রোজ রোজ ঘর পরিষ্কার আর গুছাতে কার ভালো লাগে? কিন্তু যদি হঠাৎ করে জানতে পারেন যে আপনার বন্ধুরা ঘুরতে আসছে, তখন? তখন আবার কি? আছি তো আমরা… আপনাদের জন্যে ৫টা এমন জিনিস নিয়ে আমরা এসেছি, যা আপনার ঘরে থাকলে ঝটপট ঘর গুছিয়ে ফেলতে পারেন মাত্র ৫ মিনিটেই|
1. স্টোরেজ বাক্স (Storage Box)
চারিদিকে ছড়িয়ে থাকা জিনিস গুলোকে কোথায় লুকাবেন ভাবছেন? ??নিচে দেওয়া ছবিতে যেটা দেখছেন, ওটার ভেতরে রাখতে পারেন| জিনিস গুলো ঢুকিয়ে ঢাকা দিয়ে রুম এর এক কোনে রেখে দিন| কেও জানতেই পারবেন না ভিতরে কি আছে, অরে রুমের শোভাও বাড়বে| ??
বাক্সটা দেখার জন্যে এখানে ক্লিক করুন
2. বিছানার চাদর (Bed Sheet)
রোজকি আর ভালো ভালো বিছানার চাদর পাততে ইচ্ছা হয়!! তাই একটা ভালো বিছানার চাদর কিনে রাখুন| যেই শুনবেন কেও আসছে, ফাটাক সে পুরোনো বিছানার চাদরের ওপর নতুন চাদরটা পেতে দেবেন| ব্যাস, কেল্লা ফতে|???
আপনার পছন্দের চাদর দেখতে এখানে ক্লিক করুন
3. স্পিন মপ (Spin Mop)
বান্ধবীদের আসার আগে তো সব ঘর মুছতে হবে, কিন্তু মুছলেই তো হবে না, শুকোতেও হবে| তাই বলছি এই সেটটা কিনে নিন, কারণ ঘর মোছার এই লাঠির সাথে একটা বালতিও পাওয়া যায়, যে বালতিতে পোঁছাটা ধুলে সমস্ত জল বেরিয়ে যাবে, ঘর মুছলে জল জল না হয়ে থাকে|
পুরো সেটটা দেখতে এখানে ক্লিক করুন
4. সুগন্ধিত লাইট ল্যাম্প
ঘরে যদি কোনো টেবিল থাকে, তালে তার উপর একটা সুগন্ধিত লাইট ল্যাম্প বসাতে পারেন| ল্যাম্প এর আলোতে ঘরটা সুন্দরও দেখাবে আর ভালো গন্ধ তো সবার প্রিয়| ???
এরকম ল্যাম্প দেখতে চাইলে, এখানে ক্লিক করুন
5. দেয়াল ঘড়ি
এই ময়ূর আকৃতির ঘড়িটা হতে পারে আপনার সর্ব শেষ পছন্দ| সুন্দর কাজ করা এই ঘড়িটা যেকোন রঙিন দেয়ালেই ভালো লাগবে|
মন্তব্য করুন