ত্বকের চাই পরিপূর্ণ যত্ন, যাতে সুস্থ ত্বকের পাশাপাশি পাওয়া যায় গ্লোয়িং ইফেক্ট। মুখ চকচকে রাখতে মাখুন ঘরে বানানো এই ফেসপ্যাকগুলো। একদম কম খরচে ও নিরাপদে পার্লারের চাইতে পাবেন বেশি জেল্লা, আর থাকুন অনন্য সুন্দরী।
১. ডিম-অলিভ অয়েলের ফেসপ্যাকঃ
কি কি লাগবেঃ
- ১টি ডিমের সাদা অংশ
- ২ টেবিল চামচ অলিভ অয়েল
কিভাবে ব্যবহার করবেনঃ
ডিম আর অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিন। মুখে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২দিন এই প্যাক ব্যবহার করবেন।
উপকারিতাঃ
অলিভ অয়েল ত্বকের জন্য অতি জরুরি একটি উপাদান। রুক্ষ আবহাওয়া থেকে ত্বককে নরম, কোমল, স্বাস্থ্যোজ্জ্বল রাখতে এর জুড়ি নেই। ডিমের সাদা অংশের ব্যবহার ত্বককে টানটান করবে। নিয়মমতো এই প্যাক ব্যবহারে আপনি কয়েকদিনে পার্থক্য টের পাবেন। নিষ্প্রাণ শীতেও পাবেন উজ্জ্বল ও কোমল ত্বক।
২. দুধ-আমন্ডের ফেসপ্যাকঃ
কি কি লাগবেঃ
- ২ টেবিল চামচ আমন্ড পাউডার
- ২ টেবিল চামচ কাঁচা দুধ
কিভাবে ব্যবহার করবেনঃ
আমন্ড পাউডার ও দুধের ঘন পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন৷ ১০ মিনিট রেখে এরপরে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাকটি ব্যবহার করবেন।
উপকারিতাঃ
এই প্যাকটি মূলত শুষ্ক ত্বকের জন্য মানানসই। আমন্ডের বায়োঅ্যাক্টিভ উপাদান এবং ভিটামিন ই শরীরের সাথে সাথে ত্বকের জন্যও উপকারী। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে, রুক্ষতা কমায়, ত্বককে কোমল বানায়৷ আর ত্বকে দুধের উপকারিতা তো সবাই জানি। সপ্তাহে ৩ দিন
মন্তব্য করুন