বাঙালি মানেই ফেলুদা, বাঙালি মানেই ব্যোমকেশ, মিতিন মাসি আরও কত কি, গোয়েন্দা গল্পের পোকা বাঙালীর গল্পের ঝুলিতে এরকম হাজারো গোয়েন্দা চরিত্ররা তাদের ক্ষুরধার মস্তিষ্ক দিয়ে করেন হাজারো রহস্যের সমাধান। ছুটির দিনের দুপুরে কিংবা শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে একটু গোয়েন্দা গল্প না হলে চলে? তাই তো নতুন বছরের শুরুতেই হইচই আবারও আনতে চলেছে ব্যোমকেশ বক্সিকে নতুন রূপে।
বছরের শুরুতেই নতুন রহস্যের খোঁজে ব্যোমকেশ!
এর আগেও হইচই’এ ব্যোমকেশ নিয়ে পাঁচটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। প্রতিটি ওয়েব সিরিজই বেশ সাফল্যের মুখ দেখেছে। কারণ হয়তো বাঙালীর গোয়েন্দা গল্পের প্রতি বরাবরের প্রেম। আর তাই এর আগের পাঁচটি সিরিজেই অসাধারণ সাফল্যের পর, নির্মাতারা আবারও আনতে চলেছেন ব্যোমকেশ সিজন ৬। এবারের ব্যোমকেশ গল্প ‘মগ্ন মৈনাক’।
যারা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসেন , তাঁদের নিশ্চয়ই গল্পটি পড়া। কারণ ব্যোমকেশের জনপ্রিয় গল্পগুলির মধ্যে এটি একটি। আর যাদের গল্পটি জানা আছে, তারা জানেন গল্পটা কতটা রহস্যে ভরা। আর এই রহস্যময় গল্প নিয়ে যদি তৈরি হয় ওয়েব সিরিজ তাও আবার হইচই’এ তাহলে তো কোন কথাই নেই।
কে কোন ভূমিকায়?
অন্যান্য বারের মত এবারও গল্পের মূল চরিত্রে আছেন , অনির্বাণ ভট্টাচার্য । সাথে সত্যবতীর চরিত্রে রিদ্ধিমা ঘোষ। এছাড়াও অন্যান্য ভূমিকায় সুপ্রভাত দাস, দর্শনা বনিক, দেবশঙ্কর হালদার, শাওন সহ আরও অনেকে। সিরিজের পোস্টার অনেকদিন আগেই প্রকাশ পেয়েছিল।
পোস্টারটি যথেষ্ট আকর্ষণীয় ভাবে তুলে ধরা হয়েছিল দর্শকের সামনে, যাতে এই পোস্টার দেখার পর ট্রিজারের জন্য দর্শক মুখিয়ে থাকে। সদ্য মুক্তি পেয়েছে ট্রিজার। আর ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গেছে সেটি।
”গরিবের নাম ব্যোমকেশ বক্সি”
ট্রিজারের শুরুতেই দেখা যাচ্ছে হেনা মল্লিক নামের একটি চরিত্র। আর চরিত্রটি নিয়েই রহস্য এগোবে। এই চরিত্রে অভিনয় করছেন দর্শনা বনিক। এরপর ট্রিজারে ব্যোমকেশ বক্সির আগমন এক দারুণ সংলাপ দিয়ে,”গরিবের নাম ব্যোমকেশ বক্স”। ইতিমধ্যেই এই সংলাপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন দেখার অপেক্ষা ব্যোমকেশের এই সিজনটিও অন্যান্য আগের সিজনের মত দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে।
কবে আসছে?
জানুয়ারিতেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবার কথা ব্যোমকেশ সিজন ৬ ‘মগ্ন মৈনাক’। তারিখ সম্ভবত ৮ই জানুয়ারি। কিন্তু ঠিক কবে মুক্তি পাবে সেই সম্পর্কে এখনো সঠিক ভাবে কিছু জানানো হয়নি। তা সে যবেই মুক্তি পাক, বছরের শুরুতেই যদি এমন একটা ওয়েব সিরিজ পাওয়া যায়, তাহলে সারাবছরই এমন ভালো ভালো ওয়েব সিরিজ আমরা দেখতে পাবো এই আশাই রাখছি।
মন্তব্য করুন