রোজের অফিস হোক বা কোনো স্পেশাল অনুষ্ঠান। শাড়ির সাথে কানের দুল না পরলে, সাজটা পারফেক্ট হয় না। তাই আজ আপনাকে দিচ্ছি কিছু অসাধারণ কানের দুলের ডিজাইন। যা দিয়ে রোজের অফিস বা যেকোনো অনুষ্ঠানে সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন! দেখে নিন সেরকমই কিছু ডিজাইন।
১. ইয়ার কাফ
যেকোনো বড় অনুষ্ঠানে শাড়ির সাথে ইয়ার কাফ বেশ ভালো লাগে। এখন বিভিন্ন ডিজাইনের হয় এটা। যারা হালকা ডিজাইন পছন্দ করেন, তাঁদের জন্য একদম হালকা ডিজাইনের রয়েছে। আবার উৎসব অনুষ্ঠানে পরার জন্য ভারী ডিজাইনও। এটা সোনারও হয়। তবে তার দাম একটু বেশী পড়ে। তবে নানারকম পাথর দিয়ে নিত্য নতুন ডিজাইনও দারুণ লাগে। আর দামও সাধ্যের মধ্যে হয়। সাধারণত ৩০০ থেকে শুরু করে বিভিন্ন দামের পাবেন। তবে ডিজাইনের ওপরও দাম নির্ভর করে।
২. ট্রি শেপ কানের দুল
এরম ট্রি শেপ দুল কানে কিন্তু হালকা সাজে দারুণ লাগবে। যেকোনো উৎসবে যারা হালকা সাজতে পছন্দ করেন তাঁদের জন্য এরকম ডিজাইন পারফেক্ট। ডিজাইনের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন। হালকা অথচ গর্জাস। মোটামুটি ২৫০ থেকে শুরু হয়।
৩. সিল্ক সুতো কানের দুল
এখন বাজারে এই ডিজাইনটা বেশ চলছে। নানারকম রঙের সিল্ক সুতো দিয়ে তৈরি। দেখতে বেশ কালারফুল লাগে। যেকোনো শাড়ির সাথে অনায়াসে পরা যায়। অফিসের হালকা কোনো অনুষ্ঠানে, শাড়ির সাথে পরাই যায় এরকম সিল্ক সুতোর কানের দুল। দামও সাধ্যের মধ্যে। দাম শুরু হয় মোটামুটি ১৬০ বা ২০০ থেকে। এরপর বিভিন্ন দামে আছে।
৪. রেড রোজ কানের দুল
লাল গোলাপ খুব পছন্দের? তাহলে কানেও পরে নিতেই পারেন লাল গোলাপ। সবার নজর থাকবে আপনার কানে। ছোট-বড় নানারকম লাল গোলাপ কানের দুল কিন্তু বেশ চলছে। তবে শুধু লাল নয়, অন্যান্য যেকোনো রঙের রোজ শেপ কানের দুল রয়েছে। তবে গোলাপ লালই বেশী ভালো লাগে, তাই না? দাম মাত্র ৬০ বা ৮০-এর মধ্যেই পেয়ে যাবেন।
৫. পার্ল স্টোন কানের দুল
মুক্তোর সঙ্গে নানারকম পাথর টিম আপ করে, এগুলো তৈরি। নানারকম ডিজাইনের পেয়ে যাবেন। বেশ ক্লাসি লুক। একদম হালকা বসা থেকে শুরু করে ভারী ঝোলা ডিজাইনও পেয়ে যাবেন। রিয়েল মুক্তো হলে দাম একটু বেশী পড়ে। না হলে আর্টিফিশিয়াল মুক্তোর ওপর দাম একটু কম। দাম ৩৫০ বা ৪০০ থেকে শুরু করে, বিভিন্ন দামের আছে। ডিজাইনের ওপর নির্ভর করবে।
৬. গোল্ড প্লেটেড কানের দুল
এখন পুরো সোনার থেকে, গোল্ড প্লেটেড কানের দুল বেশী চলছে। এগুলো বেশ হালকা ওজনের। আর বেশ স্টাইলিশও। হালকা থেকে ভারী প্রচুর ডিজাইন পেয়ে যাবেন। যেকোনো শাড়ির সঙ্গে পছন্দ মতো কিনে নিন। দাম ৪০০ থেকে শুরু।
৭. সিলভার প্লেটেড কানের দুল
এখন গোল্ড প্লেটেড কানের দুলের থেকে, সিলভার প্লেটেড কানের দুল বেশী চলছে। সিলভার স্টাইল বেশী জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষত অক্সিডাইজড সিলভার। দারুণ স্টাইলিশ। যেকোনো শাড়ির সাথে দুর্দান্ত লাগে। মোটামুটি একটু ঝোলার ওপর হালকা থেকে ভারী, বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। দাম ডিজাইনের ওপর নির্ভর করে।
৮. আফগানি স্টাইল কানের দুল
এটা অনেকটা অক্সিডাইজড কানের দুলের মতোই দেখতে কিন্তু, বেশ কালারফুল। অসম্ভব স্টাইলিশ। যারা অলরেডি অক্সিডাইজড কানের পরে ফেলেছেন, তাঁরা এবার এটা ট্রাই করুন। যেকোনো শাড়ির সঙ্গে পরে নিন এরকম একটা কানের দুল। ব্যাস, শাড়ি হোক না সিম্পল কানের দুলই করবে বাজিমাত। নানারকম অসাধারণ ডিজাইনের সঙ্গে চোখ ধাঁধানো কালার কম্বিনেশন। এগুলো মোটামুটি ৪০০ বা ৫০০ থেকে শুরু করে বিভিন্ন দামের আছে।
৯. ফেদার শেপ কানের দুল
পাখির একগুচ্ছ পালক থাকুক আপনার কানে! এটাও খুব কালারফুল হয়। বিভিন্ন কালারের কম্বিনেশনে দারুণ লুক। তবে এগুলো সিলভারেরও পেয়ে যাবেন। সিলভারের ফেদার হলে তো অবশ্যই খালি সিলভার কালার হবে। তবে এগুলো মাল্টি-কালারই বেশী ভালো লাগে। দাম ১৬০ থেকে শুরু করে, বিভিন্ন দামেরও আছে। শাড়ি কুর্তি সবার সাথেই ভালো লাগবে।
১০. একরঙা স্টোনের কানের দুল
অনেকেই খুব বেশী ঝোলা পছন্দ করেন না। তাঁদের জন্য এরকম একরঙা স্টোনের কানের দুল বেশ ভালো অপশন। এগুলো বসার মধ্যেও পেয়ে যাবেন। এক রঙের জাস্ট একটা পাথর। বেশ ভালোই লাগে। বিভিন্ন শাড়ির সঙ্গে ম্যাচ করে, বিভিন্ন রঙ বেছে নাও। দাম শুরু ২০০ থেকে।
১১. রোপ ট্যাসেল বোহেমিয়ান ড্রপ কানের দুল
সুতোর ঝুমকো কানের তো অনেক পরলেন, এবার এরকম একটা পরে ফেলুন। একদম অন্যরকম ডিজাইন। তবে এরকম ড্রপ কানের অন্যান্য আরও অনেক ডিজাইন পেয়ে যাবেন। আরও লম্বা ঝুল কাঁধ পর্যন্তও পাবে। দাম ওই ৪০০ থেকে শুরু। এগুলো মূলত ওয়াটার ড্রপ কানের। এরকম বিভিন্ন ডিজাইনের ওয়াটার ড্রপ কানের দুল পেয়ে যাবে।
তাহলে আজ অনেক ডিজাইনের সন্ধান দিলাম। আহ! জানি তো, এতে মন ভরে নি। মন ভরাতে আমাদেরকে সঙ্গে রাখুন। এরকম আরও ট্রেণ্ডি ডিজাইন আপনাদের দেখাতে থাকবো। আজ এগুলোর মধ্যেই পছন্দ করুন।
সোমা বনিক
ইযার কাফ রিং আপনাদের সাথে যোগাযোগ করতে চাই ফোন 8902290244