.টি
৩৫ই,লেনিন সরণি,মৌলালী ক্রসিং,কলকাতা- ৭০০০১৩
যোগাযোগ- ০৯০৮৮৪ ৭৯৯৯৯।
ওয়েবসাইট-
https://www.ibtindia.com/
৫.কেরিয়ার লঞ্চার
১,বেলেঘাটা রোড,শিয়ালদহ কমার্শিয়াল কমপ্লেক্স,শিয়ালদহ স্টেশনের কাছে,বিগ বাজার বিল্ডিং,কলকাতা- ৭০০০১৪।
যোগাযোগ- ০৩৩ ৬৫৫১ ৫৫৫৫
ওয়াবসাইট
http://www.careerlauncher.com/
৬.ভিসতা মাইন্ড
৫৫বি,মির্জা গালিব স্ট্রীট,তারাতলা,কলকাতা- ৭০০০১৬
যোগাযোগ- ০৩৩ ৪০০৫ ৯৭৫৫
ওয়েবসাইট
https://vistamind.com/
অনলাইন মক টেস্ট দিতে থাকুন
প্রশ্নপত্র ঘড়ি ধরে সমাধান করা ব্যাঙ্কের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ্ধতি। যদি ঘরে বসে অনলাইনে মক টেস্ট দিয়ে দক্ষতা বাড়াতে চান,তারও উপায় রয়েছে।এমনই কিছু সাইটের ওয়েব অ্যাড্রেসের হদিশ দেওয়া রইল এখানে-
https://www.oliveboard.in/sbi-po/
https://cracku.in/sbi-po-online-mock-tests
https://testbook.com/bank-po
https://www.prep.youth4work.com/Government-Jobs/SBI-Test
ফলে আপনি যদি ব্যাঙ্কের পরীক্ষার জন্য প্রস্তুতির কথা ভেবে থাকেন, তাহলে এমনই নানা উপায়ের মধ্যে দিয়ে আপনার দক্ষতা বাড়াতে থাকুন।ব্যর্থ হলেও লক্ষ্য স্থির রেখে চেষ্টা জারি রাখুন,আপনার স্বপ্নের চাকরি আপনার কাছে ধরা দেবেই।
পশ্চিমবঙ্গ সরকারের পাঁচটি সরকারী পরীক্ষা ও তার প্রস্তুতি কীভাবে নেবেন জানুন
হিউম্যান সাইকোলজি কী? হায়ার স্টাডির কী কী স্কোপ আছে? জানুন বিস্তারিত
মন্তব্য করুন