ইসস! চিরতা শুনলেই নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকেই নাক সিটকোন? কিংবা সাত সকালে উঠে চিরতার রস খাবার কথা ভাবলেই নিশ্চয়ই আপনার বমি আসে? মানছি, চিরতা জিনিসটা খুব একটা খেতে ভালো নয়। বরং বেশ বাজেই বটে! বিস্বাদ, তায় রাম তেঁতো! কেনই বা আর আপনি সক্কাল সক্কাল বেড টি’র বদলে ওটা খেয়ে আপনার মুডটা অফ করবেন? তার চেয়ে চিরতা খাওয়া বাদ দেওয়াই ভালো! কিন্তু চিরতা খাবেন খাবেন করেও যারা আজও সাহস করে খেয়ে উঠতে পারেন নি, আজ তাঁদের জন্যই রইলো আমাদের এই আরটিকল। জেনে নিন, চিরতার রস কোন পাঁচটি রোগ সারাতে মোক্ষম দাওয়াইয়ের কাজ করে।
জ্বর
আপনার কি ঘন ঘন জ্বর হয়? এদিকে জ্বর হলে আর ডাক্তারের কাছেও ছুটতে ইচ্ছে করে না! চিরতার রস কিন্তু জ্বরের এক্কেবারে মোক্ষম ওষুধ হিসেবে কাজ করে। গা গরম বা জ্বর জ্বর ভাব, সর্দি দেখলেই টুক করে চিরতার রস খেয়ে ফেলুন। দেখবেন জ্বর আপনাকে ছেড়ে পালিয়েছে! তাছাড়া হিস্টিরিয়া, কনভালশন ইত্যাদি রোগ কমাতেও কিন্তু চিরতা দারুণ কাজে আসে।
পেটের গোলমাল
জানি মশাই। মাছে–ভাতে ভ্যাদভ্যাদে বাঙালী মানেই পেটের রোগ নিশ্চিত! যত পাতলা মাছের ঝোলই খান না কেন, হজম আর কিছুতেই হয় না। গ্যাস, অম্বল, চোঁয়া ঢেঁকুর হামেশাই উঠতে থাকে। আপনিও জেরবার। তার চেয়ে এবার হজমের ওষুধের বদলে নাক মুখ চেপে কষ্ট করে চিরতা খান, দেখবেন পেট খারাপ, ডায়ারিয়া, ডিসপেপসিয়া সব একেবারে গায়েব! আর আপনিও দিব্যি রোল-কাবাব খেয়ে ঘুরে বেড়াচ্ছেন।
ডায়াবেটিস
হাজারো ওষুধ খেয়ে আর ডাক্তার দেখিয়েও কিছুতেই ব্লাড সুগারকে কন্ট্রোলে আনতে পারছেন না তো? উফ! আর চিন্তা করবেন না। সম্প্রতি নানা স্টাডি থেকে জানা গেছে চিরতার রস কিন্তু আপনার ব্লাড সুগার বা ডায়াবেটিসের মাত্রা কমাতে পারে। চিরতা অগ্ন্যাশয়ের কোষে ইনসুলিনের উৎপত্তি বাড়ায় আর তার ফলে ডায়াবেটিসও সহজে কমে যায়। তাই এবার থেকে ডায়াবেটিস যদি কমাতে চান, তাহলে চিরতা কিন্তু খেতেই পারেন।
ক্যান্সার
ক্যান্সারের নাম শুনলেই কেমন একটা ভয় ভয় করে বলুন! তা আপনার দশ নেই। গোটা বিশ্বেই ক্যান্সার এখন যে হারে বাড়ছে, নানা সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে আর ৫-১০ বছরের মধ্যে ক্যান্সার নাকি রীতিমতো মহামারীর আকার নেবে। কিন্তু কেমন হয় বলুন তো যদি আপনি ঘরে বসে খানিকটা হলেও ক্যান্সারকে আটকানোর সম্ভাবনা তৈরি করতে পারেন? আজ্ঞে হ্যাঁ। চিরতার রসে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যা আপনার ক্যান্সারকে ঠেকাতে পারে তো বটেই, তার সাথে প্রি-ক্যান্সারাস কোষ, বিশেষভাবে লিভার ক্যান্সারকে দূর করে। তাই সুস্থ থাকতে চিরতার রস খান।
কৃমি তাড়াতে
পেটের মধ্যে কৃমি ঘুরে বেড়াচ্ছে—ভাবলেও তো কেমন বমি বমি পায়। অনেক ওষুধ খেয়েও আপনার পেটের মধ্যে কৃমির বাড়বাড়ন্ত আটকাতে পারেন নি তো? তাহলে এবার কৃমির যম চিরতাকে আসরে নামান। চিরতা আপনার কৃমিও দূর করবে, আর আপনাকে আরামও দেবে!
তাহলে দেখছেন তো, চিরতার কত্ত উপকারিতা? এবার আর নাক না সিটকিয়ে বাড়িতে চিরতা কিনে আনুন। আর সক্কাল সক্কাল চিরতার রস খান। দেখবেন চিরতার রস খেয়ে আপনি রীতিমতো দৌড়োতে শুরু করে দিয়েছেন!
মন্তব্য করুন