চুলের সমস্যায় ভোগেন না এরম মানুষ খুঁজে পাওয়াই মুশকিল এখন। বিশেষত বর্ষাকালে ভীষণ ভাবে চুলের সমস্যা হয়। তখন চুলকে বিশেষ ভাবে যত্ন করা দরকার। আর চুলকে যত্ন করার জন্য এখন এসে গেছে এক নতুন কনসেপ্ট যার নাম হেয়ার স্পা। এই হেয়ার স্পা চুলের জন্য খুবই কার্যকরী। আমাদের শরীরের যেমন প্রোটিন দরকার। তেমনই চুলেরও প্রোটিন দরকার। এর অভাবেই চুল পরে। আর এই চুল পরা রোধে হেয়ার স্পা খুবই কার্যকরী। শুধু চুল পরাই রোধ করে না। চুলের স্বাস্থ্য ভালো রাখতেও বিশেষ ভাবে সাহায্য করে হেয়ার স্পা।
দূষণ থেকে চুলের যত্ন নিতে স্পা করুন
এখন বাইরের দূষণ, ধুলো, ক্যামিকাল যুক্ত প্রোডাক্ট থেকে চুলকে ভালো রাখতে হেয়ার স্পা করাটা খুবই জরুরি। চুলকে ভালো রাখতে হেয়ার স্পার মত ভালো কিছু আর হয় না। প্রাণহীন চুলকে প্রানচ্ছল সুন্দর করতে গেলে দরকার হেয়ার স্পা। চুলকে চকচকে ও বাউন্সি করতে, সিল্কি বানাতে হেয়ার স্পা যথেষ্ট কার্যকরী।
খুশকি দূর করতে হেয়ার স্পা
এছাড়াও চুল পরার একটি কারণ হল খুশকি। অতিরিক্ত খুশকির ফলে চুলের গ্রোথ কমে যায়। তার ফলে অকালে চুল ঝরে যায়। এই সমস্যা থেকে মুক্তি দিতে হেয়ার স্পা কার্যকরী। চুল অনেক বেশি রুক্ষ হয়ে গেলেও চুল পরে। হেয়ার স্পা চুলেকে কন্ডিশনিং করে। চুলকে পুষ্টি যোগায়। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়। স্ক্যাল্পের নার্ভগুলিকে মজবুত করে। চুলের গোঁড়া শক্ত করে।
চুলের নানা সমস্যা কমে
আমরা এখন চুলকে বিভিন্ন ভাবে সাজাই, কখনও কার্ল কখনও সোজা আবার বিভিন্ন স্টাইলে চুল কাটা। আবার কখনও বা কালার। আর এই কালারের ক্ষতিকর উপাদান বা হেয়ার স্টাইলের সময় মাথায় অতিরিক্ত তাপ দেওয়া হয়। তার ফলে চুল হয়ে যায় নিষ্প্রাণ। আর চুল ফেটে যাবার সমস্যা তৈরি হয়।
কিন্তু আমরা যদি হেয়ার স্পা করি তাহলে, এই চুল ফেটে যাওয়া, বা নিষ্প্রাণ চুল সবই নিয়ন্ত্রণ করা যায়। হেয়ার স্পা চুলের আগা ফাটা নিয়ন্ত্রণ করে চুলে পুষ্টি যোগায়। চুল পরা কমায়।
অন্যান্য কারণ
এছাড়াও চুলকে সোজা রাখার একটা ইচ্ছা সবারই থাকে। হেয়ার স্পা এতে সাহায্য করে। হেয়ার স্পা চুলকে সোজা রাখতে বেশ সাহায্য করে। চুলের ভলিউম বাড়ায়। এছাড়াও চুলে জট পরা নিয়ন্ত্রণ করে। মাথার ধুলো ময়লা বার করে ভেতর থেকে। চুলকে নরম রাখে। প্রতিটি ড্যামেজ চুলকে সারিয়ে তোলে।
চুলের এই সব বিভিন্ন সমস্যা ছাড়াও, স্ক্যাল্পে কোন ইনফেকশন যেমন ফুসকুড়ি, চুলকানি এগুলিও নিয়ন্ত্রণ করে হেয়ার স্পা। তাই চুলকে ভালো রাখতে হেয়ার স্পা করাটা খুবই দরকার। যদি খুব চুলের সমস্যা হয় তাহলে ঘরোয়া উপায়ে সপ্তাহে দুবার স্পা করা যেতে পারে। না হলে সপ্তাহে একবারই যথেষ্ট।
ঘরোয়া উপায়ে খুব সুন্দর ভাবে হেয়ার স্পা করা যায়। বা পার্লারে যেতে হলে মাসে একটা বা দুটো হেয়ার স্পা করলেই হয়।
তবে মনে রাখতে হবে যে শুধু হেয়ার স্পা করলেই হবে না। চুলকে ভালো রাখার জন্য, সপ্তাহে দুদিন তেল ম্যাসাজ করা দরকার। তেল মাসাজ করার পর অন্তত এক ঘণ্টা বা আগের দিন রাতে তেল লাগিয়ে শুতে পারলে ভালো। তারপর সকালে শ্যাম্পু করে নিতে হবে। তেল মেখে কিন্তু রাস্তায় না বেরনোই ভালো, তাহলে স্ক্যাল্পে ধুলো আটকে যায়। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার লাগিয়ে রাখতে হবে ১০ মিনিট। এছাড়াও ঘন কালার বা ড্রায়ার ব্যবহার না করাই ভালো। আর চেষ্টা করবেন যেন স্ক্যাল্প পরিষ্কার থাকে।
মন্তব্য করুন