সন্ধ্যেবেলা সিরিয়ালে সুন্দর সুন্দর জুটিদের দেখতে আপনার যে খুব ভালো লাগে তা তো জানি। আপনি ভাবেন, ইস! যদি এরা সত্যিকারের স্বামী-স্ত্রী হত! কি ভালোই না হত তাহলে। এদের রিল-লাইফ কেমিস্ট্রি আমাদের এতই মুগ্ধ করে যে এদের যদি সত্যিই রিয়েল লাইফে বিয়ে হয় তাহলে কি ফাটাফাটি ব্যাপারটাই না হবে, সেই নিয়ে আমরা গসিপ করতে থাকি।
তা ফিল্ম-স্টারদের নিয়ে একটু-আধটু গসিপ হবে সে তো স্বাভাবিক। আর এটাও তো জানি মশাই, ছুটির দিন সন্ধ্যেবেলা স্ত্রীকে নিয়ে রোমান্টিক কাপলদের রোম্যান্স দেখতে দেখতে আপনারাও হারিয়ে যান আপনাদের মধ্যে। আচ্ছা আচ্ছা, আর এগোবো না বাবা। কিন্তু, আপনাদের আজ সেই রিল লাইফ দম্পতিদের দুষ্টু-মিষ্টি কাহিনী শোনাব যারা রিয়েল লাইফেও কাপল।
‘ভালোবাসা ডট কম’-এর রাজা–মধুবনি
কি! মনে আছে তো সিরিয়ালটা। জানি জানি আছে। আমরা যারা এই সদ্য টিন-এজ পার করেছি, তাদের কাছে সিরিয়ালটার বেশ ডিমান্ড ছিল। বেশ একটা মিষ্টি মিষ্টি প্রেম ছিল। আর আমাদের হার্টথ্রব ওম আর তোরার জুটি। ওম মানে রাজা গোস্বামী আর তোরা মানে মধুবনি। গত বছর ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েই গেলেন তাঁরা। এবারে প্রথম জামাইষষ্ঠীও কাটিয়ে ফেলল ওম ওরফে রাজা।
তা, আমাদের তো অনেকদিন ধরেই এই ডিমান্ড ছিল, কবে এই জুটিকে আবার অন-ক্যামেরা দেখব। সে আশা পূরণ হচ্ছে বন্ধুরা। ‘জি বাংলা’র ‘ছদ্মবেশী’ সিরিয়ালে নাকি এই জুটিকে আবার দেখা যাবে। কি! ভাবছেন তো, সিরিয়াল তো শুরু হয়ে গেছে, কই ‘তোরা’? দাঁড়ান দাঁড়ান, একটু সবুর করুন। মেওয়া ঠিকই ফলবে। তবে হ্যাঁ, কানে কানে একটা কথা বলি আপনাদের, এই নিয়ে বেশি পাঁচ কান করবেন না। এটা সারপ্রাইজই থাক, তবে আপনাদের জানিয়ে রাখলাম আগাম আর কি!
‘অগ্নিপরীক্ষা’র সৌম্য-স্বরলিপি
‘জি-বাংলা’য় ‘অগ্নিপরীক্ষা’ সিরিয়ালটা দেখতেন না, এমন মানুষ বাংলায় সত্যিই খুব কম ছিলেন। প্রত্যেক ঘরে সন্ধ্যেবেলা ‘অগ্নিপরীক্ষা’র টাইটেল সঙ-টা শোনা যেন আমাদের অভ্যেস হয়ে গিয়েছিল। অনেক বাস্তব সমস্যাকে নিয়ে প্রশ্ন করত এই সিরিয়াল। কিন্তু, এই তার মাঝেও একটা প্রেমের সম্পর্ক আমাদের জাস্ট পাগল করে দিত। সেটা হল রুদ্র মানে সৌম্য আর স্বরলিপির মধ্যে। প্রথমে তো পছন্দই করত না রুদ্র তার স্ত্রীকে। কিন্তু, পরে এদের মধ্যে যে মাখো মাখো সম্পর্কটা হয়েছিল, সেটা কিন্তু আমাদের বেশ মুগ্ধ করেছিল। তারা আবার রিয়েল লাইফেও মিষ্টি দম্পতি।
ইদানীং এদের কোনো সিরিয়ালে একসঙ্গে দেখা যাচ্ছে না, কিন্তু, এদের একটা ক্যাফে আছে, যোধপুর পার্কে, জানেন কী? জানতেন না তো! নাম ‘আবার বৈঠক’। এখানে একদিন সব্বাইকে নিয়ে চলে যান। খুব কোজি, ভাল পরিবেশ, খাওয়া-দাওয়াও খুব ভাল। এখানে বইও পাবেন, তাই বসে পড়তেও পারবেন কফি খেতে খেতে। তা এখানে কিন্তু আপনারা আপনাদের প্রিয় জুটিকে দেখে ফেলতেই পারেন।
‘ধন্যি মেয়ে’র রণিতা-সৌপ্তিক
এই সিরিয়ালটাও বেশ জনপ্রিয় হয়েছিল। এখানেও এরা জুটি বেঁধেছিল আর আমার মত আপনাদেরও নিশ্চয়ই মনে হত এদেরও যদি বিয়ে হয়! হ্যাঁ বন্ধুরা, এদের মধ্যেও রিল-লাইফের বাইরে রিয়েলে মিষ্টি সম্পর্ক আছে। আপনারা এদের আবার দেখতে পারবেন ‘কালার্স বাংলা’য় ‘সোহাগী সিঁদুর’ সিরিয়ালে আবার একসঙ্গে। অবশ্য জানি, আপনারা আমার বলার আগে থেকেই সিরিয়ালটা দেখেন আর আপনাদের প্রিয় জুটির রোম্যান্স এনজয় করেন।
‘খনা’র সম্রাট-ময়না
‘জি-বাংলা’র ‘খনা’ সিরিয়াল আপনারা দেখতেন নিশ্চয়ই! সেখানেই রাজ্যের রাজা আর রাণী তথা খনার বাবা-মায়ের ভূমিকায় ছিলেন সম্রাট চক্রবর্তী আর ময়না। না, এখানে কোনো দুষ্টু-মিষ্টি কেমিস্ট্রির কথা আমরা বলব না। কিন্তু, স্বামী স্ত্রীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, একে অন্যকে বোঝা আর সম্মান করা, সেগুলো এখানে ছিল। রাজ্যের রাজা আর রাণীর দায়িত্ব আলাদা টানাপোড়েনও তৈরি করেছিল। সব মিলিয়ে রিয়েল লাইফের এই জুটি এখানেও হিট হয়েছিল।
তাহলে, আজ আপনাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। উঁহু! তবে এখানেই শেষ নয় বন্ধুরা। ঝুলিতে আছে আরও মজাদার ইন্টারেস্টিং খবর যা আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমাদের আর্টিকেল পড়তে থাকুন আর ‘দাশবাস’কে লাইক করতে থাকুন।
‘ভুতু’ সিরিয়ালের ছোট্ট ভুতু ওরফে আর্শিয়া মুখোপাধ্যায়কে এখন কেমন দেখতে!
মন্তব্য করুন