হেয়ার স্টাইল সে লম্বা চুল হোক বা ছোট চুল, সঠিক ভাবে না করলে সুন্দর দেখায় না। ছোট চুলে নানা রকমের ক্লিপ দিয়ে কারসাজী করে, খুলে রাখলেও তা ভালো লাগে। সমস্যা হয় যাদের চুল লম্বা তাদের ক্ষেত্রে। খোঁপা বা বিনুনি ছাড়া আর কিছু করার অপশান থাকে না প্রয়োজন হলে। বিশেষ করে অনুষ্ঠান বাড়ি যাওয়ার ক্ষেত্রে।
আজ লম্বা চুলের জন্য একটি দুটি নয়, গুনে গুনে কুড়িটি হেয়ার স্টাইল পেশ করলাম। এর মধ্যে কিছু কিছু স্টাইল নিজে বানানো সম্ভব তবে বেশির ভাগ হেয়ার স্টাইল করার ক্ষেত্রে আপনাকে পার্লার যেতেই হবে। এক্সপার্টের হাতের কাজ কিন্তু সবসময় পারফেক্ট হয়।
১. বিনুনি দিয়ে খোঁপা স্টাইল
এই হেয়ার স্টাইল দেখে মনে হতে পারে এটা করা কঠিন। কিন্তু না। ছোট ছোট বিনুনি করে তা দিয়ে জাস্ট খোঁপা বানাতে হবে। তারপর সুন্দর ফুলের ব্যান্ড বা সত্যিকারের ফুল দিয়ে ছবির মত বেঁধে নিলেই রেডি এই খোঁপা।
২. খোলা চুলে কার্ল স্টাইল
৩. বিনুনি দিয়ে গোলাপ ফুল স্টাইল
৪. থ্রি লেয়ার খোঁপা স্টাইল
সামনের থেকে চুলকে তিনভাগে ভাগ করে তিনটে লেয়ারে খোঁপা করা হয়েছে। শাড়ি, লেহেঙ্গার সাথে দারুন মানানসই এই স্টাইলটি।
৫. চূড়া টাইপ হেয়ার স্টাইল
৬. সাইড হেয়ার রোল স্টাইল
৭. সিম্পল ডিজাইন খোঁপা স্টাইল
এই হেয়ার স্টাইলটি দেখতে সিম্পল হলেও এটি করতে হবে আপনাকে পার্লারে গিয়েই।
৮. খেজুর বিনুনি খোঁপা স্টাইল
৯. সাইড বিনুনি রোল স্টাইল
১০. ক্লিপে মোড়া কার্ল স্টাইল
চুল আগে ভালো করে কার্ল করতে হবে ঠিক ছবিতে যেমন আছে, তারপর ডিজাইনার ক্লিপ লাগিয়ে নিতে হবে চুলের এক প্রান্তে। ব্যাস রেডি আপনার ক্লিপে মোড়া কার্ল স্টাইল।
১১. মুক্ত বিনুনি হেয়ার স্টাইল
১২. রিভার ডিজাইন হেয়ার স্টাইল
১৩. লেয়ার বিনুনি স্টাইল
লেয়ার বিনুনি স্টাইলটি দেখে একদম ভাববেন না যে এটা করতে পার্লারের প্রয়োজন আছে। নিজে নিজেই এটা করা যাবে। সময় আর সুন্দর ব্যান্ড লাগবে এটি করতে।
১৪. বেদেনী টাইপ হেয়ার স্টাইল
১৫. লেয়ার টাইপ পনিটেল স্টাইল
১৬. সিম্পল সাইড সিঙ্গেল বিনুনি হেয়ার স্টাইল
লম্বা চুলের জন্য সব থেকে সহজ হেয়ার স্টাইল। আশাকরি ভালো করে ছবি দেখলেই বুঝে যাবেন ঠিক কি কি স্টেপে এটা করতে হবে।
১৭. হাফ এন্ড হাফ বিনুনি স্টাইল
১৮. ফুল খোঁপা হেয়ার স্টাইল
১৯. গার্ডেন ডিজাইন হেয়ার স্টাইল
মাথার মধ্যে ফুলের বাগান, তাই না! এর জন্য হালকা কার্ল করে চুলের নানা ভাগে শুধু ক্লিপ বসালেই কেল্লা ফতে।
২০. পাফ এন্ড লেয়ার স্টাইল
ছবি ঋণঃ Pinterest
মন্তব্য করুন