কথায় বলে, শনি যব দেতা হ্যা ছপ্পড় ফাড়কে দেতা হ্যা। অর্থাৎ শনি যখন আপনার জীবনে সুখ, শান্তি আনেন তখন তা অঢেল আনেন। কিন্তু যখন অশুভ প্রভাব পড়ে শনির, তখন ফল হয় মারাত্মক। আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, কোন কোন রাশির ওপর শনি মহারাজের সুদৃষ্টি থাকছে, আর কাদের চলতে হবে একটু সাবধানে আসুন জেনে নিই।
মেষ রাশিঃ
- আর্থিক দিক খুব খারাপ দেখাচ্ছে না। কর্মের জায়গা নিয়ে অতিরিক্ত চাপ নেবেন না। নিজের কাজ মন দিয়ে করে যান।
- ব্যাবসায়ীদের জন্য অনুকূল দিন।
- পরিবারের সঙ্গে সু সম্পর্ক বজায় থাকবে।
- নিজের শরীর একটু ভোগাতে পারে।
- হাল্কা সর্দি লাগার ভাব থাকতে পারে।
- গুরুজনদের স্বাস্থ্যের দিকেও নজর দিন।
- দাম্পত্য সম্পর্কে সুস্থিতি বজায় থাকবে।
- পড়াশোনা যারা করছেন, পড়ার দিকে বেশি মন দিন।
- শুভ রঙ- তুঁতে।
- শুভ সংখ্যা- ৮
বৃষ রাশিঃ
- কর্মের জায়গা নিয়ে চাপ থাকবে আজ। কিছু ঝামেলা হঠাত চলে আসতে পারে।
- মাথা ঠাণ্ডা রেখে মিটিয়ে নেবেন।
- পরিবারের লোকের সঙ্গে ঝামেলায় যাবেন না।
- ভাই বা দাদা থাকলে তার সঙ্গে পরামর্শ করুন।
- নতুন ঝুঁকি আজ নেবেন না।
- দাম্পত্য সম্পর্ক একটু মানসিক চাপের কারণ হতে পারে।
- প্রেম আজ আনন্দ বয়ে আনতে পারে।
- পড়াশোনা যারা করছেন তাঁদের জন্য মোটামুটি শুভ।
- শুভ রঙ- নীল।
- শুভ সংখ্যা- ৫
মিথুন রাশিঃ
- দ্বিধা কাটিয়ে মনে একাগ্রতা আনুন। কাজের দিকে বেশি মন দিন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়াবেন না।
- ব্যাবসা করলে আজ ভাল কারোর সঙ্গে আপনার দেখা হতে পারে, যার মাধ্যমে ব্যাবসায় ভাল লগ্নি আসতে পারে। নিজের মনের কথা আজ শুনুন।
- পরিবারের সাপোর্ট আজ থাকবে। পার্টনারের দ্বারা আজ একটু কষ্ট কিন্তু পেতে পারেন।
- সন্তান ভাগ্য আজ ভাল। সন্তানের সঙ্গে একটু বেশি সময় কাটান আজ।
- শুভ রঙ- হাল্কা সবুজ।
- শুভ সংখ্যা- ৫
কর্কট রাশিঃ
- পারিবারিক দিক আজ ভাল থাকবে। অর্থের দিকেও তেমন চাপ দেখা যাচ্ছে না। তবে খরচ করবেন বুঝে।
- বেশি বিলাসবহুল জিনিসের দিকে আজ না যাওয়াই ভাল।
- ব্যাবসা করলে আজ আপনার দিন মধ্যম।
- দাম্পত্য সম্পর্ক মোটের ওপর ভাল।
- শরীর খানিক ভোগাবে।
- পড়াশোনা যারা করছেন তাঁরা নিজের ওপর বিশ্বাস রাখুন, সাফল্য আসবেই।
- শুভ রঙ- হাল্কা বেগুনি।
সিংহ রাশিঃ
- এই রাশি এমনিতেই খুব একটা কারোর বশ্য নয়। তাই আজ বলব অফিসে থাকলে বসের সঙ্গে বেশি কথা কাটাকাটি করবেন না।
- হাল্কা চোট আসতে পারে পায়ের দিকে।
- গুরুজনের শরীর ঠিক হয়ে ওঠার দিকে ইঙ্গিত করছে।
- কোনও টাকা অনেক দিন কোথাও আটকে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
- বিদ্যার্থীরা আজ বেশি করে পূর্ব দিকে মুখ করে বসে পড়ুন।
- শুভ রঙ- হলুদ।
- শুভ সংখ্যা- ২
কন্যা রাশিঃ
- মোটের ওপর ভাল দিন। বাইরে গেলে সাবধানে যাবেন।
- ছোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু এই রাশিরও আছে।
- আজ আবেগ নয়, বুদ্ধি দিয়ে কাজ করুন বেশি।
- পরিবারের লোকের সাপোর্ট পেতে আজ একটু সমস্যা হবে।
- প্রেম আজ শান্তি দেবে। পার্টনারের সঙ্গে সময় কাটান।
- শুভ রঙ- আকাশি।
- শুভ সংখ্যা- ৪
তুলা রাশিঃ
- এই রাশির জাতকদের জন্য আজকের দিন বেশ শুভ।
- পরিবারের সকলের সঙ্গে বাইরে কোথাও যাওয়ার যোগ রয়েছে।
- কাজের জায়গাও বেশ ভাল।
- বিশেষ করে ব্যাবসা যারা করছেন তাঁদের জন্য দিনটি বেশ অনুকূলে।
- দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা হওয়ার নেই।
- সন্তানকে নিয়েও আজ সময় কাটান ভাল করে।
- শুভ রঙ- লাল।
- শুভ সংখ্যা- ৭
বৃশ্চিক রাশিঃ
- কথা বলায় আজ সাবধান। খুব বুঝে কথা বলুন। খুব বুঝে আজ ব্যয়ও করুন।
- গুরুজনদের বিশেষ করে মাতৃ স্থানীয় ব্যক্তিদের শারীরিক দিক নিয়ে চিন্তা আসতে পারে।
- বাইক চালালে সাবধানে চালাবেন।
- প্রেমের সম্পর্কে আজ কিছু সমস্যা আসতে পারে। পার্টনারকে বোঝার চেষ্টা করবেন।
- শুভ রঙ- গোলাপি।
- শুভ সংখ্যা- ৮
ধনু রাশিঃ
- এই রাশির জাতকদের জন্য আজকের দিন মধ্যম মানের। তেমন কিছু আশা করা ঠিক হবে না।
- মোটের ওপর সব দিক থেকেই দিনটি কেটে যাবে। তবে কিছু ভাল যোগাযোগ তৈরি হতে পারে।
- সন্তানদের পড়াশোনা নিয়ে একটু চিন্তা হতে পারে।
- ব্যাবসা করলে বড় কোনও আর্থিক লেনদেন আজ করবেন না।
- পরিবারের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালই থাকবে।
- শুভ রঙ- যে কোনও হাল্কা রঙ।
- শুভ সংখ্যা- ৫
মকর রাশিঃ
- মানসিক দিক থেকে একটু চাপে থাকবেন। তবে হতাশা দূর করে আত্মবিশ্বাসী হয়ে কাজে মন দিন।
- অনেক ভেবে আজ কোনও সিদ্ধান্ত নিন কাজের জন্য।
- পরিবারের লোকেদের সঙ্গে পরামর্শ করুন।
- অনেক দিনের কোনও মামলা যদি থাকে সেটা নিয়ে কোনও কথা ফাইনাল হতে পারে।
- শুভ রঙ- নীল।
- শুভ সংখ্যা- ৩
কুম্ভ রাশিঃ
- শনির সারেসাতি চলছে, তাই এমনিতেই সাবধান থাকুন।
- কোনও কটু কথায় যাবেন না। নিজের মত অফিসে বুঝে রাখুন।
- পরিবারের লোকের সাপোর্ট পাবেন আজ।
- সন্তানের শরীর নিয়ে খানিক ভুগতে হতে পারে।
- পার্টনারের কথা আজ শুনলে লাভ হবে।
- শুভ রঙ- ডার্ক যে কোনও রঙ।
- শুভ সংখ্যা- ১
মীন রাশিঃ
- এই রাশির জাতকদের জন্য দিন বেশ ভাল।
- নতুন কাজের কোনও খোঁজ আসতে পারে।
- বাড়ির লোকেদের নিয়ে কোথাও যাওয়ার কথা হতে পারে।
- সন্তানের জন্য খুশি হওয়ার কিছু হতে পারে।
- তবে নিজের শরীরের দিকে নজর দিতে হবে।
- শুভ রঙ- আকাশী।
- শুভ সংখ্যা- ৫
আপনার কোন রাশি সেই অনুযায়ী দেখুন আজকের দিনে কি করলে আপনার ভাল হবে। সকালে রাশিফল দেখেই কাজ শুরু করুন।
মন্তব্য করুন