ব্লাউজের ডিজাইন সব সময় সুন্দর হয় যদি গলার কাট সুন্দর ও পারফেক্ট হয়। আর সেই কথা মাথায় রেখেই আজ ১৫টি ডিজাইন নিয়ে চলে এলাম। আশাকরি প্রত্যেকটি ডিজাইন আপনাদের পছন্দ হবে। যেটি পছন্দ হবে সেটি ঝটপট দর্জিকে দিয়ে বানিয়ে নিন।
১. ডিপ কাট গলার ব্লাউজ ডিজাইন
ছবিতে ঠিক যেরকম দেখছেন ঠিক এরকম যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দারুন লাগবে শাড়ির সাথে। সিল্ক বা জর্জেটের কাপড়ে বেশি ভালো লাগবে এই ডিজাইন।
২. ব্লাউজের গলা ডিজাইনে ত্রিকোণ কাট
সুতির শাড়ির এক রঙা ব্লাউজের গলার ডিজাইন এরকম বানিয়ে একবার ট্রাই করতে পারেন।
৩. ভাঁজ করা কলার স্টাইল ডিজাইন
পুরনো দিনের বাড়ির বড় গিন্নির স্টাইলে ব্লাউজ বানানোর শখ থাকলে এই ডিজাইনটি দেখুন।
৪. নেকলেস স্টাইল গলার ডিজাইন
এই ডিজাইনের ব্লাউজ যদি কোন শাড়ির জন্য বানিয়ে নিয়ে পড়েন তাহলে আলাদা করে আর গলায় হার পরার প্রয়োজন পরবে না।
৫. ভি কাট কলার ডিজাইন
সিম্পল অথচ একটু আলাদা রকমের স্টাইলে ব্লাউজ বানানোর ইচ্ছে থাকলে এই ডিজাইনের নেক কাটটি দেখতে পারেন। তাঁতের, সুতির শাড়ির সাথে মানানই লাগবে।
৬. সিম্পল কলার স্টাইল গলার ডিজাইন
কলমকরি প্রিন্টের কাপড়ে ব্লাউজ বানাতে গেলে এই ডিজাইনটি একদম পারফেক্ট।
৭. বক্স স্টাইল গলার ডিজাইন
৮. ক্লোজ টাইপ বোট নেক ডিজাইন
৯. স্মল হার্ট নেক ডিজাইন
মনের দরজা একটা হলেও এই ডিজাইনের ব্লাউজ বানালে তা হবে দুটো।
১০. প্লিট স্টাইল নেক ডিজাইন
১১. বোতাম স্টাইল নেক ডিজাইন
বোতাম স্টাইল নেক ডিজাইন সব রকমের শাড়ির সাথে মানাবে।
১২. কলার স্টাইল বোট নেক ডিজাইন
১৩. হাফ জ্যাকেট স্টাইল নেক ডিজাইন
জ্যাকেট স্টাইলের এই ডিজাইন কিন্তু একদম ইউনিক।
১৪. শার্ট স্টাইল নেক ডিজাইন
১৫. এক্সক্লুসিভ ও ইউনিক নেক ডিজাইন
ঠাকুরানী বা জমিদার গিন্নির সাজে সাজতে হলে এটি বানিয়ে নিন।
Shikha Biswas
৫,১০,১৪ নম্বর ডিজাইন ভালো লাগলো।
DusBus Staff
ধন্যবাদ।
Lina
How to connect with you
DusBus Staff
nandini@dusbus.com