জি বাংলায় ‘জামাই রাজা’ সিরিয়ালটি নিশ্চয়ই আপনারা সব্বাই দেখেন? জানি, আপনাদের অনেকেরই বেশ পছন্দের সিরিয়াল ওটি। রোজ দশটা বাজলেই তাই ওর টানে টি.ভির সামনে বসে পড়া চাই। কিন্তু বলুন তো, সিরিয়ালটি তো আর পাঁচটা গড়পড়তা সিরিয়ালের মতোই হতে পারত। কেন ওই বিশেষ সিরিয়ালটিই হঠাৎ আপনাদের এত্ত ভালো লেগে গেল? আছে আছে, কারণ আছে। আর পাঁচটা বাংলা বা হিন্দি সিরিয়াল সাধারণভাবে যেরকম হয়, এই সিরিয়ালটা তার থেকে বেশ অনেকটাই আলাদা। কারণ এই সিরিয়ালের ইউ.এস.পি. শাশুড়ি-বৌমার সেই চিরাচরিত একঘেয়ে ঝগড়া নয়, এর ইউ.এস.পি. হল ‘জামাই রাজা’ স্বয়ং।
অর্জুনের আকর্ষণ
সিরিয়ালের নাম চরিত্রেই অর্জুন চক্রবর্তী—শুনেই যে আমার মতো লোকজন, যারা ছোটবেলায় বা বড়বেলায় ‘গানের ওপারে’ দেখে অর্জুনের ফ্যান হয়ে উঠেছিলেন, মোটামুটি ঠিক করে ফেলেছিলেন যে এই সিরিয়ালটা দেখতেই হবে। ‘গানের ওপারে’র অর্জুনকে মনে আছে তো? নবাগত তরুণ তখন, সেলিব্রিটি বাপের ব্যাটাকে দেখার আকর্ষণ তো ছিলই, তার সাথে অর্জুনের নিজের আকর্ষণও কিছু কম ছিল না। গোরার চরিত্রে অর্জুনের অভিনয় দেখে মনে আছে সবাই তখন গোরাতে রীতিমতো বিশ্বাস করতে শুরু করেছিল। হ্যান্ডসাম, গিটার হাতে দারুণ রবীন্দ্রসঙ্গীত গায়, প্রবল আত্মবিশ্বাসী, সেইসাথে মিষ্টি একটা ক্যাবলামির সাথে স্মার্টনেস, আর ঘোরতর সমস্যাতেও ঘাবড়ে না যাওয়া—অর্জুনকে ভালো লাগার পেছনে এইসমস্ত কারণ তো আপনাদের সবারই ছিল। বুকে হাত দিয়ে বলুন তো এরপর যে আপনিও তখন অর্জুনের মতো বয়ফ্রেন্ড চাইতেন না? যে আপনার বুকে ঝড় তুলে দিয়ে বেরিয়ে যাবে? এরপর তাই যখন দেখা গেল সেই সদ্য যৌবনের ক্রাশ অর্জুন আসছে ‘জামাই রাজা’য়, জামাই হয়ে, তখন আমারই মতো আপনিও আর লোভ সামলাতে পারেন নি।
কীসের লোভ বলুন তো?
আচ্ছা, বললাম বটে যে লোভ সামলাতে পারেন নি, কিন্তু একটু ভেবে বলুন তো ঠিক কীসের লোভ? নিছকই অর্জুনকে দেখার লোভ, নাকি ‘জামাই রাজা’ অর্জুনকে দেখার লোভ? আমি বলব দু’টোই। কিন্তু ‘জামাই রাজা’ অর্জুনকে দেখার লোভটা বোধহয় আরও বেশীই।
লোভ করা যায়?
‘জামাই রাজা’র গল্পটা তো আপনারা সব্বাইই মোটামুটি জানেন। নাহ। রোজকার শাশুড়ি-বৌমা ঝামেলা মার্কা সিরিয়াল এটা নয়। এর বিষয় বরং অনেকটাই আলাদা। এমনি সিরিয়ালে কি দেখি, যে ছেলে বাড়িতে বউ নিয়ে এলেন বিয়ে করে। এরপর যেন গোটা সংসারটাকে সামলানোর দায়িত্ব পড়ে ওই বউয়েরই ওপরে। শাশুড়ির সাথে নিত্য ঝামেলা, অশান্তি করে, সব্বাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে সংসার চালাতে হয় বউকে। এটা শুধু নেহাত সিরিয়ালের গপ্প নয়। বাস্তবে আমার-আপনার সংসারের গল্পটাও কিন্তু কতকটা এইরকমই। কিন্তু এই সিরিয়ালে ব্যাপারটা অনেকটাই আলাদা। বিয়ের পর মানিয়ে গুছিয়ে চলার ব্যাপারটা অবিশ্যি কমন। আর ওই অ্যাডজাস্টমেন্টটা না হলে তো বিয়ের মানেই হয় না। কিন্তু ‘জামাই রাজা’য় এই মহান অ্যাডজাস্টমেন্ট ও শাশুড়ির সাথে মানিয়ে গুছিয়ে চলার দায়িত্বটা নেয় অর্জুন ওরফে ‘জামাই রাজা’। আর এই হাটকে জিনিসটা করে দেখানোর সাহসটা অর্জুন বা ‘জামাই রাজা’ ঈশান দেখায় বলেই সে আমাদের সকলের এতো প্রিয়।
আপনি কি চান?
আসলে ‘জামাই রাজা’ আপনার এতো কেন প্রিয় বলুন তো? অর্জুনের মতো, বা বলা ভালো ঈশানের মতো বর আপনিও চান। ঘরজামাই নাহয় নাই হল, ওটা বড্ড বাড়াবাড়ি। জানি আপনি ওটা চান না। কিন্তু আপনি কি চান না, যে ঈশানের মতোই আপনার বরও সব সমস্যার সমাধান করবে এক নিমেষে? পরিস্থিতি যাই হোক না কেন, মুখে ‘কুল অ্যান্ড ক্যাজ’ একটা আলতো হাসি সারাক্ষণ ফুটিয়েই রাখবে? যে হাসিটা আপনাকে ভরসা, বিশ্বাস যোগাবে! আর যেকোনো পরিস্থিতিতেই ঘাবড়ে যাবে না। সংসার সামলানোর জন্য আপনি তো আছেনই। কিন্তু আপনার হাজব্যান্ডও যদি আপনার পাশে সারাক্ষণ থাকেন, আপনাকে নিশ্চিন্ত ভরসা আর বিশ্বাস জুগিয়ে যান, তাহলে সব কেমন সোজা আর স্মুদ হয়ে যায় না?
সব কাজ করে দেবে?
রান্নাবান্না, ঘরদোর সামলানো ইত্যাদি সংসারের সব কাজ আপনার বর করে দিচ্ছেন এটা অবশ্য বাস্তবে হয় না, ‘জামাই রাজা’ সিরিয়ালেই দেখা যায়। কিন্তু সব কাজ না হলেও আপনার কাজে আপনার বর সাহায্য করছেন, আপনি যখন অফিস থেকে ফিরছেন, ক্লান্ত হয়ে, উনি আপনাকে এক কাপ গরম কফি এগিয়ে দিচ্ছেন, বা ছুটির দিনে দুজনে একসাথে মিলে রান্নাটা করে ফেলছেন—এই আশা কিন্তু এখনকার ব্যস্ত বৌমারা করতেই পারেন। আর অর্জুন যে বাড়ির সব কাজ ফটাফট হাসিমুখে করে ফেলে এটা দেখে আপনাদের আনন্দ হয়, ভাবেন যে আপনারও এরকম বর হলে মন্দ হয় না!
টেনশন সামলাবে
এই টেনশন মানে কিন্তু যে সে টেনশনের কথা বললাম না। এই টেনশন মানে সম্পর্কের টেনশন, টানাপড়েন যাকে বলে আর কি! মা আর মেয়ের মিল করানোর জন্য ‘জামাই রাজা’র ঈশান ঘরজামাই হয়ে গেল! ভাবুন দেখি! আপনার বরের থেকে অবশ্য এতটাও চাই না! শুধু শাশুড়ি-বৌমার দ্বৈরথে তিনি যেন খানিকটা হলেও আপনার পাশে থাকেন, আপনাকে বোঝেন—সেটাই যথেষ্ট।
তাহলে দেখলেন তো পর্দায় আপনার হার্টথ্রবের মতো বর পাওয়া কিন্তু কোনও সমস্যাই নয়। বেসিক কয়েকটা কোয়ালিটি—ব্যাস! এইটুকু তো সব মেয়েরাই দাবী করতে পারে। তাই না?
https://dusbus.com/bn/moynar-salishi-sovatote-tudiger-swagoto/
মন্তব্য করুন