কথায় আছে আমাদের সুখ,শান্তি,সমৃদ্ধি বেশ কিছুটা নির্ভর করে আমাদের বাসস্থানের বাস্তুর ওপর। এই বাস্তু শাস্ত্র কিন্তু একধরণের বিজ্ঞান যা আমাদের বাসস্থানের সঠিক নির্মাণকে নির্ধারিত করে এবং এর সাথেই জড়িয়ে পড়ে আমাদের ভালো থাকা বা মন্দ থাকা।
বাড়ির বাস্তু সঠিক হলে কিন্তু আমাদের ভাগ্য ফিরে আসতে পারে যেমন পুরনো জমে থাকা কাজের সহজেই নিষ্পত্তি, রোগ মুক্তি, অর্থের আগমন এবং গমন এই দুই কিন্তু এই বাস্তুর ওপর নির্ভর করে। তাই অনেকেই কিন্তু এই বাস্তু শাস্ত্রের নিয়ম মেনেই নিজেদের বাড়ি তৈরী করে।
আজকে তাই আমি আপনাদের জানাবো কয়েকটি বাস্তু টিপস যা মানলে কিন্তু আপনার ঘরে অর্থের আগমন ঘটবে বা ধনসম্পদের বৃদ্ধি হবে। দেরী না করে তাই চটপট জেনে নিন নিজের বাড়িকে বাস্তু মতে ঠিক কি ভাবে সাজালে কুবের দেবতা সন্তুষ্ট হবেন এবং আপনার গৃহে ধনের আগমন ঘটবে।
১. মানিপ্ল্যান্ট
বাস্তু অনুযায়ী মানিপ্ল্যান্ট ঘরে থাকলে তা অর্থের বৃদ্ধি ঘটায় এবং আপনার কেরিয়ারের পদোন্নতি ঘটায়। তাই আপনার ঘরের উত্তর দিকে একটি সবুজ পাত্রে মানিপ্ল্যান্টকে রাখুন। এছাড়া আপনি ঘরের উত্তর কোণে যেকোনো ধরণের শেডট্রি ঝুলিয়েও রাখতে পারেন। মানিপ্ল্যান্ট কিন্তু সহজেই পেয়ে যাবেন অনলাইনে।
২. সুন্দর এন্ট্রান্স
আপনার ঘরের প্রবেশের পথ বা এন্ট্রান্সকে সুন্দর করে সাজান। এতে কিন্তু আপনার গৃহে কুবের দেবতার আগমন ঘটে। গৃহে প্রবেশের পথ সবসময় পরিষ্কার এবং সাজানো থাকা জরুরি।
৩. রান্নাঘর এবং ড্রইংরুম
আপনার রান্নাঘর যেন ঘরের পূর্ব দিকে বা দক্ষিন-পূর্ব দিকে হয় এবং রান্না ঘরের রং হালকা লাল, কমলা এবং গোলাপী হলে খুব ভালো। বসার ঘর বা ড্রইং রুম ঘরের উত্তর দিকে হলে তা অত্যন্ত উপযোগী অর্থ আগমনের জন্য।
৪. আলমারি রাখার উপযুক্ত স্থান
আপনার লকার বা আলমারি, যেখানে আপনার টাকা থাকে সেই স্থান হওয়া উচিত ঘরের দক্ষিন বা দক্ষিন-পশ্চিম দেওয়াল ঘেষে যাতে উত্তর দিকটি খোলা থাকে। উত্তর দিক যদি খোলা থাকে তাহলে তা খুব ভালো অর্থের আগমনের জন্য কারণ উত্তর দিক হলো ধন দেবতা কুবেরের আগমনের দিক। তাই এই দিকে আলমারিটি রাখলে আপনার অর্থের আগমন বৃদ্ধি পাবে।
৫. আয়নার অবস্থান
আপনার আলমারি বা লকার যেদিকে অবস্থিত চেষ্টা করুন তার উল্টো দিকে আপনার ড্রেসিং টেবিল বা একটি আয়না রাখতে। এতে ওই আয়নায় আলমারির প্রতিচ্ছবি দেখা যাবে। বাস্তু শাস্ত্র অনুযায়ী এর ফলে আপনার সম্পত্তি দিগুণ হবে।
৬. দরজা এবং জানলা পরিষ্কার রাখুন
সবসময় চেষ্টা করতে হবে যাতে ঘরের দরজা এবং জানলা যেন যত সম্ভব খোলা থাকে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এছাড়া আপনার ঘর বাড়ি বিশেষ করে রান্না ঘর এবং বসার ঘরকে পরিচ্ছন্ন রাখুন। তা না হলে কিন্তু অর্থের আগমনে বাধা আসে।
৭. ছাদের স্লোপ
সব সময় চেষ্টা করুন যাতে আপনার বাড়ির দক্ষিন-পশ্চিম দিকের ছাদ যেন উত্তর-পূর্ব দিকের ছাদের তুলনায় বেশি উঁচু হয়। অর্থাৎ বাড়ি এমন ভাবে তৈরী করতে হবে যাতে তা দক্ষিন-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে ঢালু হয়। এতেও কিন্তু ঘরে অর্থের আগমন ভালো হয়।
এই কটি নিয়ম মূলত বাস্তু শাস্ত্র অনুযায়ী আপনার ঘরে অর্থের আগমন ঘটায়। তবে শুধু বাস্তু শাস্ত্রের ওপর আপনার ধন সম্পত্তি আগমনের ভার ছেড়ে দিয়ে নিশ্চিতে ঘরে বসে থাকবেন না যেন। কারণ বাস্তু শাস্ত্রের থেকেও অর্থের আগমনের জন্য যা প্রয়োজন তা হলো আপনার মনের ইচ্ছে এবং আপনার সৎ পরিশ্রম। এই দুটি এবং তার সাথে বাস্তু টিপস মেনে চললেই কিন্তু তবেই আপনার গৃহ সুখ এবং সম্পদে পূর্ণ থাকবে।
মন্তব্য করুন