ড্যান্স বাংলা ড্যান্সের সেই ছোট্ট সঞ্চালক অরিত্র দত্ত বণিক মনে আছে তো? যে রিয়্যালিটি শো দিয়ে শুরু হয়েছিল অরিত্রর ক্যারিয়ার। ডান্স বাংলা ডান্স এবং তারপর বিভিন্ন সিনেমায় কমেডি রোলে সে মন জয় করেছে দর্শকদের। হয়ে উঠেছে টলিউডের অন্যতম চেনা মুখ।
বহুদিন পর্যন্ত তাকে দেখা যাচ্ছিল না। এবার শোনা যাচ্ছে নাকি সোজা বলিউডে ওয়েব সিরিজে দেখা যাবে তাকে, তাও আবার একদম অন্যরকম ভূমিকায়।
এতদিন দর্শক তাকে বিভিন্ন কমেডি রোলে দেখতেই অভ্যস্ত ছিলেন। কিন্তু এবার আর কমেডি নয়, একদম অন্যরকম ভূমিকায় থাকবেন তিনি। যদিয় এ প্রসঙ্গে এখনই বেশী কিছু বলতে চাননি অরিত্র। মানে সিরিজের নাম, গল্প, এই সিরিজে তার চরিত্র সবটাই সারপ্রাইজ রেখেছেন। তিনি জানিয়েছেন, এই ওয়েব সিরিজ কোন থ্রিলার বা ফ্যামিলি ড্রামা নয়, তারই মত ইয়ং স্টারদের গল্প শোনাতে আসছে এই ওয়েব সিরিজ। ইয়ং জেনারেশনের জীবনের গল্প বলবে এই সিরিজ।
এই সিরিজে বাঙালি অভিনেতা হিসাবে তিনিই রয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুটিং । ভারতের বিভিন্ন জেয়গায় ঘুরে ঘুরে চলছে শুটিং। সব ঠিক থাকলে এই বছরের শেষেই কিংবা আগামী বছরের শুরুতে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। এতদিন পর কাজে ফিরে বেশ খুশি অরিত্র। বিশেষ করে সেই চেনা কমেডির ছক থেকে বেরতে চেয়েছিলেন অরিত্র, বলিউডে সেই সুযোগ পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত অরিত্র নিজেও। এখন দেখা যাক নতুন ভূমিকায় অরিত্র সকলের কতটা মন জয় করতে পারেন।
মন্তব্য করুন