আজকাল হাতে একটা ৪ জি স্মার্ট ফোন না থাকলে যেকোনো জায়গাতেই তো আপনার প্রেস্টিজ পাংচার! যে যাই বলুক না কেন, আপনার হাতে একটা লেটেস্ট মডেলের ৪ জি স্মার্ট ফোন থাকা মানেই কিন্তু মোটামুটি আপনার হাতের মুঠোয় গোটা দুনিয়ার চলে আসা! কিন্তু স্মার্ট ফোনের তো আজকাল বড্ডই দাম! চাপ নেই বন্ধুগণ! আপনার পকেটে যাতে টান না পড়ে, অথচ হাতের মুঠোয় চলে আসে ঝকঝকে একটা নতুন ৪ জি ফোন, সে জন্যই আজ আমাদের আরটিকল নিয়ে ‘দাশবাসে’র পক্ষ থেকে হাজির আমরা।
১. Reach Allure Admire 4G Volte
৪ জি ফোন। হাতের কাছে কম দামে দারুণ ফিচারওয়ালা ফোন যদি কিনতে চান, এটা অনায়াসে কিনতে পারেন। ২ এম.পি. প্রাইমারি ক্যামেরা তো পাবেনই। ৩২ জি.বি. মতো মেমোরি আপনি মেমোরি চিপ দিয়ে বাড়াতে পারবেন। ৪.৫ ইঞ্চির ডিসপ্লেও পেয়ে যাবেন। ফোনের সাথেই ইউ.এস.বি. কেবলও পেয়ে যাবেন। কম দামে এই সুন্দর কালো রঙের ফোনটা আপনার হাতে মোটেও খারাপ লাগবে না! আর তাছাড়া এই ফোনটা বাজারেও একদম নতুন।
দাম ৩০৬৯/-
২. Zen Admire Shine
৪ ইঞ্চির ডিসপ্লে। তার সাথে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন চলে। তবে র্যাম মোটে ১ জি.বি.। আর ফোনের ইন্টারনাল মেমোরি ৮ জি.বি. হলেও আপনি একে মেমোরি চিপের সাহায্যে বাড়িয়ে নিতে পারবেন ৩২ জি.বি.। ২ এম.পি. রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা ভি.জি.এ. পাবেন। তাই এই ফোনের সাহায্যে কিন্তু আপনি সেলফিও তুলতে পারবেন। তাই বেশী না ভেবে কিনে ফেলতেই পারেন।
দাম ৩৯০০/-
৩. iVOOMi iV Smart 4G (Black)
এই ফোনটার প্রাইমারি ক্যামেরা ২ এম.পি. আর ফ্রন্ট ক্যামেরা ০.৩ এম.পি.। তাই সেলফিও ঠিকঠাক উঠবে। ৪ ইঞ্চি স্ক্রিনের সাথে পাবেন ডুয়েল সিমের সুবিধাও। র্যাম ৫১২ এম.বি.। ওজনেও কিন্তু খুব হালকা। বাক্সে হেড ফোন তো পাবেনই। তাছাড়া ইয়ার ফোন, ডেটা কেবল, স্ক্রিন গার্ডও কিন্তু ফ্রি-তে পেয়ে যাবেন। কিনে ফেলুন।
দাম ২,৮৯৯/-
৪. Jivi E12 (Black)
এটা লেটেস্ট মডেলের ৪ জি ফোন, সবে রিলিজ করেছে। ৪ ইঞ্চি এই ফোনে ৫ এম.পি. প্রাইমারি ক্যামেরা তো পাবেনই, তার সাথে ফ্রন্ট ক্যামেরাও পাবেন ২ এম.পি.-র। সাথে ১ জি.বি. র্যাম। বুঝতেই পারছেন ফোনে আপনি অনেক অ্যাপই রাখতে পারবেন। ৮ জি.বি. ইন্টারনাল মেমোরি তো পাবেনই, আপনি ইচ্ছে হলে ৩২ জি.বি. অবধি আরামসে বাড়াতে পারবেন। আজই অর্ডার দিন এই দারুণ ফোনটা। তারপর কেত মেরে আপনিও হাতের মুঠোয় দুনিয়াকে নিয়ে ঘুরতে পারবেন।
দাম ৪,৭৪১/-
৫. Swipe Elite Prime (Black, 16GB)
কম দামও যদি চান, আর দারুণ সব ফিচারও চান, তাহলে এই ফোনটা স্বচ্ছন্দে ট্রাই করুন। ১ জি.বি. র্যামের সাথে পাবেন ১৬ জি.বি. ইন্টারনাল মেমোরি। ৪ ইঞ্চির অসাধারণ ডিসপ্লেও পাবেন। আর আপনি যদি ফোনে শুধু সেলফি তুলতে চান, বা দারুণ দারুণ ছবি তুলতে চান, তাহলে এই ফোনটা কিন্তু আপনার বেস্ট অপশন হতেই পারে। কারণ এই ফোনে আছে ১.৩ এম.পি. ক্যামেরা।
দাম ২৬৮৫/-
মন্তব্য করুন