দিদি নাম্বার ওয়ানের রচনা ব্যানার্জিকে দেখেছেন প্রত্যেকটি শাড়িতেই তাকে এভারগ্রীন লাগে, শাড়িগুলোকে তিনি এত সুন্দর ভাবে বেছে নেন যে সব শাড়িই তাকে আধুনিকা করে তোলে। চলুন আজ রচনা ব্যানার্জির কয়েকটি নিত্যনতুন ডিজাইনের শাড়ির কালেকশন দেখে নেওয়া যাক, এই কালেকশন গুলো দেখলে আপনি এই বছর পুজোর সাজের একটা আইডিয়া পেয়ে যাবেন।
১. সরু পাড়ের এক কালারের সিল্ক
শাড়ির বর্ডারে নীল রংয়ের পাড়, আর গোটা শাড়িটাই একরঙা লাল। তার সাথে বোট নেকেড থ্রি কোয়াটার জমকালো ব্লাউজ। শাড়ির সাথে খোঁপা করেছেন অভিনেত্রী। জুয়েলারি পড়েছেন বড্ড সাদামাটা। অথচ এই সাজই তাকে একটা আধুনিক লুক দিয়েছে যা সকলেরই নজর কাড়বে।
২. ফুলপাতা ডিজাইনের তসর শাড়ি
শাড়ির উপরের দিকটা ও আঁচলের দিকটা ফুলপাতা ডিজাইন, আকাশী কালারের এই শাড়ির সাথে রচনা পরেছেন ঝোলা কানের আর হাতভর্তি চুরি, তার সাথে ডার্ক লিপস্টিক-অসাধারণ কমিনেশন। আপনিও চাইলে ট্রাই করতে পারেন।
৩. জরির কাজ করা দুই কালারের শাড়ি
এখন হালফ্যাশনে নিত্যনতুন জরির কাজ করা অনেক শাড়ি ও বেরিয়েছে। যেমন অভিনেত্রীর এই শাড়িটাই দেখুন সাদা বেগুনী কালারের উপর পুরোটাই জরির কাজ। তার সাথে স্টোনের একটা মোটা আংটি পড়েছেন অভিনেত্রী। এই লুকটা আর সকলের থেকে নিজেকে একটা অন্যরকম মাত্রা দেবে।
৪. মুর্শিদাবাদ সিল্ক
গোলাপি আর সবুজ রঙের এই মুর্শিদাবাদ সিল্কের সাথে রচনা পড়েছেন গোল্ডেন জুয়েলারি। মাথায় দিয়েছেন রজনীগন্ধা ফুল। অষ্টমী রাতে আপনিও এরকম একটি শাড়ি বেছে নিতেই পারেন।
৫. হ্যান্ডলুম
স্কাই আর পিঙ্কের হ্যান্ডলুম শাড়ির সঙ্গে বড় টিপ, তার সঙ্গে খোলা চুলের এই সাজ রচনা ব্যানার্জিকে একটি আধুনিক রূপ দিয়েছে। আপনি চাইলে অভিনেত্রীর স্টাইল মতন গলায় বড় মোটা মালা আর হাত ভর্তি কাঁচের চুড়িতেও নিজেকে সাজাতে পারেন।
৬. জামদানি
এই ছবিটিতে কালো লাল রঙের জামদানি পড়েছেন রচনা ব্যানার্জি। কালো লালে জামদানির সাথে ম্যাচিং করে কলার দেওয়া ফুলহাতা লাল ব্লাউজ আর খোঁপার মধ্য দিয়ে একটি ঐতিহ্যবাহী সাজ ফুটে উঠছে। তার সাথে গোল্ডেন কালারের ঝোলা কানের পরেছেন অভিনেত্রী। ষষ্ঠী বা সপ্তমীর দিন এরকম একটি শাড়ি আপনাকে ঐতিহ্যবাহী একটি লুক দেবে।
৭. হলুদ লালে ট্রান্সপারেন্ট শাড়ী
এখন ট্রান্সপারেন্ট শাড়ি ফ্যাশন এর মধ্যে এক অন্য মাত্রা যোগ করেছে। রচনা ব্যানার্জীর এই ছবিটিতে হলুদ আর লাল রংয়ের ট্রান্সপারেন্ট শাড়ি আর ছোট লাল টিপের কমিনেশনে অসাধারণ। আপনি চাইলে অষ্টমীর দিনের জন্য এরকম একটা শাড়ি বেছে নিতেই পারেন।
Mondira Bar
Nice