শাড়ির রঙের কাপড়ের সাথে একই রঙের ম্যাচিং করে ব্লাউজ পরা আজকাল ওল্ড ফ্যাশান। নিউ ট্রেন্ড কি চলছে বলুন তো? মিস-ম্যাচ। তবে সেক্ষেত্রে যা কিছু একটা রঙ বেছে নিলেই কিন্তু চলবে না।
আপনাদের দুশ্চিন্তার কিছু নেই, আজ সেরা ১৬টি কালার কম্বিনেশানের লিস্ট নিয়ে আমরা হাজির আপনাদের সাথে। দেখে নিন কোন রঙের শাড়ির সাথে কোন রঙের ব্লাউজ বেশি মানাচ্ছে। আপনার কোনটা পছন্দ হবে সেটা সম্পূর্ণ আপনার চয়েস। আর আপনার চয়েসে আমাদের বিশ্বাস আছে।
১. গোলাপি ব্লাউজ আকাশী শাড়ি বড় ভালোবাসি
২. সাদার স্নিগ্ধতায় হালকা গোলাপি শাড়ি
৩. লাল সাদার কাটাকুটিতে শাড়ি লুক
৪. নীল হলুদের খেলায় শাড়ি
৫. অফ হোয়াইট ব্লাউজে কালচে নীল শাড়ি
৬. সোনালি রঙের ব্লাউজে সাথে হালকা আকাশী শাড়ি
৭. হলুদ ব্লাউজে খাদি রঙের শাড়ি দেখতে আহামরি
৮. গোলাপি শাড়ি কালো ব্লাউজের সাথে
৯. মেটালিক গ্রে কালার ব্লাউজ ওয়াইন
১০. সিল্ভার রঙের ব্লাউজের সাথে বেগুনী শাড়ি
১১. বেগুনী ব্লাউজের সাথে কমলা শাড়ি
১২. সবুজ ব্লাউজের সাথে গোলাপি শাড়ি
১৩. কালো ব্লাউজ লালচে শাড়ি
১৪. কালচে নীল শাড়ি কালো ট্রান্সপারেন্ট ব্লাউজের সাথে
১৫. ধূসর রঙের ব্লাউজের সাথে কালো সলিড শাড়ি
১৬. আকাশী রঙের ব্লাউজের সাথে হলুদ শাড়ি
ছবি ঋণঃ Pinterest
Anindita Pramanik
Very nice 👌
DusBus Staff
Thank You 🙂
Ruma chakraborty
ki darun dekhte
DusBus Staff
Thank You So Much.
সুদেশনা
অসাধারণ
DusBus Staff
Thank You So Much.
Dipti
Besh laglo aro dekhte chai
DusBus Staff
Thank You so Much.