আজকের ব্যস্ততার যুগে আমাদের সবসময় দোকানে গিয়ে কেনাকাটা করার সময় থাকে না।একটা সামান্য জিনিস কিনতে যদি বাইরে যেতে হয় তাহলে কি রাগটাই না হয় বলুন তো!কিন্তু,এবার থেকে আপনার রাগকে জল করার দায়িত্ব নিয়েই নিল ‘দাশবাস’।দেখুন হাতের কাছেই আছে স্মার্ট ফোন।তাই সেটাই কাজে লাগিয়ে শপিং করুন না!অনলাইনে শপিং করার কিন্তু মজাই আলাদা। বাইরে যাবার ঝক্কি যেমন নেই,তেমনি আবার ডিসকাউন্টও ফাটাফাটি।এক কথায় সস্তায় এমন পুষ্টিকর ব্যাপার আর পাবেন না।কিন্তু সবার আগে তো জানতে হবে কীভাবে এই শপিং করবেন।আজ সেটাই আসুন দেখে ফেলি।
প্রথমে ডাউনলোড আর ইনস্টল করুন
প্রথমে অ্যামাজন অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে।তার জন্য আপনার মোবাইলে স্ক্রিনে থাকা ‘Apps’ অপশনে ক্লিক করুন।এবার সেখান থেকে ‘Play Store’ অপশনে যান আর ক্লিক করুন।দেখবেন ‘Play Store’ অপশন খুলে যাবে।এবার ওপরে ডানদিকে আতস কাঁচের মতো যে চিহ্ন আছে,যাকে বলে ‘Search’ অপশন,সেখানে ক্লিক করুন।দেখবেন একটা লেখার জায়গা এসেছে।এবার সেখানে ‘amazon’ বলে লিখুন।
দেখবেন লিখতে লিখতেই একটা তালিকা মতো আসছে যেখানে একদম ওপরেই ‘Amazon’ লেখাটা দেখাচ্ছে।এবার এতে ক্লিক করুন।দেখবেন এরপর অপশন আসছে ‘install’ বলে,ওতে ক্লিক করুন।এরপর ‘Accept’ অপশনে ক্লিক করুন।দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনাকে দেখাবে ‘Successfully installed Amazon’।এবার আপনার স্ক্রিনে ‘open’ অপশনটা আসবে যেখানে ক্লিক করলেই আপনার কাছে খুলে যাবে ‘Amazon’ অ্যাপটি।আপনি আপনার স্ক্রিনে অন্যান্য অ্যাপের সাথে অ্যামাজন অ্যাপটাও দেখতে পাবেন।
অ্যাকাউন্ট তৈরি করুন
আপনাকে অ্যামাজনের মাধ্যমে অনলাইনে শপিং করার জন্য আগে অ্যাকাউন্ট খুলতে হবে।তার জন্য প্রথমে আপনার মোবাইলে চলে আসা অ্যামাজন অ্যাপে ক্লিক করুন।অ্যামাজনের সাইট খুলে যাবে।এবার ডানদিকে থাকা ‘Sign in’ অপশনে ক্লিক করুন।এরপর ক্লিক করুন ‘Create an account’ অপশনে।এবার আপনার নাম,ইমেল আইডি বা মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড কমপক্ষে ৬ ডিজিটের হতে হবে।এবার ‘Continue’ অপশনে ক্লিক করুন।
দেখবেন একটা ভেরিফিকেশন অপশন আসবে যেখানে একটা কোড দিতে হবে।সেই কোডটা আপনার মোবাইলে অ্যামাজন থেকে পাঠিয়ে দেবে।ওই নম্বরটা এবার ওই ভেরিফিকেশন অপশনের জায়গায় লিখে দিন আর ‘Verify’ অপশনে ক্লিক করুন।এবার দেখবেন স্ক্রিনে ‘Continue Shopping’ অপশন আসবে যেখানে ক্লিক করলেই আপনি শপিং করতে পারবেন।
শপিং কীভাবে করবেন
একদম ওপরে থাকা ‘What are you looking’ এখানে আপনি যা কিনতে চান তা লিখুন।আপনি যা চান,যেমন ধরুন শাড়ি,তার অনেক ডিজাইন আসবে।সঙ্গে দাম থাকবে।এবার আপনার যেটা কিনতে ইচ্ছে করছে সেটায় ক্লিক করুন।দেখবেন সেই জিনিসটাই আরও ভালো ভাবে দেখাবে আর নিচে অপশন আসবে ‘Buy Now’ আর ‘Add to Cart’।আপনি ধরুন পছন্দের জিনিসটা এখন কিনতে পারছেন না,তো আপনি সেটা ‘Add to Cart’ করে রাখতে পারেন।পরে এখান থেকেই সরাসরি অর্ডার দিয়ে দেবেন।কিন্তু এখনই কিনতে হলে যান ‘Buy Now’ অপশনে।এবার যা যা লিখতে হবে এখানে সব ঠিকভাবে লিখুন।এবার ‘Continue’ অপশনে ক্লিক করুন।
এবার আপনি কীভাবে টাকা দেবেন সেটা জানতে চাওয়া হবে।আপনি ক্যাশে বা কার্ডে টাকা দিতে পারেন।ক্যাশে করলে সেই অপশনে ক্লিক করুন আর ‘Place your order and buy’ অপশনে ক্লিক করুন।এরপর অ্যামাজন থেকে একটা তারিখ দেখাবে যেই সময়ের মধ্যে আপনার পছন্দের জিনিস চলে আসবে।আবার কার্ডে টাকা দিতে চাইলে আপনার ডেবিড বা ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করে যাবতীয় কার্ডের বিবরন দিন আর ওদের পাঠানো কোড বসিয়ে শপিং করতে পারেন।একবার ব্যাঙ্কের বিবরন পেয়ে গেলে সেটা সেভ হয়ে যাবে।এরপর শুধু সিভিভি দিলেই হবে।
আপনি আপনার অর্ডার চেক করতে পারেন। আপনি একদম ওপরে যে তিনটে দাগ (মেনু কি) আছে তাতে ক্লিক করলে ‘your orders’ অপশন আসবে,তাতে ক্লিক করুন। আপনার অর্ডার দেখতে পাবেন।
ক্যানসেল করতে চান?
ধরুন আপনি ভুল করে এমন প্রোডাক্ট দিলেন অর্ডার যা চান না বা আগের থেকেও ভালো কোনো অফার আপনি পেয়েছেন।তো সেক্ষেত্রে ক্যানসেল করবেন।তখন মেনু কি তে গিয়ে ‘your orders’ অপশন ক্লিক করে ‘Cancel item’ অপশন ক্লিক করুন।এবার পাসওয়ার্ড দিয়ে ‘Sign in’ করুন।এবার ‘cancellation reason’এ ক্লিক করে কেন বাতিল করতে চান অর্ডার সেটা তালিকা থেকে সিলেক্ট করুন।এবার ‘Cancel checked items’ অপশনে যান।ক্লিক করুন।দেখবেন দেখাবে আপনার অর্ডার ক্যানসেল হয়ে গেছে।
তাহলে বন্ধুরা,জেনে নিলেন কীভাবে অনলাইনে অ্যামাজনে শপিং করবেন।‘দাশবাস’ আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর শাড়ির সম্ভার আনছে অ্যামাজন থেকে।তাই আপনাকে আর খুঁজতেও হবে না।শুধু এই পদ্ধতি ফলো করুন আর শপিং করতে থাকুন বিন্দাস।
https://dusbus.com/bn/notun-bouyer-night-dress-25-ti/
মন্তব্য করুন