পরিবার হলো এমন এক আধার যেখানে ফ্যামিলির সমস্ত সদস্যদের প্রেমের বন্ধনে ও সমন্বয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধির বুনিয়াদ নির্মিত হয়। যদি আপনি ফেং শুই ও বাস্তুশাস্ত্রের কিছু বিষয়ের যত্ন নিতে পারেন তবে আপনার আলয়েও ইতিবাচক শক্তি বিরাজ করবে – আপনার স্বাচ্ছন্দ্য হয়ে উঠবে কল্যাণকর। আজ আমরা আপনাদের জন্য জন্য নিয়ে এসেছি সেইসব জিনিস এর তথ্য যা রাখা বাস্তুমতে অশুভ।
বাড়ির মেন গেট:
- বাড়িতে ঢোকার প্রবেশপথ হলো বাড়িতে সৌভাগ্য ও হিতকর জিনিস এর স্বাগত জানানোর প্রমুখ অঙ্গ। তাই বাড়ির ঢোকার মুখে জুতো, স্লিপার, নোংরা আবর্জনা রাখবেন না।
- মেন গেটের সামনে পাখি বা কোনো পশুর ছবি রাখবেন না। গেটের উপরে কোনো ঘড়ি টাঙাবেন না। বিপজ্জনক বলে মনে করা হয় এই বস্তুটিকে।
বেডরুম এ যা যা বর্জনীয়:
- বেডরুম হলো আমাদের কমফোর্ট জোন। সারাদিনের খাটাখাটনির পর দুদন্ড শান্তির আশ্রয় লাভ করি আমরা এখানে।
- বেডরুমে ডিম্বাকৃতি বা গোলাকৃতি বেড রাখবেন না। বেড যেন আয়তকার বা বর্গাকার হয় সেটাই দেখবেন।
- অপ্রয়োজনীয় চিত্র বা আঁকা দিয়ে বেডরুমের দেয়াল কখনোই ভরিয়ে তুলবেন না। বেশি আসবাবপত্র দিয়ে শোবার ঘর ঠেসে না রাখাই উচিত। ফেং শুই এর দিক থেকে বটেই চলাফেরার দিক থেকেও অসুবিধার সম্মুখীন হতে হয়।
- বেডরুমে এলোমেলো জিনিস যেমন খেলনা, বই ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। দরকার হলে কাবার্ড এ রাখতে পারেন।
- এমন কোনো পেন্টিং বা শো পিস রাখবেন না যা মানসিকভাবে হিংসা বা ভয় উৎপন্ন করে। ফেং শুই মতে বাড়িতে পশুর চামড়া বা ভূতের ছবি রাখা কখনোই কাম্য নয়। এগুলো মুড ডিস্টারবেন্স ও অশান্তি সৃষ্টি করে থাকে।
- বাঘের চামড়া, হরিণ বা মোষের শিং জাতীয় জিনিস দিয়ে বাড়ির ডেকোরেশন করবেন না। মামি বা পিরামিড এর ছবি লাগাবেন না। কারণ এগুলো মৃত্যুর চিহ্ন।
- ক্রন্দনরত মহিলা বা দুঃখের সিনারী রাখবেন না। সাথে ঈগল বা প্যাঁচা জাতীয় পাখির ছবিও চলবেনা। এগুলো সবই নেগেটিভ এনার্জি ছড়িয়ে দেয়।
- বেডরুমে টাকা রাখার সেফ বা লকার এর মুখ দক্ষিনদিকে রাখবেন না।এইদিকে রাখলে প্রচুর পরিমানে আর্থিক ক্ষতি ও পরিবারের সদস্যদের অসুস্থতা বয়ে আনে।
স্বামী-স্ত্রীর সম্পর্ক অটুট রাখতে যে জিনিসগুলি বাড়িতে ঠাঁই দেবেন না:
- বেডরুমের টেবিলে বনসাই বা কাঁটাযুক্ত গাছ লাগাবেন না। বিবাহ সম্পর্কের মতো পবিত্র সম্পর্কে সন্দেহ,অবিশ্বাস ও ঝগড়াঝাটি এনে বিষময় করে তুলতে পারে আপনার জীবন।
- মুড়ে যাওয়া, বিবর্ণ বা ব্যবহৃত কাগজ বা টিস্যু পেপার উত্তরপূর্ব কোনে মোটেই ফেলবেন না। ওয়েস্ট বাস্কেট থাকলে সেটাও সরিয়ে দিন। কারণ এগুলো আপনাদের সম্পর্কে ফাটল ও মলিনতা নিয়ে আসে।
- এক কাজ করুন বেডরুমে আয়না রাখবেন না। সিলিং এর ডেকোরেশন এও কাঁচের ব্যবহার না হলেই ভালো। যদি আয়না রাখতেই হয় তবে সেটা বেডের সামনে যেন না হয়। কভার অবশ্যই দিন। এটা আয়নার ঋণাত্মক শক্তিপ্রবাহে বাধা দেবে।
- দেয়ালে জলপ্রপাত এর ছবি বা শোপিস রাখবেন না। বিচ, একোয়ারিয়াম এর পেন্টিং বা পোস্টার দেবেন না। এটা সম্পর্কের ধ্বংসের সূচনা করে।মনোমালিন্য ও সসুরবাড়ির শরীর খারাপ এর কারণ হয়।
- ডাবলবেড থাকলে দুটো আলাদা ম্যাট্রেস রাখবেন না। এটা দুজনের বিচ্ছেদ অব্দি গড়াতে পারে।
- ৩টা হাঁস বা পাখির ছবি অথবা খাঁচা বন্দি পাখির ছবি রাখা মোটেই বাড়িতে শুভ ফল দেয়না। এটা প্রতীকী ভাবে দাসত্ব ও জীবনে হতাশা ও উদ্যমের অভাবকে ইন্ডিকেট করে।
- বেডরুমে টিভি রাখবেন না এটা হাসবেন্ড ও ওয়াইফ এর মধ্যে দূরত্ব আনে।চেয়ার টেবিল রাখলে তা যেন তীক্ষ্ণ ধার যুক্ত না হয় সেটা দেখে নেবেন। এগুলো মানসিক টানাপোড়েন ও আর্থিক প্রতিপত্তির সম্ভাবনা বিনষ্টের জন্য দায়ী।
- ড্রাগনের মডেল মোটেই রাখবেন না। সেটা ঐক্য ও স্বজনের প্রতি সম্প্রীতি রক্ষা করার পথে অন্তরায় হয়ে দেখা দেয়।
কিচেনের কেয়ার:
- কালো রঙের কিছুই কিচেনে রাখতে দেবেন না। সে টাইলস হোক, চিমনি, কাবার্ড বা আসবাবপত্র।
- পুজোর সিংহাসন বা রাক কিচেনে রাখবেন না। বিশেষভাবে আভেনের কাছে।এটা নেতিবাচক চিন্তা প্রদান করে।
- সিঙ্ক এর জলে বেশিক্ষন হাঁড়ি বাসন ফেলে রাখবেন না, স্পেশালি রাত্রের দিকে।
টাকাপয়সার দিকে যেগুলো মেনে চলবেন:
- ফেং শুই মতে ভাঙা ও বর্জ্যপদার্থ যেমন ভাঙা ক্যাসেট বা যন্ত্রের অংশ আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি করে।
- বাড়ির জলের ট্যাঙ্ক যদি ফেটে যায় তবে তা যতদ্রুত সম্ভব মেরামত করুন।জলের বেরিয়ে যাওয়ার সাথে কিন্তু বাড়ির খরচ খরচা বাড়ার একটা সম্বন্ধ রয়েছে।
- বাড়িঘর পরিষ্কার রাখতে আমাদের ন্যাকড়া বা ঝাড়ু দরকারই পড়ে কিন্তু আমরা সেগুলো যেখানে সেখানে ছেড়ে রাখি। এটা করবেন না। চেষ্টা করুন সেগুলো এমন স্থানে রাখার যা কারোর নজরে আসবেনা।
- এগুলো পদন্নোতি ও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।
অন্যান্য টিপস:
- ফুলদানিতে শুকনো ফুল কখনোই রাখবেন না।
- ডুবন্ত জাহাজের পোর্ট্রেট রাখবেন না। দুর্ভাগ্য এর পরিচায়ক হয়ে দাঁড়ায় সেটা।
- লাফিং বুদ্ধ বেডরুমে বা ডাইনিং রুমে রাখবেন না।
- পড়ার ঘরে ক্রিস্টাল বল রাখবেন না। এটা মনোসংযোগে ও স্মৃতিশক্তি র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়।
- ফার্স্ট এড বক্স বা ওষুধ বেডরুমের বা কিচেনের কাছে একদম নয়।
মন্তব্য করুন