বাড়িতে ছোট্ট নতুন অতিথি আসছে এই খবর পাওয়া মাত্রই সকলের মনেই আনন্দের সীমা থাকে না। তার জন্য কি ভালো কি মন্দ, কীভাবে তাকে মানুষ করবেন- এই সব বিষয় নিয়েই তখন আপনার ভাবনারা আবর্তিত হতে থাকে।
সাথে আর একটি বিষয় নিয়ে কিন্তু ছোট্ট শিশুটিকে ঘিরে সকলের মধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়। সেই বিষয়টি হলো কী নামে আপনার ছোট্ট সোনা সকলের কাছে পরিচিত হবে!
নানা মুনির নানা মতে যদি আপনার নাজেহাল অবস্থা হয়, তাহলে আজকের লেখা পড়ে ফেলুন! কারণ, আপনার ছোট্ট কন্যা সন্তানটির ২০টি নাম এবং তার অর্থ নিয়ে আজকে ‘দাশবাসে’র পেজে আমি হাজির।
১. ধৃতি
ধৃতি নামটি কিন্তু বেশ সুন্দর এবং সহজ। এর অর্থ হলো সাহস। আপনার কন্যা সন্তানের নাম হিসেবে কিন্তু দিব্যি যাবে।
২. সুমধুরা
এই নামটির অর্থ হলো অতিশয় মিষ্ট, কোমল বা ললিত।
৩. রত্নাবলী
কন্যা সন্তানের নাম হিসেবে এই নামটিও বেশ সুন্দর। এর অর্থ হলো রত্নের সমাহার।
৪. রোদসী
এই নাম কিন্তু সচরাচর খুব একটা শোনা যায় না। আপনি এই নামটি বেছে নিতেই পারেন। স্বর্গ ও পৃথিবীকে একত্রে বোঝায় এই নামটি।
৫. সন্মিত্রা
সন্মিত্রা নামটি যেমন সুন্দর সেরকমই সুন্দর এর অর্থ। এই নাম কিন্তু আপনার কন্যা সন্তানের জন্য বেশ সুন্দর। এর অর্থ অকপট বন্ধু।
৬. স্বাহা
একটু অন্যরকম নাম যদি পছন্দ হয় তাহলে এই নামকরণ করে ফেলতেই পারেন। এর অর্থ অগ্নির স্ত্রী।
৭. হিন্দ্রলিনী
একটু কঠিন হলেও নামটি কিন্তু একেবারে আনকমন। ব্রহ্মর্ষি জাবালির স্ত্রীর নাম হলো হিন্দ্রলিনী।
৮. সংস্থিতা
এই নামের অর্থ হলো সম্যক রূপে স্থিত হয়েছে যে। বেশ অন্যরকম কিন্তু এই নামটি।
৯. নীর্জা
এই নাম নিশ্চয়ই এখন আর কারো কাছেই অজানা নয়। এর অর্থ হলো পদ্মফুল।
১০. সুশানা
এর অর্থও কিন্তু পদ্ম। তবে সুশানা বলতে জলপদ্মকেই বোঝানো হয়।
১১. প্রেক্ষা
আপনার কন্যা সন্তানের যথোচিত নাম কিন্তু প্রেক্ষা হতে পারে। কারণ দেবী লক্ষ্মীর আরেক নাম হলো প্রেক্ষা।
১২. শমীতা
আপনার কন্যা সন্তানের জন্য খুব সুন্দর একটি নাম হলো শমিতা। এর অর্থ হলো সংযমী বা শান্ত।
১৩. মনিকর্নিকা
আজকাল কিন্তু বেশ কঠিন এবং দীর্ঘ নাম পছন্দ করছেন সন্তানের বাবা-মায়েরা। সেক্ষেত্রে মনিকর্নিকা নামটি বেশ সুন্দর এবং দীর্ঘ। এর অর্থ মনিখচিত কর্ণের আভূষণ বিশেষ।
১৪. কুন্দনিকা
কুন্দনিকা শব্দটির অর্থ হলো সোনার মেয়ে। আপনার সোনার টুকরো কন্যা সন্তানের জন্য এর থেকে ভালো নাম আর কিছু হতে পারে কি?
১৫. চারুশীলা
সুন্দর স্বভাব যার তাকে চারুশীলা বলা হয়। আপনি কিন্তু এই নাম বেছে নিতেই পারেন।
১৬. অলোপা
নিষ্পাপ বা নির্দোষ বোঝাতে অলোপা কথাটি ব্যবহৃত হয়।
১৭. অদ্রিকা
আপনার ছোট্ট মিষ্টি সোনার নাম কিন্তু এতেও বেশ মানাবে। এর অর্থ অপ্সরা।
১৮. নীরাজনা
নীরাজনা কথাটির অর্থ হলো দেবতার আরতি।
১৯. মঞ্জিষ্ঠা
এই সুন্দর নামটির অর্থ হলো বিজয়া।
২০. চন্দ্রিকা
চন্দ্রিকা কথাটির অর্থ হলো জ্যোৎস্না।
আমরা অনেকেই মনে করি আমাদের নামকরণের মধ্যেই নাকি আমাদের ভাগ্যও জড়িয়ে থাকে। তাই আপনার শিশুর নামকরণ করার সাথে সাথে তাকেও সুন্দর ভাবে বড় করে তুলুন, যাতে সে নিজের নামকরণের সার্থকতা খুঁজে পায়।
মন্তব্য করুন