বাংলা সিনেমায় রজনীকান্ত! হ্যাঁ, ঠিকই শুনেছেন। দক্ষিণী সুপারস্টার, ধামাকা, মশালাদার ফিল্ম থেকে রাজনীতি, সব ক্ষেত্রেই রজনীকান্তের অবাধ বিচরণ। আর তাই হয়তো তিনি লার্জার দ্যান লাইফ। কিন্তু বাংলা সিনেমাতেও তিনি কখনও অভিনয় করেছিলেন! আজ্ঞে হ্যাঁ, আজ সেই সিনেমারই সন্ধান দেব আমি।
কোন সেই সিনেমা?
দক্ষিণ ভারতের সুপারস্টাররা যে খুব একটা বাংলা সিনেমায় এসে কাজ করেছেন তেমনটা দেখা যায়নি। কিন্তু রজনীকান্ত একটি বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন। যদিও সেখানে তার ভূমিকা ছিল অতিথি অভিনেতা হিসেবে, কিন্তু রজনীকান্তের মতো সুপারস্টারকে ওইটুকু অংশে পাওয়াও তো মুখের কথা নয়।
![ভাগ্য দেবতা](https://dusbus.com/wp-content/uploads/2020/08/Bhagya-Debata.jpg)
এই ছবিতে কিন্তু আরেক লেজেন্ড কাজ করেছিলেন। তিনি হলেন মিঠুন চক্রবর্তী। এখনও মনে পড়ছে না আপনাদের ফিল্মের নাম? তাহলে বলেই দিই। ছবিটির নাম ছিল ‘ভাগ্য দেবতা’, এটি ১৯৯৫ সালে মুক্তি পায়। এই ছবির পরিচালনা করেন রঘুরাম।
মিঠুন চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছবিটি এতই হিট হয় যে পরে এর হিন্দি রিমেক তৈরি করা হয় আর তার নাম দেওয়া হয় ‘ক্রান্তিকারী’।
কোন চরিত্রে ছিলেন রজনীকান্ত
আগেই বলেছি, রজনীকান্ত ওই সিনেমায় অতিথি অভিনেতা হিসেবে আসেন। সিনেমার টাইটেল সং বা মুখ্য গান তিনি গেয়েছিলেন। একটি স্টেজ পারফরমেন্সের সিন ছিল ওই ছবিতে। সেই অংশেই রজনীকান্ত গায়ক হিসেবে অভিনয় করেন। মিঠুন চক্রবর্তীও এই সিনেমায় একজন গরিবের সাহায্যকারী হিসেবে রবিনহুডের মতো চরিত্রে অভিনয় করেন। ভ্রষ্টাচার সিনেমাতেও মিঠুন রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন। এই দুটি ফিল্মেই ওনাদের একসঙ্গে দেখা যায়।
সিনেমাটি আপনি চাইলে ইউটিউবে দেখতেও পারবেন। রজনীকান্তের মতো একজন স্টারের বাংলা সিনেমায় অভিনয় কিন্তু কম বড় কথা নয়।
আমি নিশ্চিত, এই খবর আপনি আগে জানতেন না। যদি বাংলা সিনেমায় রজনীকান্ত কেমন অভিনয় করেছেন জানতে চান তাহলে অবশ্যই সিনেমাটি দেখতে হবে।
মন্তব্য করুন