দেখতে দেখতে আমরা ২০২০ সালের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আতঙ্ক, ভয়, দুশ্চিন্তা, মৃত্যু এই সবের সমার্থক যেন হয়ে আছে এই ২০২০ সালটা। নতুন ২০২১ সালের জন্য তাই আমাদের অনেক অপেক্ষা, ভালোবাসা আর প্রত্যাশা।
দেখুন সাধারণত সারা বছরই ভাল আর মন্দ মিশেই যায়। এই সামনের বছরেও তাই হবে। কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে দেখতে গেলে সব রাশির মোটামুটি ভাল আর মন্দ মিলেমিশে চললেও বিশেষ পাঁচ রাশির জন্য অপেক্ষা করছে খুব খুব ভাল সময়। জানতে হবে তো এবার কোন সেই চার রাশি!
১. বৃষ রাশিঃ
খুব ভাল সময় আসতে চলেছে এই রাশির মানুষদের জন্য। আয়ের পথ সুন্দর ভাবে সুগম হতে চলেছে। সফলতা আর উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে। আপনার রাশি অনুযায়ী নবম পতি শনি নবমে অবস্থান করছে এবং একাদশ পতি বৃহস্পতির সঙ্গে মিলছে। এটি খুব ভাল ফল দেবে আপনাদের। তবে অবশ্যই চেষ্টা বা কাজের প্রতি মনোযোগ বাড়াতে হবে।
শনি কিন্তু চেষ্টা বা পরিশ্রম ছাড়া কিছু দেন না। আর এই রাশির মানুষদের মধ্যে এতদিন খুব বেশি হতাশা, দুশ্চিন্তা বেড়েই চলছিল। বলা ভাল কিছু ক্ষেত্রে তা ডিপ্রেশনের জায়গায় চলে যাচ্ছিল। এই সমস্যা থেকে বেরিয়ে এবার আপনারা অনেক বেশি কাজের উদ্যম পাবেন, কাজের পথ খুঁজে পাবেন।
২. মিথুন রাশিঃ
মিথুন রাশির মানুষদের মধ্যে এতদিন ধরে থাকা অনেক ঝামেলার এবার অবসান হবে। আর্থিক দিক থেকে আপনাদের সমস্যা চলছিল। নতুন কাজে সফলতা এবার আসবে। অর্থের স্থান খুব ভাল না হলেও মোটামুটি ভাল থাকছে। শরীর আগের থেকে বেশ ভাল যাবে।
বিশেষ করে গায়ে ব্যথা, দাঁতের সমস্যা থাকলে সেগুলি কমার সম্ভাবনা আসছে। দাম্পত্য সম্পর্ক নিয়ে অনেকের সমস্যা ছিল। আস্তে আস্তে সেই দিকেও কিন্তু সুরাহা মিলবে।
৩. কন্যা রাশিঃ
ভাল সময় বলা যায় এই ২০২১ সাল। ধীরে ধীরে হলেও সফলতা এই বছরে আপনি পেতে বাধ্য। হঠাৎ করে কোনও অর্থাগম হয়তো আপনাদের হবে না। কিন্তু স্থায়ী আর্থিক উন্নতির পথ খুলে যাবে। বিদ্যা, বুদ্ধি, মেধা হবে আপনার এই বছরে সাফল্যের চাবিকাঠি।
ঠাণ্ডা মাথায় তাই সিদ্ধান্ত নেবেন। সারা বছর বেশ উদ্যম আর প্ল্যানিং থাকবে কাজ নিয়ে। শরীর নিয়েও বেশি চিন্তার কিছু নেই। শুধু বলার, নিজের সিদ্ধান্তে একমত থাকবেন। অন্যের কথায় কাজ করতে শুরু করলে কিন্তু ফল বিপরীত হতে পারে।
৪. মকরঃ
মকর রাশির এই সময়ে শনির সাড়েসাতি চলছে। আর আমরা জানি যে সাড়েসাতি মানেই হল চিন্তা, স্ট্রেস, যা কিছু খারাপ হতে পারে সব। একটা অদ্ভুত চাপের মধ্যে থাকতে হয়। এখান থেকে আপনারা খানিক মুক্তি পেতে পারেন। শরীর নিয়ে এতদিন যে সমস্যায় ছিলেন তার থেকে খানিক ভাল হয়ে উঠবেন। তবে বাড়ির গুরুজনদের শরীর নিয়ে চিন্তা থাকবে।
আপনাদের পরিশ্রম আর চেষ্টা অনেকটা বাড়াতে হবে। তবেই কিন্তু সাফল্য তাড়াতাড়ি আসবে। ভাই বোনেদের সঙ্গে ঝামেলা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। কেরিয়ারে ভাল কিছু শুরু হওয়ার যোগ থাকছে।
৫. মীন রাশিঃ
আপনাদের এবার ভাগ্য দৌড়াবে বলা যেতে পারে। আপনারা এতোদিন আপনাদের মেধার দাম পাচ্ছিলেন না। এবার কিন্তু সেটা হবে। আপনাদের যদি প্রমোশন হওয়ার কথা থাকে, এই বছর হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির লোকের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
তবে আপনাদের ধৈর্য অনেক বাড়াতে হবে। যে কাজ করছেন সেটা মন দিয়ে লেগে থেকে করলে আর্থিক উন্নতি ফিরতে বাধ্য। শরীর আপনার এবং বাড়ির লোকের উভয় ক্ষেত্রেই খুব ভাল থাকবে। সন্তানের পড়াশোনার জায়গা থেকে অনেকটা আশ্বস্ত হবেন।
আপনার রাশি কি এই পাঁচটা রাশির মধ্যে কোনও একটা? তাহলে আর চিন্তা না করে কাজে ঝাঁপিয়ে পড়ুন। যত কাজ করবেন সফলতা কিন্তু তত তাড়াতাড়ি আসবে নতুন বছরে।
মন্তব্য করুন