‘ফেয়ার এন্ড লভলি’ ক্যুইন ইয়ামি গৌতমের আকষণীয় রূপ সকলের চোখ ধাঁধিয়ে দেয়। ৩১ বছর বয়সের কোটায় দাঁড়িয়েও বলিউডের এই অভিনেত্রী যেন লাবণ্যের অফুরন্ত ভান্ডার, তার রূপ সৌন্দর্য আজও সমান ভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু কীভাবে এই সৌন্দর্যকে বজায় রাখেন ইয়ামি? ইয়ামির সেই সকল বিউটি টিপসের কথা নিজের মুখেই জানিয়েছেন তিনি।
জানলে অবাক হবেন ইয়ামির এই সৌন্দর্যের রহস্যের পেছনে রয়েছে প্রাকৃতিক কিছু উপাদান। রূপচর্চায় নামি দামি প্রোডাক্টের বদলে ঘরোয়া প্রাকৃতিক উপাদানের উপরই বেশি ভরসা রাখেন ইয়ামি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির নায়িকা ইয়ামির বিউটি টিপসগুলো কী কী চলুন জেনে নিই।
১. দুধের ফেসপ্যাকঃ
ছুটির দিনগুলোতে ইয়ামি প্রাকৃতিক বিভিন্ন উপাদানের সাহায্যে ত্বকের যত্ন নেন। চালের গুঁড়োর সাথে দুধ বা দই মিশিয়ে তিনি একটি ফেসপ্যাক তৈরি করেন। এই ফেসপ্যাকটি মুখে মিনিট পনেরো রেখে তারপর নারকেল জল দিয়ে ধুয়ে ফেলেন।
২. মধুর ফেসপ্যাকঃ
ত্বককে ময়েশ্চারাইজ করতে ইয়ামি মধুর একটি ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করেন। একটি বাটিতে মধু,গ্লিসারিন, গোলাপজল ও লেবুর রস দিয়ে একসাথে মিশিয়ে নেন। এরপর মুখে সেই ফেসপ্যাকটি ব্যবহার করেন, কয়েক মিনিট রেখে তারপর ধুয়ে ফেলেন।
৩. যোগাঃ
ইয়ামি বিশ্বাস করেন মন ভালো থাকলেই তার প্রভাবে ত্বক ও ভালো থাকে। তাই নিজেকে চিন্তা মুক্ত রাখতে তিনি নিয়মিত মেডিটেশন করেন। প্রতিদিন তিনি ২০ মিনিট করে জগিং ও ৯০ মিনিট করে যোগব্যায়াম করেন।
৪. নারকেলের জলঃ
ইয়ামি তার মুখে সাধারণ জলের বদলে নারকেলের জল ব্যবহার করেন। কোন ঘরোয়া ফেসপ্যাক তৈরিতে অথবা মুখ পরিষ্কার করতে তিনি নারকেল জলের ব্যবহার করেন।
৫. হলুদঃ
মুখ পরিস্কার করতে ও স্ক্রাবিং করতে ইয়ামি ঘরোয়া উপাদান ব্যবহার করেন। ত্বকের যত্নে হলুদ অত্যন্ত কার্যকরী একটি উপাদান ইয়ামিও ত্বকের যত্নে হলুদ ব্যবহার করেন। তিনি অর্ধেক টেবিল-চামচ হলুদ ও অর্ধেক টেবিল চামচ চিনি, অল্প একটু মধু দিয়ে তিনি মুখ স্ক্রাব করে নেন। এরপর একটি টাওয়ালের মধ্যে কয়েক টুকরো বরফ নিয়ে মুখটা পরিষ্কার করে নেন।
৬. চুলের জন্য তেলঃ
চুলের যত্নে ইয়ামি প্রতিদিন নারকেল তেল ব্যবহার করেন। এক্ষেত্রে তিনি নারকেল তেলটিকে একটি পাত্রে ঢেলে উষ্ণ গরম করে নিয়ে তারপর সেটি চুলে লাগিয়ে নেন।
৭. চুলের যত্নে ডিমঃ
চুলের যত্ন করবার জন্য সপ্তাহে একদিন ডিম ও অলিভ অয়েলের মিশ্রণে একটি প্যাক তৈরি করে সেটি চুলে নিয়ে নেন। সপ্তাহে একদিন এই মিশ্রণটি ইয়ামি চুলে ব্যবহার করেন। এর ফলে তার চুল যেমন পুষ্টিকর উপাদান পায় পাশাপাশি তা সুন্দর থাকে।
৮. চুলের কন্ডিশনারঃ
শ্যাম্পু করবার পর চুলের কন্ডিশনার হিসেবে ইয়ামি কোনরকম জেল বা স্প্রের বদলে ভিনেগার ব্যবহার করেন।
৯. ঠোঁটের যত্নেঃ
ঠোঁট সুন্দর রাখতে ও গোলাপি রাখতে ইয়ামি লিপবাম হিসেবে ঘি ব্যবহার করেন। এর ফলে তার ঠোঁট চির সুন্দর হয়ে থাকে।
১০. চোখের পাতাঃ
চোখের পাতা কে সুন্দর করতে সকলেই মাশকরা ব্যবহার করেন কিন্তু
ইয়ামি মাশকরার পরিবর্তে একটি ঘরোয়া টিপস ব্যবহার করেন। তিনি ক্যাস্টর অয়েল, ভিটামিন ই অয়েল ও অ্যালোভেরা মিক্সড করে সেটি চোখের পাতায় লাগিয়ে নেন।
১১. ইয়ামির স্পেশাল টিপ্সঃ
রোজকার জীবনে হোম রেমেডি ব্যবহার করলেও প্রফেশনাল কারণে তাকে মেকআপ ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে ইয়ামি ঘুমোনোর আগে সব সময় মেকআপ তুলে নেন এবং বাইরে বেরোলে সব সময় সানস্ক্রিম ব্যবহার করেন। এছাড়া ইয়ামি বিশ্বাস করেন যে সুন্দর থাকতে গেলে মনের দিক থেকেও হাসি খুশি থাকার প্রয়োজন আছে তাই সবসময় আনন্দে থাকার চেষ্টা করেন তিনি।
মন্তব্য করুন