হেয়ার স্টাইল মানে এই নয় যে বিশেষ অনুষ্ঠান এলেই পার্লার থেকে গিয়ে কিছু একটা স্টাইল বানিয়ে নেওয়া। সারা বছর কি রকমের হেয়ার স্টাইল আপনার মুখের সাথে মানাবে তা চুল কাটার সময় ঠিক করে নিতে হয়। প্রত্যেকের মুখের সেপের ধরনের উপর এটা অনেকটা নির্ভর করে।
না গোল না ডিম্বাকৃতি, এর মাঝামাঝি যদি মুখের আকার হয় তাহলে ইয়ামির মত এই ছোট করা চুলের স্টাইলটি দারুন মানাবে।
দীপিকার মত যদি কারো মুখের আদল হয় তাহলে সে এই স্টাইলটি ট্রাই করতে পারেন বিনা দ্বিধায়।
হালকা চ্যাপ্টা টাইপের সেপ হলে উপরের স্টাইলটি কিন্তু মন্দ নয়, বেশ ভালো মানাবে।
আপনার মুখের জ লাইন যদি ঠিক এই টাইপের হয় তাহলে উপরের মত হেয়ার স্টাইলটি খুবই মিষ্টি দেখাবে।
মুখের আদলের সাথে মেলান আপনার। মিললে পারফেক্ট এই স্টাইল।
উপরের দুটো ছবি চ্যাপ্টা মুখের সেপের জন্য মানানসই।
লম্বাটে সেপের জন্য শ্রাদ্ধা কাপুরের হেয়ার স্টাইলটি কিন্তু একেবারে পারফেক্ট।
গোলাটে টাইপের মুখে সবচেয়ে মিষ্টি ও সুন্দর মানিয়েছে এই স্টাইলটি।
মুখের সেপ যদি শার্প হয় তাহলে বিপাশার এই হেয়ার স্টাইলটি ট্রাই করা যেতে পারে।
মন্তব্য করুন