স্টিলের থালা বাটি এখন অনেক বাড়িতে থাকলেও, কাঁচ বা অন্যান্য মেটালের ডিনার সেট আজকাল বেশি পছন্দের। বিশেষ করে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে নানা সুন্দর সুন্দর ডিজাইনের ডিনার সেটকেই, গৃহিণী খাবার পরিবেশনে সময় প্রাধান্য দেন।
সুন্দরের মধ্যে সবচেয়ে ভালো মানের ও বাজেটের মধ্যে থেকে বেছে ৮টি ডিনার সেট আজ পেশ করলাম। পছন্দ আগে তারপর কেনাকাটা।
১. হ্যান্ড প্রিন্টেড কাজ করা ডিনার সেট
![হ্যান্ড প্রিন্টেড কাজ করা ডিনার সেট](https://dusbus.com/wp-content/uploads/2020/06/Dinner-Plates-Thali-With-Snacks-Serving-Ceramic-Bowls-Katoris.jpg)
নীল ও হলুদ রঙের সুন্দর প্রিন্টের কাজ করা ডিনার সেট।
[amazon box=”B0893JCCGS” title=”হ্যান্ড প্রিন্টেড কাজ করা ডিনার সেট” description=”মাইক্রোওয়েভ ও ডিসওয়াসার প্রুফ” button_text=”কিনুন”]
২. ময়ূর প্রিন্টেড ডিনার সেট
![ময়ূর প্রিন্টেড ডিনার সেট](https://dusbus.com/wp-content/uploads/2020/06/blue-printed-dinner-set.jpg)
ময়ূর প্রিন্টের শাড়ি, ময়ূর প্রিন্টের কুর্তি বা ঘর সাজানোর জিনিস হয় তো অনেক আছে, কিন্তু ডিনার সেট নেই হলফ করে বলতে পারি।
৩. সিম্পল ক্লাসি লুক ডিনার সেট
![সিম্পল ক্লাসি লুক ডিনার সেট](https://dusbus.com/wp-content/uploads/2020/06/Dinner-ware-Set.jpg)
সিম্পলের মধ্যে যদি বাজেট ফ্রেন্ডলি ডিনার সেট খুঁজছেন তাহলে এটি দেখতে পারেন।
[amazon box=”B07P82MMQ6″ title=”সিম্পল ক্লাসি লুক ডিনার সেট” description=”১৬টি বাসন আছে” button_text=”কিনুন”]
৪. গ্রিন প্রিন্টেড ডিনার সেট
![গ্রিন প্রিন্টেড ডিনার সেট](https://dusbus.com/wp-content/uploads/2020/06/green-printed-dinner-set.jpg)
সবুজ শাক সবজির সাথে সাথে প্লেট ও যদি সবুজ হয় দারুন দেখাবে কিন্তু।
৫. ক্যাফে স্টাইল ডিনার সেট
![ক্যাফে স্টাইল ডিনার সেট](https://dusbus.com/wp-content/uploads/2020/06/Cafe-Stripe-Dinne-Set.jpg)
একেবারে সিম্পল দেখতে হলেও আলাদা একটা ক্লাসিনেস রয়েছে এই সেটে।
[amazon box=”B00Q5X24XM” title=”ক্যাফে স্টাইল ডিনার সেট” description=”হালকা ও স্পেস বড়” button_text=”কিনুন”]
৬. উইন্ডি ফ্লাওয়ার ব্রেকফাস্ট সেট
![উইন্ডি ফ্লাওয়ার ব্রেকফাস্ট সেট](https://dusbus.com/wp-content/uploads/2020/06/Windy-Flowers-Light-Breakfast-Set.jpg)
সকাল সকাল খাবার আর প্লেট রঙিন হলে দিনের শুরুটা কিন্তু মন্দ হবে না।
৭. সাদা ও চেক ডিজাইন ডিনার সেট
![সাদা ও চেক ডিজাইন ডিনার সেট](https://dusbus.com/wp-content/uploads/2020/06/white-colour-dinner-set.jpg)
মশলাদার খাবারের জমক এতে দারুন মানাবে।
[amazon box=”B07P7ZX34D” title=”সাদা ও চেক ডিজাইন ডিনার সেট” description=”৪ জনের ফ্যামিলির জন্য বেস্ট” button_text=”কিনুন”]
৮. এণ্টিক প্রিন্টেড ডিনার সেট
![এণ্টিক প্রিন্টেড ডিনার সেট](https://dusbus.com/wp-content/uploads/2020/06/Antique-Printed-Melamine-41-Piece-Dinnerware-Set.jpg)
একদম এণ্টিক লুকের ডিনার সেট। খুব সচারচর দেখতে পাবেন না।
মন্তব্য করুন