নতুন বাড়ি হোক বা পুরনো, রঙ বাড়ির শোভা। বিশেষ করে ঘরের ভিতরের রঙ। কিন্তু বাজারে রঙের যা দাম তাতে পকেট ফাঁকা হয়ে যাবে চোখের নিমেষে। চিন্তা কি যখন আমরা রয়েছি! আজ আমরা আপনাদের দেখাবো যে, মাত্র দু-তিনটি রঙ দিয়ে অসাধারণ ভাবে সাজিয়ে ফেলতে পারেন, আপনার ঘর। চলুন দেখে নিন তারই এক ঝলক।
সবুজের খেলা
মাত্র দুটি রঙ ব্যবহার করা হয়েছে। অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আজই রঙের মিস্ত্রিকে ডেকে এনে ছবি দেখান। আর ঠিক এরকম ভাবে সাজিয়ে ফেলুন আপনার অন্দরমহল।
বেগুনীর আলো
ছবিতে দেখতে পাচ্ছেন মাত্র একটি রঙের শেড দিয়ে কি সুন্দর ভাবে গোটা ঘরটা রঙ করা হয়েছে। বেগুনী রঙের সুন্দর কম্বিনেশান রয়েছে।
লালকমল
লাল ও কমলা দেওয়াল হালকা সবুজ রঙ দিয়ে ভাগ হয়েছে। এরকম রঙের বাহার আপনিও করতে পারেন খুব সহজেই।
সমুদ্র সবুজ হলদেয়ানা
ছবি দেখেই মনে হচ্ছে তো এরকম রঙ করতে? তাহলে দেরি কীসের আর? আজই রঙের মিস্ত্রিকে ডেকে এনে ছবি দেখান। আর বানিয়ে ফেলুন এরকম ছবির মত।
লালে লাল
একটা রঙ দিয়ে সাজাতে পারেন আপনার ঘর। ঠিক ছবিতে যেরকম আছে এই ভাবেই সেজে উঠতে পারে আপনার বসার ঘরটি।
লাল নীল সবুজের মেলা
আপনার ছোট্ট সোনার ঘর একটু রঙিন না হলে কি ভালো দেখায়? কিছুই করতে হবে না বেশি তার জন্য। সামান্য একটা হালকা আকাশী রঙের শেড দিন তার ওপর নানা রঙের সার্কেল। ঠিক ছবিতে যেমন দেখতে পাচ্ছেন।
রঙের এপিঠ ওপিঠ
মাত্র দুটো প্লেন রঙ নিয়ে হালকা একটু ডিজাইন করে নিন, ঠিক যেমন ছবিতে আছে।
তাহলে দেখতেই পাচ্ছেন রঙ করতে এবার আর চাপ নেই। মাত্র দু-তিনটি রঙ দোকানে গিয়ে সিলেক্ট করুন, আর আপনার ঘরকে রঙ করে ফেলুন! আর সমস্যা হলে? আমরা তো আছিই!
মন্তব্য করুন