আমাদের রোজকার দৈনন্দিন জীবনে কুর্তির ভূমিকা প্রচুর। সে অফিস হোক বা দোকান বাজার, কুর্তি আমাদের রোজের সঙ্গী। আর এই চাহিদার কথা মাথায় রেখে, বাজারে এসেছে প্রচুর নতুন ডিজাইনার কুর্তি। অনেকেই অফিস, বা অন্যান্য কাজের জন্য রোজ কুর্তিই পড়। তারা সেই একঘেয়ে ডিজাইন না পরে, ট্রাই কর এই নতুন ডিজাইনগুলো। দারুণ স্টাইলিশ। এতে রোজের কাজও হল। আবার স্টাইলটাও বজায় থাকল। দেখে নাও এর’মই কিছু ট্রেণ্ডি কুর্তি।
১. শার্ট কলার কুর্তি
এই কুর্তির গলাটা ঠিক শার্টের গলার মত। বেশ স্মার্ট লুক। নিত্য অফিস বা যেকোনো কাজে অনায়াসে পরা যায়।
২. হাই নেক কুর্তি
শীত আসছে। তাই হাই নেক কুর্তি একদম পারফেক্ট আউট ফিট। অনেকেরই অল্প ঠাণ্ডায় সোয়েটার পছন্দ নয়। তাই যারা চাইছো শীতও যাক আবার স্টাইলও বজায় থাক, তারা এটা বেছে নিতেই পারো।
৩. বোট নেক কুর্তি
এখন বোট নেক ব্লাউজ খুব চলছে। কুর্তিতেও এই ডিজাইন চলে এসেছে। এখন বোট নেক স্লীভলেস কুর্তি ফ্যাশানে বেশ ইন।
৪. স্প্যাগেটি কুর্তি
বন্ধুদের সঙ্গে আউটিং? পরে নাও এরম স্প্যাগেটি নেক কুর্তি। বেশ আরামদায়ক এবং স্টাইলিশ।
৫. হলটার নেক কুর্তি
মার্কেটে এসেছে একদম নতুন ডিজাইনের হলটার নেক কুর্তি। যারা স্লীভলেস কুর্তি পছন্দ কর, কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম চাইছ, তারা এটা ট্রাই করতেই পার।
৬. চেক্স কুর্তি
শার্টের চেক্স প্যাটার্ন খুব পছন্দ হলে এরকম একটা ট্রাই কর। বেশ ইউনিক কিন্তু।
৭. আনারকলি কুর্তি
কুর্তির সঙ্গে একটু ট্র্যাডিশনাল সাজতে চাইলে পড়ে নাও আনারকলি কুর্তি। কুর্তির নীচটা ঘাগরার মত বেশ ঘের আছে। এটা বাড়ির যেকোনো অনুষ্ঠান হোক, বা অন্যের বাড়িতে নিমন্ত্রণ, অনায়াসে পরা যায়।
৮. ডিজিটাল প্রিন্ট
প্রিন্টেড কুর্তি পছন্দ হলে, একঘেয়ে সাধারণ প্রিন্ট না পড়ে ট্রাই কর এর’ম ডিজিটাল প্রিন্ট। নানারকম চোখ ধাঁধানো ডিজাইনের পেয়ে যাবে। এর প্রিন্টগুলো একদম অন্য রকম। এর সুবিধা যেকোনো কালার প্যান্টের সঙ্গেই পড়তে পারবে।
৯. স্ট্রাইপড কুর্তি
যারা চেক্স এর থেকে বেশি স্ট্রাইপড পছন্দ কর, তাদের জন্যও আছে নানা ধরনের বিপুল সম্ভার। বেশ ক্লাসি লুক। এবং রেগুলার আউট ফিটের জন্য একদম পারফেক্ট।
১০. সলিড কুর্তি
যারা রোজকার পরার জন্য কোনোরকম ডিজাইনের ঘনঘটায় যেতে চাও না, তাদের জন্য এই ধরনের কুর্তি বেশ ভালো অপশন। প্রচুর সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে। শর্ট ও লং দু’ধরনেরই পেয়ে যাবে। প্রতিটা ডিজাইনই কিন্তু এখন ট্রেণ্ড। ইচ্ছা মত লেগিংস বা পালাজো দিয়ে পড়ে নাও।
তাহলে কুর্তির দশ দশটি মনপসন্দ দারুণ ডিজাইন তো পেয়েই গেলে। এবার তোমার পছন্দ মতো কুর্তি কিনে ফেল আর রোজকার স্টাইলে নতুন মাত্রা অ্যাড করো!
মন্তব্য করুন