চুলে নানা রকমের হেয়ার স্টাইল করা সম্ভব হয় যখন চুল মোটা বা ঘনত্ব যুক্ত থাকে। কিন্তু রোজ রোজ এক গোছা করে চুল পড়লে কি আর হেয়ার স্টাইল করার মত চুল মাথায় থাকে? না থাকে না। তাই চুলের যত্ন নিন ঘনত্ব বাড়ানোর জন্য। পাশাপাশি খেয়াল রাখুন যাতে চুল পড়া বন্ধ হয়।
১. টক দই’এর হেয়ার প্যাক
আমাদের ত্বক আর চুলের জন্য টক দই যে খুবই ভালো, তা তো আপনারা এতদিনে জেনে গেছেন। টক দইতে থাকা এনজাইম আমাদের তালুকে ঠান্ডা রাখে আর আমাদের চুলের গোড়া এতে খুবই মজবুত হয়। তাই চুলে হেনা করার সময় দই ব্যবহারের পাশাপাশি শুধু দইও ব্যবহার করে দেখুন।
উপকরণ:
- ১ কাপ টক দই
- ২ চামচ অলিভ অয়েল
- ১ চামচ অ্যাপল সিডার ভিনিগার
- মধু
পদ্ধতি:
টক দই ভালো করে ফেটিয়ে তাতে অলিভ অয়েল মিশিয়ে অ্যাপল সিডার ভিনিগার আর মধু দিন। ভালো করে মেশান। এবার ওই মিশ্রণটা আপনার চুলে আর স্ক্যাল্পে খুব ভালো করে লাগান। লাগিয়ে রেখে দিন ৩০ মিনিট মতো। তারপর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। সপ্তাহে ২ দিন করুন পারলে।
২. শসার রস
শসা আমাদের স্কিন আর চুলের জন্য খুবই ভালো। শসায় থাকা স্যালিক আর মিনারেল নতুন চুল গজাতে সাহায্য করে। স্ক্যাল্পে রক্ত চলাচলের স্বাভাবিকতা বজায় রেখে চুলের গোড়ায় হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখে। তাই শসা ব্যবহার করুন চুলে।
উপকরণ:
- পরিমাণ মতো শসার রস
- পাতিলেবুর রস
পদ্ধতি:
আপনি শুধু শসার রসও ব্যবহার করতে পারেন বা তার সাথে পাতিলেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটা আপনার স্ক্যাল্পে খুব ভালো করে লাগান আর রাখুন ১৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার দরকার নেই। সপ্তাহে তিন দিন করুন।
৩. কলার হেয়ার প্যাক
কলা যে খুবই ভালো আমাদের শরীরের জন্য তা তো আপনারা জানেন। রোজ নিশ্চয়ই আপনার সকালে কলা খাওয়ার অভ্যেস আছে। এবার চুলের ক্ষেত্রেও কলা ব্যবহার করুন। দেখবেন চুল কি সুন্দর ঘন হচ্ছে।
উপকরণ:
- ২ টো কলা
- ২ চামচ পাতিলেবুর রস
- নারকেল তেল
- ২ চামচ অলিভ অয়েল
পদ্ধতি:
কলা প্রথমে চটকে নিন। তার সাথে পাতিলেবুর রস,নারকেল তেল আর অলিভ অয়েল মিশিয়ে তা চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর শ্যাম্পু করে ফেলুন। দেখবেন এতে নতুন চুল গজাবে আর চুলের ভলিউম বাড়বে।
৪. অ্যালোভেরা আর ডিমের প্যাক
অ্যালোভেরা আর ডিম দুটোই আপনার চুলের জন্য খুব ভালো। আপনার চুল পড়া কমবে, আবার দ্রুত চুল গজাবেও।
উপকরণ:
- ২টো ডিম
- অ্যালোভেরা জেল
পদ্ধতি:
ভালো যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিন। তাতে ২টো ডিম ফেটিয়ে মেশান।ভালো করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ আপনার স্ক্যাল্পে আর চুলে লাগান আর রাখুন ৩০ মিনিট। তারপর ভালো করে শ্যাম্পু করুন। এটা কিন্তু খুবই ভালো প্যাক আপনার চুলের জন্য।
৫. আমলকীর রস
আমলকীতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান আর ভিটামিন সি আপনার চুলের জন্য বেশ উপকারী। তাই চুলে ব্যবহার করুন আমলকির রস।
উপকরণ:
- পরিমাণ মতো আমলকীর রস
পদ্ধতি:
আমলকী সেদ্ধ করে নিন। তারপর তা চটকে জলে গুলে নিন। এবার সেই মিশ্রণ থেকে শুধু জলটা ছেঁকে নিন। সেই ঘন জলটা এবার চুলে আর স্ক্যাল্পে লাগান আর ১০ মিনিট মতো রাখুন। সপ্তাহে তিন দিন করুন। দেখবেন উপকার পাচ্ছেন কত্ত তাড়াতাড়ি।
৬. মেথির প্যাক
মেথি আমাদের চুলের জন্য খুবই ভালো। আপনার যদি খুশকি থাকে তাহলে সেই খুশকিও দূর হয় মেথি ব্যবহার করলে। আজ থেকেই ব্যবহার করুন।
উপকরণ:
- ৩ চামচ মেথি
- মেহেদী পাতা পরিমাণ মতো
পদ্ধতি:
মেথি সারারাত ভিজিয়ে রাখুন। সকালে বেটে নিন। তার সাথে মেহেদী পাতা বেটে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার স্ক্যাল্পে লাগিয়ে রাখুন ১ ঘন্টা মতো। তারপর ভালো করে শ্যাম্পু করে ফেলুন। এটা সপ্তাহে একদিন করুন। তাতেই কাজ দেবে।
তাহলে আজ থেকে আর কোনো চিন্তা নয়। শুধু ভালো করে শাক-সবজি খান, বেশি তেলতেলে খাবার না খেলেই ভালো। দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন আর নিজেকে হাসিখুশি রাখুন। এবার আয়নার সামনে দাঁড়িয়ে যত খুশি স্টাইল করুন আপনার ঘন কালো চুল নিয়ে। আর তখন দাশবাসকে মনে মনে একটু না হয় ধন্যবাদ দেবেন।
মন্তব্য করুন