বর্ষাকাল তো চলেই এল। তবে বর্ষা বলে তো আর ঘরে বসে থাকা যাবে না। বাইরে আমাদের যেতেই হবে কাজে। আর বাইরে যাওয়া মানেই জুতো ভিজে জবজবে। আর জুতো সহজে শুকিয়েও যেতে চায় না। একসঙ্গে অনেক জুতোর সেট তো সবার কেনার ক্ষমতা হয় না। তাই বর্ষায় বৃষ্টির মধ্যেও যাতে জুতো ভিজে না যায় এমন কিছু ম্যাজিক জানলে কেমন হয়!
১. ঠিক জুতো বেছে নিন
জুতো যাতে ভিজে না যায় তার জন্য আগে দরকার ঠিক জুতো বের করা। লেদারের জুতো ভিজে যাবে তাড়াতাড়ি আর শুকিয়ে যেতেও সময় লাগবে। কিন্তু রাবারের জুতো তাড়াতাড়ি ভিজবে না। রাবারের জুতো কিন্তু ভিজে গেলেও তাড়াতাড়ি জল ঝরে যায়। এই জুতো পরে বর্ষার সময়ে চলতেও খুব সুবিধে।
২. নেলপালিশ রিমুভার ব্যবহার করুন
এটা খুব ভাল একটা উপকরণ যেটা দিয়ে জুতো ওয়াটার প্রুফ করে নিতে পারেন সহজে। একটা তুলোর বলের মধ্যে বা কটনের কাপড়ের মধ্যে নেলপালিশ রিমুভার নিন। এবার এটি জুতোর মধ্যে ভাল করে বুলিয়ে নিন। খানিক ক্ষণ রেখে দিন। তারপর জলের মধ্যে ধরে দেখুন তো জুতো ভিজে যাচ্ছে কিনা! দেখবেন জলের মধ্যে জুতো একদম ভিজছে না।
৩. পালিশ করুন
যদি বৃষ্টির দিনে বাইরে যেতে হয় আর লেদারের জুতো পরেই যেতে হয় তাহলে একটা ভাল কাজ করুন। জুতো ভাল করে পালিশ করে নিন। এতে জুতোর ওপর একটা প্রলেপ পড়বে। এই পালিশ করার উপকরণ একটু তেলতেলে হয়। তাই চকচক করে। তেলতেলে পিচ্ছিল বলেই জল জুতোয় বসবে না।
৪. মুছে নিন
ধরুন আপনার জুতো অল্প ভিজে গেছে। কিন্তু শুকনো দেখাতে হবে। একটা খবরের কাগজ নিন। ভাল করে মুড়িয়ে নিন। ৩০ মিনিট রেখে দিন। তারপর খবরের কাগজ খুলে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর পাখার তলায় রেখে দিন। এতেও দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে গেছে।
৫. ভেজলিন ব্যবহার করুন
খুব ভাল একটা ট্রিক। ভেসলিন নিয়ে জুতোর ওপর অল্প করে লাগিয়ে নিন। ভেসলিন তেলতেলে হয়। ফলে একটা পিচ্ছিল আস্তরণ পড়ে যাবে জুতোর ওপর। এর ফলে জুতোর মধ্যে জল লাগবে না। তবে শুধু লেদারের জুতো হলেই এটা করবেন। অন্য জুতো হলে করার দরকার নেই।
৬. টিস্যু পেপার ব্যবহার করুন
টিস্যু পেপার জল টেনে নিয়ে জুতো একদম শুকনো করতে খুব ভাল কাজে আসবে। অনেকটা টিস্যু পেপার নিন। এবার জুতোর মধ্যে এই টিস্যু পেপার ভাল করে ভরে রেখে দিন। অপেক্ষা করুন যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। আপনি ধরুন অফিসে গেছেন একদম জুতো ভিজিয়ে। অফিসে গিয়ে এটি করুন। অফিস থেকে বাড়ি ফেরার পথে শুকনো জুতো পাবেন। তবে কতক্ষণে আপনার জুতো শুকিয়ে যাচ্ছে সেটা নির্ভর করছে আপনার জুতো কতখানি ভিজেছে তার ওপর।
৭. ফুটওয়ার প্রোটেক্টর ব্যবহার করুন
অনলাইনে পেয়ে যাবেন এই সুন্দর জিনিসটি। খুব বেশি দামও নয়। ব্যবহার করাও খুব সহজ। আগে জুতো ভাল করে পরিষ্কার করে নিন। জল বা মাটি কিছুই যেন না থাকে। তারপর এই জিনিসটি একটু দূর থেকে স্প্রে করুন জুতোর ওপর। তারপর একটা ব্রাশ দিয়ে ভাল করে মিলিয়ে নিন পুরো জুতোর মধ্যে। রেখে দিন খানিক ক্ষণ শুকিয়ে যাওয়ার জন্য। দেখুন একেবারে ওয়াটার প্রুফ হয়ে গেছে।
এইভাবে এই বর্ষাকালেও আপনি অনায়াসেই জুতো জলে ভেজার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন।
মন্তব্য করুন