শাড়ি স্টাইলিশ ভাবে পরার হালফিলের ফ্যাশানে নতুন কিছু নয়, কিন্তু সুতির শাড়ি স্টাইলিশ ভাবে পরা কিন্তু একপ্রকারের আর্ট বলা যেতে পারে। শাড়ি সিল্ক, সিফন, বেনারসি হলে তা সহজেই নানা স্টাইলে পরা যায়। সমস্যা দেখা দেয় শাড়ি সুতির হলে।
অনেক হয়েছে প্লিট ও এক আঁচলে সুতির শাড়ি পরা, আর না। সহজ ও স্টাইলিশ ১৫টি শাড়ি ড্রেপিং স্টাইল নিয়ে আজ হাজির। তাও আবার সুতির কাপড়ের উপর এই স্টাইল করবেন কি ভাবে তা রইলো স্বয়ং ছবির সাথে।
Tamishra Mandal
এই স্টাইল এ পড়া শাড়ি গুলোর ভিডিও পেলে খুব ভালো হতো।
DusBus Staff
thakle add kore ditam. next time eta mathay raklhbo.