অভিনেতা দেবের ভক্তদের জন্য রইলো এক অসাধারণ খবর। আবার দেবের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবি। নায়ক কে ? ঠিক ধরেছেন স্বয়ং দেব থাকছেন ছবির মূল চরিত্রে। আর দেবের বিপরীতে আছেন টলিউডের অনতম্য সেরা অভিনেত্রী কোয়েল ও ‘চ্যাম্প’ ছবির সারা জাগানো নায়িকা রুক্মিণী। ছবির নাম ‘ককপিট’। ২০১৭ সালে মুক্তি পাবে এই ছবি। ছবি পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়।

দেবের অন্য রূপ
‘ককপিট’ ছবিটি তৈরি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পরা বিমানের পাইলট, বিমান সেবিকা ও যাত্রীদের গল্প নিয়ে। দেব রয়েছেন পাইলটের ভুমিকায়। এই প্রথম এরকম একটি চরিত্রে আমরা দেবকে দেখবো। কোয়েল দেবের স্ত্রীর ভুমিকায় ও রুক্মিণী বিমান সেবিকার ভুমিকায় অভিনয় করবেন এই ছবিতে।
‘ককপিট’ ছবির শুটিং
ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গিয়েছে ‘ককপিট’ ছবির। বেশির ভাগ শুটিং বিমানের মধ্যেই নেওয়া হবে। কাজ শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুর ও বেহালা বিমানবন্দরে ছবির ৭০% শুটিং পর্ব সারা হবে। মুম্বাই বিমানবন্দরে কিছু দৃশ্য শুট করা হবে। এই ছবিতে বলিউডের অন্যতম গায়ক আতিফ ইসলাম একটি গান প্লে ব্যাক করছেন।

অপেক্ষা শুরু হয়ে গেল ছবিটি দেখার। আশাকরি বাংলা চলচ্চিত্র জগতে নতুন এক স্বাদের ছবি নিয়ে দেব ও তাঁর টিম খুব জলদি হাজির হবেন। শুভেচ্ছা রইলো দেবের নতুন উড়ান ‘ককপিট’ এর জন্য। 

মন্তব্য করুন