সিল্কের কাপড়ের ব্লাউজ সবচেয়ে সুন্দর দেখতে লাগে। এর জেল্লা শাড়ির সাজ বাড়িয়ে তোলে। তাই সিল্কের কাপড়ের ব্লাউজ বানানোর সময় ডিজাইনের দিকে অবশ্যই বেশি খেয়াল রাখা উচিত। তবে আপনাদের জন্য আমরা আছি। দেখুন দিকি ১০টি ডিজাইনের মধ্যে কোনটি আপনাদের মনে ধরে!
১. ব্যাক সাইড স্টাইলিশ সিল্কের ব্লাউজ ডিজাইন
ছবির মডেলকে যেরকম বোল্ড দেখতে লাগছে, বিশ্বাস করুন আপনাকেও ঠিক এরকম সুন্দর দেখাবে। স্লিভলেস এই রকমের ডিজাইন আগে যে দেখেননি হলফ করে বলতে পারি। ডার্ক রঙের কাপড়ে অবশ্যই বানাবেন এরকম একটি ব্লাউজ, দারুন মানাবে।
২. হাইনেক কুচি স্টাইল সিল্কের ব্লাউজ ডিজাইন
শাড়ির পারে কুচি দেওয়ার কথা আমরা জানি, এবার কিন্তু ব্লাউজেও এই কুচি ডিজাইন ট্রাই করতে পারেন। সিল্কের কাপড়ের তৈরি ব্লাউজে এটি বেশি প্রমিনেণ্ট দেখাবে।
৩. ব্যাক সাইড ইউ কাট স্টাইল ব্লাউজ ডিজাইন
অসম্ভব সুন্দর দেখতে এই ডিজাইনটি! মনে মনে এটাই তো বলছেন? তা ঠিকই বলছেন। লাল, হলুদ, সবুজ, গোলাপি ইত্যাদি উজ্জ্বল রঙের সিল্কের কাপড়ে অসাধারন মানাবে এই ডিজাইন। নিজের জন্য দর্জিকে দিয়ে বানিয়ে নিন চটজলদি।
৪. ফুল রয়াল স্লিভ সিল্ক ব্লাউজ ডিজাইন
‘রয়াল স্লিভ’ ব্লাউজ ডিজাইন বলার কারণ, এরকম একটি ব্লাউজের সাথে শাড়ি পরলে আপনাকে রাজরানীর চেয়ে কিছু কম মনে হবে না। সত্যি – সত্যি – সত্যি, তিন সত্যি।
৫. ডেকোরেটিভ স্টাইল সিল্ক ব্লাউজ ডিজাইন
ডেকোরেটিভ ওয়েতে এর গলার নক্সা বানানো সিল্কের কাপড়ের উপর।
৬. ফ্রন্ট কাট জ্যাকেট স্টাইল সিল্কের ব্লাউজ ডিজাইন
ফ্রন্ট কাট জ্যাকেট স্টাইলে ব্লাউজ বানান সিল্কের প্রিন্টেড কাপড়ের উপর। এতে বেশি সুন্দর ভাবে এই ডিজাইনটি ফুটে উঠবে।
৭. জলপরী স্টাইল সিল্কের ব্লাউজ ডিজাইন
ব্লাউজের এই ডিজাইন ঠিক মারমেড বা জলপরীর মতই দেখতে। গ্লসি টাইপের সিল্কের কাপড়ে এই ডিজাইনটি সবার নজর কাড়তে বাধ্য।
৮. ইউনিক হাইনেক কুচি স্টাইল সিল্কের ব্লাউজ ডিজাইন
ইউনিক হাইনেক কুচি স্টাইলের এই ব্লাউজ ডিজাইনে আপনাকে ফ্যাশান কুইন দেখতে লাগবে তাও আবার বাঙালিয়ানা বজায় রেখেই।
৯. গ্লাস স্লিভ স্টাইল সিল্কের ব্লাউজ ডিজাইন
দক্ষিণ ভারতীয় গ্লাস স্লিভ এই স্টাইল যেকোনো সিল্কের কাপড়ের জন্য একেবারে পারফেক্ট।
১০. সিম্পল ফুল কভার বোটনেক স্টাইল ডিজাইন
সিম্পলের মধ্যে ক্লাসিনেস যদি আপনার বেশি পছন্দের হয় তাহলে আপনার নেক্স সিল্কের ব্লাউজের ডিজাইন হিসেবে এটি বেছে নিতে পারেন।
নেপাল হালদার
আমার স্ত্রী শিখতে চায় কিভাবে শিখবে ? ওনার মোবাইল নঃ ৭৯০৮৪৬৩০৫৭/
আমার মোবাইল নঃ ৯৮৩৬০০৪৮৪০
খুব ভালো লাগলো।