বিদ্যার দেবীর আরাধনার পাশাপাশি কাল বাঙালীর প্রেমদিবসও বটে! তাই অঞ্জলি দেওয়ার সাথে সাথে জ্যান্ত প্রতিমাদের দেখার বিশেষ আগ্রহে আজ থেকেই মেতে উঠেছে ছেলেপিলেরা। মজা করে লিখলেও সত্যি কথা।
কালকের দিনে নিজের জন্য স্পেশাল করে সাজুন, বাকিটা অঞ্জলির পরেই না হয় দেখা যাবে! যারা শাড়ি পরার প্ল্যান করে রেখেছেন তাদের জন্য আজ জাস্ট কয়েকটা শাড়ি লুক শেয়ার করছি। যা কালকে আপনার সাজকে আরও স্পেশাল করে তুলবে। দেখবেন যাকে মনের কথা বলার জন্য এত দিন ধরে আমতা আমতা করছেন, সে নিজেই আপনার কাছে ধরা দেবে কাল।
কাজলের মত সিম্পল লুকে সাজুন

কালকের সাজ হোক ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর হলুদ শাড়ি। তবে কাজলের মত এই স্টাইলে শাড়ি পরার ইচ্ছে থাকলে হালকা স্মোকি আই বানিয়ে নেবেন চোখে।
এলোকেশেও দেখাবেন জ্যান্ত প্রতিমা

চুল খুলে রাখার প্ল্যান থাকলে অবশ্যই লম্বা ঝুমকা আর ডিপ লিপস্টিক পরতে ভুলবেন না। কাল এই দুটোই আপনার শাড়ির সাথে বেশি মানানসই হবে।
লেডি দাবাং লুকে বাসন্তী রঙে

দাবাং লুক মানেই চুলবুল পাণ্ডের মত চোখে একজোড়া রঙিন চশমা। মিস করবেন না কিন্তু!
কঙ্গনা মত স্নিগ্ধ সাজে

কঙ্গনা মত এই সাজে যদি নিজেকে সাজাতে চান তাহলে চুল খোঁপা করে রাখুন আর কুন্দনের সেট পড়তে হবে মাস্ট!
দিয়ার দিলওয়ালে লুকে

একেবারেই কম সাজ হলেও আলাদা একটা ব্যাপার আছে এই লুকে যা কিন্তু কারোর নজর এড়িয়ে যাবে না। হালকা সাজ যাদের পছন্দ তারা এটা ট্রাই করতে পারেন।
সামান্তার মত বোল্ড লুকে

শাড়ি নেওয়ার স্টাইল আর চুল বাঁধার স্টাইল লক্ষ্য করুন ছবিতে। শাড়িতে এত বোল্ড যে নিজেকে দেখানো সম্ভব তা সামান্তাকে না দেখলে বিশ্বাস হয় না।
আজকের এই স্টাইলে সাজবেন কিনা সাজবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু চুপিচুপি একটা কথা বলে রাখি, বাঙালীর প্রেম দিবসে না হয় নিজেকে একটু স্পেশাল করে সাজিয়ে তুললে ভালো বই মন্দ হবে না। সে প্রেমে পরুন আর নাই পরুন আপনি। কিন্তু ভ্রমরদের ছড়াছড়ি কাল থাকছে বস শুধুমাত্র আপনার জন্যই।
মন্তব্য করুন