১৬ই আগস্ট পুনেতে বিয়ে সেরে ফেললেন রিয়া সেন
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রিয়া সেন।এমাসের শুরুতেই শোনা যাচ্ছিল যে সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের ছোট মেয়ে ঘর বাঁধতে চলেছেন। জল্পনার অবসান ঘটলো। ১৬ই আগস্ট পুনেতে বিয়ে সেরে ফেললেন রিয়া সেন। পাত্র শিবম তিওয়ারী। প্রায় দু বছর ধরে আলাপ রিয়ার শিবমের সাথে। ইদানিং রিয়া সেনের ইন্সট্রাগ্রাম জুড়ে দেখা মিলছিলো দুজনের একসাথে নানা ছবি। শেষমেশ প্রেম পর্ব সেরে রিয়া সেন বিয়ে করে নিলেন শিবম তিওয়ারীকে।
পাত্র মুম্বইবাসী বিজনেসম্যান ও ফোটোগ্রাফার শিবম তিওয়ারী
শিবম তিওয়ারী থাকেন মুম্বাইয়ে। পেশায় বিজনেসম্যান ও ফোটোগ্রাফার । অনেক দিন ধরেই তাদের আলাপ। একসাথে প্রায়ই পার্টিতে দেখা যেত। এত জলদি বিয়ে সেরে ফেলবেন ‘স্টাইল’, ‘দিল ভিল প্যায়ার ভ্যায়ার’, ‘আপনা সাপ্না মানি মানি’ ছবির অভিনেত্রী তা কেউ ভাবতে পারেন নি। দিদি রাইমা সেনের আগেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী রিয়া সেন।
রিয়ার ঘনিষ্ঠ এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। পুনেতে আপাতত সামাজিক ভাবে বিয়ের পর্ব সেরে নিয়েছেন। চেন্নাইয়ে আগেই রেজিস্ট্রি পর্ব সেরে রেখে ছিলেন। বাঙালী নিয়ম মেনে সম্পূর্ণ হয়েছে গোটা অনুষ্ঠানটি। বাবা ভরত দেববর্মা রিয়ার কন্যা সম্প্রদান করেছেন। নিকটবন্ধু ও পরিবারবর্গের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
রিসেপশন পর্ব এখন বাকি। মুম্বাই ও কলকাতা দুই শহরে হবে বিশাল বড় করে রিসেপশন। শোনা যাচ্ছে কার্ড পাঠানো শুরু হয়ে গিয়েছে। তবে রিয়া সেনের বিয়ের কার্ডটি নাকি অনেকেরই কাছে কালেকটিবল আইটেম। কারন এই কার্ডের ওপরে রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের সাদা কালো ছবি। যা সকলের কাছে আলাদা এক প্রাপ্তি।
https://dusbus.com/bn/periods-somoy-sex-kora-uchit-ki/
মন্তব্য করুন