বলিউডের দৌলতে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের পালনীয় ব্রত করবা চৌথ এখন সারা ভারত জুড়ে পালিত হয়। স্বামীর মঙ্গলকামনার জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপোষ রাখেন বিবাহিতা মহিলারা। সন্ধ্যেবেলায় চাঁদের আগমনের সাথে ব্রত ভাঙেন তারা।
আমাদের দেশ সব ধর্মের সাথে সাথে সব সম্প্রদায়ের উৎসবে মেতে ওঠে একসাথে। বাঙালিরা এতে সকলের চেয়ে এগিয়ে। তাই তারাও করবা চৌথ অনুষ্ঠানে নিজেদের জুড়ে নিয়েছেন খুশি মনে। কাল এই বছরের করবা চৌথ পালিত হতে চলেছে। তাই এই উৎসবের সাজে মেতে উঠতে হাজির মেহেন্দির সুন্দর সুন্দর ডিজাইন।










ছবি ঋণঃ Pinterest
মন্তব্য করুন