করোনার সময়ে আয় অনেকেরই বেশ খানিক কমেছে। কি করে একটু বেশি আয় করা যায় সেটাই এখন সবাই ভাবছেন। আজ লক্ষ্মীবারে আপনাদের লক্ষ্মীলাভের এক পথ বলতে এসেছি। যদিও মা লক্ষ্মী পরিশ্রম না করলে কাছে আসেন না, এই পথে কিন্তু আপনি একসঙ্গে অনেক টাকা পেয়ে যাবেন ঘরে বসে বসেই। শুধুমাত্র আপনার কাছে থাকতে হবে পুরনো দিনের বিশেষ এক পাঁচ টাকার নোট।
ব্যাপারটা কি
‘কয়েনবাজার’ (Coinbazzar) নামে একটি অনলাইন সাইটে পুরনো নোট বা পয়সা কেনা-বেচা হয়। এই সাইটে সম্প্রতি এক বিশেষ ধরণের পাঁচ টাকার কথা বলা হয়েছে। এই পাঁচ টাকার নোটের পিছনে থাকতে হবে ট্র্যাক্টর চালাচ্ছেন কৃষক সেই ছবি। সঙ্গে থাকতে হবে বিশেষ এক নম্বর, সেটি হল, 786786। ৭৮৬ লেখা নোট খুবই ‘রেয়ার’ বা দুর্মূল্য ধরা হয়। এই নোট আপনার কাছে থাকলে আপনি পেতে পারেন ৩০,০০০ টাকা। আপনার কাছে এই পাঁচ টাকার নোট রয়েছে? তাহলে এখুনি সাইটে coinbazzar.com গিয়ে যোগাযোগ করুন।
কি করবেন
আপনার কাছে এই নোট থাকলে সবার আগে সাইটে গিয়ে নিজেকে রেজিস্টার করান একজন ‘সেলার’ হিসেবে। তারপর আপনার নোটের ছবি তুলে ওই সাইটে আপলোড করে দিন। আগ্রহী কেউ থাকলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ভাল করে সাইটে দেখে নিন এই নোট থাকলে ঠিক কত টাকা আপনি পেতে পারেন।
আরও আছে
শুধু পাঁচ টাকা নয়, আপনার কাছে এক বিশেষ এক টাকা থাকলে সেটিও আপনি বিক্রি করতে পারেন আর পেতে পারেন ৪৫,০০০ টাকা। সেই এক টাকার নোট বিশেষ কিছু জিনিস থাকতে হবে। প্রথমত থাকতে হবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি হিরুভাই এম প্যাটেল সই। উনি ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত এই পদে ছিলেন। তখন প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। ১৯১৭ সালে ৩০ নভেম্বর এই নোট প্রথম প্রকাশিত হয়। যদিও পড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নোট ছাপা বন্ধ করে দেয়। কিন্তু এখন তো এই নোট বলতে গেলে দুর্মূল্যই বটে। আপনার কাছে এই নোট থাকলে কিন্তু ৪৫,০০০ টাকা আপনার হতে পারে।
আর দেরী না করে চটপট খুঁজে দেখুন আপনার মানিব্যাগ। আর এরকম নোট থাকলে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, লক্ষ্মী কিন্তু চঞ্চলা।
মন্তব্য করুন