আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে চলেছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর দুর্গাপুজো আসার সময় মানেই আমাদেরর মনে হয় একটু দেখি মহালয়া কবে, পুজোর দিন কবে কবে পড়ল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মা এবার কিসে আসছেন আর কিসে যাচ্ছেন। এই সব মিলেই তো আমাদের দুর্গাপুজো।
মা’র আগমন আর গমন
আমাদের শাস্ত্র অনুযায়ী মনে করা হয় যে মা দুর্গা নির্দিষ্ট কিছু বাহনে করে আসেন আর গমন করেন প্রতি বছর। এই আগমন আর গমনের বাহনের ওপর নির্ভর করে মনে করা হয় আমাদের সেই বছর বা আগামী সময় কেমন যেতে পারে। আগে দেখে নেওয়া যায় কোন কোন বাহনে দেবীর আগমন আর গমন ঘটে আর তার কি মানে।দোলা – দোলা মানে হল পালকি। এর অর্থ হল মড়ক বা মহামারী।
- দোলা – দোলা মানে হল পালকি। এর অর্থ হল মড়ক বা মহামারী।
- নৌকা – নৌকা বন্যার প্রতীক। বন্যা মানে এখানে বিধ্বংসী কিছুনেই। অর্থাৎ আমাদের অনেক ফসল হবে।
- গজ – গজ মানে হাতি। গজকে দেবীর সবচেয়ে ভাল প্রতীক ধরা হয় বাহনের মধ্যে। গজ হল সমৃদ্ধি আর শস্যপূর্ণ বসুন্ধরার প্রতীক।
- ঘোটক – ঘোটক হল ঘোড়া। এর অর্থ হল দেশে যুদ্ধ, অশান্তি, রাজনৈতিক অশান্তি থাকবে চরমে।
- শাস্ত্রে আছে, কোনও বছর দেবীর আগমন আর গমন একই বাহনে হলে তা খুবই অশুভ। যেমন ২০১৯ সালে দেবীর আগমন আর গমন দুইই হয়েছিল ঘোটকে। তার ফলে আমরা দেখেছি চিনের সঙ্গে অশান্তি, সঙ্গে করোনার দাপট যা আমাদের এখনও সহ্য করতে হচ্ছে। গত বছর দেবীর আগমন হয়েছিল দোলায়, অর্থাৎ মড়ক। আমরা তো দেখতেই পেয়েছি করোনায় কত মানুষ মারা গেছেন।
- এই বছর দেবীর আগমন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ, রাজনৈতিক অশান্তি, যুদ্ধ। আর দেবীর গমন দোলায়, অর্থাৎ মড়ক, মহামারী। অর্থাৎ এই বছর আমাদের জন্য খুব একটা ভাল কোনও বার্তা বয়ে আনছে না।
মহালয়া
মহালয়া না হলে দুর্গাপুজো শুরু হয় না। এই বছর মহালয়া ৬ অক্টোবর বা ১৯ আষাঢ়।
পুজোর দিনক্ষণ
মহাষষ্ঠী – ১১ অক্টোবর, সোমবার।
মহাসপ্তমী – ১২ অক্টোবর, মঙ্গলবার।
মহাষ্টমী – ১৩ অক্টোবর, বুধবার।
মহানবমী – ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।
বিজয়া দশমী – ১৫ অক্টোবর, শুক্রবার।
এবার শুধু দিন গোনার অপেক্ষা। তারপরই চলে আসবে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত দুর্গাপুজো।
মন্তব্য করুন