গোলাপি চাঁদের আভায় মহাকাশ আভাসিত হয়ে উঠতে চলেছে আর মাত্র কয়েক ঘণ্টা পরেই। এবছরের সুপারমুন দেখা দিতে চলেছে কাল ৮ই এপ্রিল। নামকরণ করা হয়েছে ‘গোলাপি চাঁদ’ বা ‘পিঙ্ক মুন’ নামে।
বসন্তকালে এবছর সুপারমুন দেখা যাওয়াতে এই নামকরণ করা হয়েছে বলে সূত্রের খবর। সিএনইটি-এর প্রতিবেদন অনুসারে আগামীকাল ৮ই এপ্রিল এই চাঁদ দেখা যাবে। ভারতের সময় অনুসারে এদিন সকাল ৮ টা বেজে ৫০ মিনিটে ‘গোলাপি চাঁদ’ পৃথিবী থেকে দেখতে পাওয়া যাবে। তবে খালি চোখে এটি দেখার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অনলাইন ওয়েব সাইটে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে।
‘গোলাপি চাঁদ’ কেন?
গোলাপি শুনে অনেকেই মনে করছেন চাঁদের রঙ গোলাপি দেখাবে। তা একেবারেই না। বসন্তকালে এটি দেখা যাবে বলে এর নাম রাখা হয়েছে ‘গোলাপি চাঁদ’ বা ‘পিঙ্ক মুন’। উত্তর আমেরিকার এক ধরনের ফুল ফ্লক্স সাবুলাটা-র গোলাপি রং-এর অনুকরণে এই নামকরণ করা হয়েছে। ফ্লক্স সাবুলাটা আসলে বসন্তকালে ফোটে তাই এই নামকরণ।
মন্তব্য করুন