ত্বকের জন্য গ্লিসারিন খুব ভালো, এই জেনে আমরা গ্লিসারিন তো মেখে ফেলি। কিন্তু গ্লিসারিন কেন ভালো, কি জন্য ব্যবহার করা উচিত সেগুলো না জেনে ব্যবহার করা তো ঠিক নয়। আর সবচেয়ে বড় কথা হল, গ্লিসারিন কীভাবে মাখলে সবচেয়ে ভালো উপকার পাবেন সেটা জানা কিন্তু খুব দরকার।
আর সেটা বলবেন বিখ্যাত বিউটি থেরাপিস্ট শেহনাজ হুসেন। তাই এবার শেহনাজ হুসেনের হাত ধরে গ্লিসারিন ব্যবহারের দশ দশটা টিপস জেনে তবেই গ্লিসারিন ব্যবহার করুন।
গ্লিসারিন আসলে কী করে?
আমাদের সকলেরই স্কিন ভালো রাখার জন্য স্কিনে ময়েশ্চার খুব দরকার। ময়েশ্চারই স্কিন টানটান রাখে। ফলে স্কিন থাকে জেল্লাদার আর সুন্দর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ময়েশ্চার হারিয়ে যায় বলেই স্কিন হয়ে যায় শুষ্ক, দেখা দেয় বলিরেখা।
শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকার জন্য ত্বকের ময়েশ্চার হারিয়ে তো যায়ই। এর সঙ্গে বাইরের কিছু বিষয়, যেমন এয়ার কন্ডিশন, অতিরিক্ত রোদ এই সবও ত্বকের ময়েশ্চার বা আর্দ্রতা কমে যাওয়ার জন্য দায়ী।
গ্লিসারিন এই আর্দ্রতা আবার ফিরিয়ে আনে আপনার স্কিনে। গ্লিসারিন শুধু যে আর্দ্রতা ফিরিয়ে আনে তা নয়, এটি ত্বক থেকে আর্দ্রতা বেরিয়ে যেতেও দেয় না। আর গ্লিসারিন বাইরে থেকে আর্দ্রতা টেনে এনে আপনার স্কিনে যোগান দেয়। গ্লিসারিনের এই গুণের জন্যই ময়েশ্চারাইজিং কোনও ক্রিম বা সিরামে গ্লিসারিন ব্যবহার করা হয়। সুতরাং গ্লিসারিন ব্যবহার সব দিক থেকে ভালো।
কী কী মাথায় রাখবেন?
১. তেলতেলে মুখেও ব্যবহার করা যায়
প্রথমত গ্লিসারিন মুখে মাখলে কোনও সমস্যা হয় না। গ্লিসারিন মুখের ড্রাই ভাব কমিয়ে আনে। রোজ নিয়ম করে ব্যবহার করলে আপনার মুখে যে বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিয়েছে সেটাও আস্তে আস্তে কমিয়ে দেয়। আস্তে আস্তে স্কিনের ময়েশ্চার ধরে রাখার ক্ষমতাও বাড়িয়ে দেয়।
অনেকে ভাবেন তেলতেলে স্কিনে গ্লিসারিন ব্যবহার করলে মুখ আরও তেলতেলে হয়ে যায়। কিন্তু গ্লিসারিন তেলতেলে নয়, আর তাই মুখ তেলতেলে করে তোলে না। শীতকালে তৈলাক্ত ত্বকের মানুষদের ত্বক শুষ্ক হয়ে যায়। তখন তাঁরা গ্লিসারিন ব্যবহার করলে ভালো উপকার পাবেন।
২. র্যাশ কমাতেও দারুণ
গ্লিসারিনের একটা সাধারণ হিলিং বা আরাম দেওয়ার মতো উপাদান থাকে। তাই আপনার স্কিনে যদি র্যাশ, চুলকানি, লাল লাল হয়ে যাওয়ার মতো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাও অনায়াসে কমে আসতে পারে গ্লিসারিনের জন্য।
৩. সরাসরি মুখে গ্লিসারিন নয়
গ্লিসারিন সরাসরি মুখে কখনই ব্যবহার করবেন না। বরং গ্লিসারিন আগে রোজ ওয়াটার বা মিনারেল ওয়াটারের সঙ্গে মিলিয়ে মুখে ব্যবহার করুন।
৪. মুখ ধুয়ে তবে গ্লিসারিন
মুখে গ্লিসারিন ব্যবহার করার আগে মুখ জল দিয়ে ধুয়ে নিন। এর পর তুলোয় করে ডাইলিউটেড গ্লিসারিন মুখে নিয়ে মেখে তিন থেকে চার মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। আর গ্লিসারিন মুখে ভালো করে শুষে নিতে দিন।
৫. অ্যালার্জি নেই তো?
আপনার যদি স্কিনে কিছু দিলেই অ্যালার্জি হয় তাহলে আগেই মুখে গ্লিসারিন দেবেন না। গোলাপ জলে অল্প গ্লিসারিন মিশিয়ে হাতের পিছন দিকে লাগিয়ে নিন আর ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। যদি দেখেন কোনও চুলকুনি বা র্যাশ হচ্ছে না, তাহলে ১০০ মিলিলিটার গোলাপ জলের সঙ্গে ১ চামচ গ্লিসারিন মিশিয়ে মুখে ব্যবহার করুন। টেনে যাওয়ার পর মুখ ধুয়ে নিন।
৬. গোলাপ জলে গ্লিসারিন
গ্লিসারিন কিন্তু স্কিনের পোর্স টাইট রাখে। তাই হাফ কাপ গোলাপ জলে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ফ্রিজে রেখে দিন। রোজ এই মিশ্রণ মুখে, হাতে, গলায় ব্যবহার করুন। এতে ড্রাইনেস কমবে আর অ্যাকনের সমস্যাও আর হবে না।
৭. অরেঞ্জ জুসে গ্লিসারিন
শীতকালে গ্লিসারিন তো ব্যবহার করেন। কিন্তু সরাসরি ব্যবহার না করে অরেঞ্জ জুসের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। হাফ চামচ গ্লিসারিন আর ২ চামচ অরেঞ্জ জুস মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন সাধারণ জল দিয়ে। মুখ সঙ্গে সঙ্গেই ময়েশ্চারড হয়ে গেছে বুঝতে পারবেন।
৮. গুঁড়ো দুধ আর গ্লিসারিন
নর্মাল টু ড্রাই স্কিন যাঁদের তাঁরা গ্লিসারিনের একটা সুন্দর প্যাক বানাতে পারেন। হাফ চামচ গ্লিসারিন, এক চামচ গোলাপ জল আর এক চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিন। এটি মুখে মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন সাধারণ জলে। স্কিন খুব ভালো থাকবে।
৯. ভিটামিন ই আর গ্লিসারিন
শীতের আরেকটি ভালো মিক্সচারের কথা বলি আপনাদের। গ্লিসারিন, খানিক ভ্যাসলিন আর ভিটামিন ই অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ স্নানের আগে মুখে মেখে নিন। খুব স্কিন টানলে এই মিক্সচার ব্যবহার করুন। দারুণ উপকার পাবেন। ভিটামিন ই অয়েল যে কোনও ভালো ওষুধের দোকানে পেয়ে যাবেন।
১০. দিনে ব্যবহার না করাই ভালো
গ্লিসারিন কিন্তু খানিক সান-সেনসিটিভ। তাই রোদে গ্লিসারিন মেখে না যাওয়াই ভালো। রাতে শোয়ার আগে গ্লিসারিন ব্যবহার করুন। আর একান্তই গ্লিসারিন মেখে দিনে বাইরে যেতে চাইলে গ্লিসারিনের ওপর সানস্ক্রিন মেখে নিন। এতে স্কিন ভালো থাকবে।
এই কয়েকটা সামান্য কথা মাথায় রাখলে গ্লিসারিন সবচেয়ে ভালো কাজ দেয়। তাই এগুলি মাথায় রেখে তবেই গ্লিসারিন ব্যবহার করুন।
মন্তব্য করুন